ন🅺ায়কের ইনিংস খেলেন তিলক বর্মা। ব্যাট হাতে একাই ভারতকে জয়ী করেন তিনি। সিরিজে ২-০ এগিয়ে গেল ♊টিম ইন্ডিয়া।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ২ উইকেটে জিতল ভারত
India vs England 2nd T20I LIVE SCORE: চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে জিতল ভারতꦆ। এদিন ব্যাট হাতে একাই লড়াই চালালেন ꦚতিলক বর্মা। ৫৫ বলে পাঁচটা ছক্কা ও চারটি বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ৭২ রান করেন তিলক বর্মা। এই ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: আট নম্বর উইকেটের পতন
𓄧India vs England 2nd T20I LIVE SCORE: আদিল রশিদের♋ বলে আউট হলন আর্শদীপ সিং। ১৪৬ রানে ৮ নম্বর উইকেট হারাল ভারত।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ৩৯ বলে অর্ধশতরান করলেন তিলক বর্মা
India vs England 2nd T20I LIVE SCORE: একাই 🌱লড়াই চালাচ্ছেন তিলক বর্মা। ৩৯ বলে ৫৩ রান করেন তিনি। এই সময়ে তিনি চারটি ছক্কা ও তিনটি বাউন্ডারি হাঁকান।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: লড়াই চালাচ্ছেন তিলক বর্মা
India vs Eng🐓land 2nd T20I LIVE SCORE: ১৫ ওভারে ১২৬ রানে সাত উইকেট হারাল ভারত। ম্যাচ জিততে হলে ভারতের দরকার ৩০ বলে ৪০ রান।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ১০০ টপকাল ভারত
🎀India vs England 2nd T20I LIVE SCORE: তিলক বর্মা ও ওয়াশিংটন সুন্দরের ব্যাট লড়াই ফিরছে ভারত। তিলক বর্মা ৩১ বলে ৩৮ রান করে ক্রিজে রয়েছেন, ওয়🍃াশিংটন সুন্দর ১৭ বলে ২৫ রান করে খেলছেন
IND vs ENG 2nd T20I LIVE SCORE: চাপে টিম ইন্ডিয়া
India vs England 2nd T20I LIVE SCORE: ৭৮ রানের মধ্যেই পঞ্চম উইকেট হারাল ভারত। ৬ বলে সাত💙 রান করে ওভার্টনের বলে সল্টের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হার্দিক।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ৬৬ রানের মধ্যে ভারতের ৪ উইকেটের পতন
India vs Engඣland 2nd T20I LIVE SCORE: ৬৬ রানের মধ্যেই ভারতের ৪ উইকেটের পতন হল। ধ্রুব জুরেল ফিরলেন মাত্র 🎶চার রান করে।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: আউট সূর্যকুমার যাদব
India vs England 2nd T20I LIVE SCORE: ব্রাইডন কার্সের বলে বোল্ড হলেন সূর্যকুমার যাদব। সাত বলে ১২ করে সাজঘরে ফিরলে🍒ন ভারতের ক্যাপ্টেন। চাপে টিম ইন্ডিয়া।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: আউট সূর্যকুমার যাদব
India vs England 2nd T20I LIVE SCORE: ব্রাইডন কার্সের বলে বোল্ড হলেন সূর্যকুমার যাদব। সাত বল🥀ে ১২ করে সাজঘরে ফিরলেন ভারতের ক্যাপ্টেন। চাপে টিম ইন্ডিয়া।&nbs🙈p;
IND vs ENG 2nd T20I LIVE SCORE: বাইশ গজে উঠেছে তিলক-সূর্যের ঝড়
India vs England 2nd T20I LIVE SCORE: ৫ ওভার শেষে ভারতের স্কোর ৫১/২ রান। তিলক বর🐠্মা তিনটি ছক্কা ও ১টি চার মেরে ১৩ বলে ২৫ রান করেছেন, এবং সূর্যকুমার যাদব ৬ বলে ১২ রান কর🧸ে খেলছেন।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: অভিষেকের পরে আউট হলেন সঞ্জু
India vs England 2nd T20I LIVE SCORE: ২.৩ ওভারে ১৯ র🐷ানের মধ্যেই ভারতের🍸 দুই উইকটের পতন। সঞ্জু স্য়ামসন ৭ বলে ৫ রান করে সাজঘরে ফিরলেন।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: আউট হলেন অভিষেক শর্মা
India vs England 2nd T20I LIVE SCORE: ৬ বলে ১২ রান করে মার্ক উডের বলে LBW হলেন অ🌜ভিষেক শর্মা। এই সময়ে ভারতের স্কোর ছিল ১৫/১ রান।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: দারুণ শুরু করল ভারত
India vs England 2nd T20I LIVE SCOꦦRE: প্রথম ওভারেই উঠল অভিষেকের ঝড়। জোফ্রা আর্চারের বলে ৫ বলে তিনটি চার মেরে ১২ রান তুললেন অভিষেক।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ২০ ওভারের শেষে ইংল্যান্ড তুলল ১৬৫/৯ রান
India vs England 2nd T20I LIVE SCORE: ইংল্যান্ডকে অলআউট করতে পারল না টিম ইন্ডিয়া। ২০ ওভারের শেষে ইংল্যান্ড তুলল ১৬৫/৯ রান। মার্ক উড (৫) ও জোফ্রা আর্চার (১২ꦑ) অপরা🍎জিত ছিলেন।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ১৫৭ রানে নবম উইকেটের পতন
India vs England 2nd T20I LIVE SCORE: ১৯তম ওভারের শেষ বলে আদিল রশিদকে আউট করলেন হার্দিক পান্ডিয়া। ১১ বলে ১০ 𝐆করে সাজঘরে ফিরলেন আদিল রশিদ।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ১৫০ টপকাল ইংল্যান্ড
India vs England 2nd T20I LIVE SCOꩲRE: ১৮ ওভারে ১৫৩ টপকাল ইংল্যান্ড। শেষ ২ ওভ💖ারে স্কোর বোর্ডে আর কত রান ওঠে সেটাই দেখার।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ১৩৭ রানেই ৮ উইকেটের পতন
India vs England 2nd T20I LIVE SCORE: ইংল্যান্ডকে চাপে রেখেছে ভারত। ১৩৭ রানেই ৮ উইকেট শিকার করেছে সূর্যের টিম ইন𒊎্ডিয়া। জেমি ওভার্টনকে পাঁচ রানে ফেরান বরুণ চক্রবর্তী, ব্রাইডন কার্সেকে রান আউট করন ধ্রুব জুরেল ও রবি বিষ্ণোই।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ফের আউট, এবার উইকেট নিলেন অভিষেক
India vs England ꦛ2nd T20I LIVE SCORE: ১১ বলে ২২ রান করে ভারতীয় দলের উপরౠ চাপ তৈরি করার চেষ্টা করছিলেন ইংল্যান্ডের স্মিথ। তবে অভিষেক শর্মা স্মিথের শিকার করেন। ১০৪ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়েছে ইংল্যান্ড।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ৯০ রানের মধ্যেই ৫ উইকেট হারাল ইংল্যান্ড
India vs England 2nd T20I LIVE SCORE: ফের উইকেট পলেন অক্ষর প্যাটেল। বাটলারের পরে এবার লিয়াম ♔লিভিংস্টোনকে আউট করলেন সূর্যকুমারের ডেপুটি। ১৪ বল ১৩ রান করে সাজঘরে ফিরলেন লিভিংস্টোন।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: বাটলারকে আউট করলেন অক্ষর
India vs England 2nd T20I LIVE SCORE: ৯.৩ ♔ওভারে অক্ষর প্যাটেলের বলে তিলক বর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হলেন ইংল্যান্ড দলের অধিনায়ক জোস বাটলার। মাত্র ৫ রানের জন্য অর্ধশতরান মিস করলেন ইংল্যান্ড দলের অধিনায়ক। ইংল্যান্ডের স্কোর ৭৭ রানে ৪ উইকেট।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: হ্যারি ব্রুককে আউট করলেন বরুণ
India vs England 2nd T20I LIVE SCORE: পাওয়ার প্লের পরেই ওভার করতে এলেন বরুণ ▨চক্রবর্তী। ৭ ওভারের শেষে ইংল্যাꦺন্ডের স্কোর ৬১/৩ রান। এই ওভারে হ্যারি ব্রুককে বোল্ড করে ফেরালেন বরুণ চক্রবর্তী। ৮ বলে ১৩ রান করেন হ্যারি ব্রুক।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: শেষ প্রথম পাওয়ার প্লে
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ভারতীয় দল ৫৮ রানের মধ্যে ২ উইকেট শিকার করেছে। এই সময়ে জোস বাটলার লড়াই চালিয়েছেন। ১৯ বলে ৩৭ রান করেন। তবে আর্শদীপ ও ওয়াশিংটন একটি করে উইকেট শিকার করেন।&nb🤡sp;
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন
IND vs ENG 2nd T20I LIVE 🔥SCORE: ২৬ রানে দ্বিতীয় উইকেট হারাল ইংল্যান্ড। বেন ডাকেট ব্যাক্তিগত তিন রানে আউট হলেন।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: ফিল সল্টকে ফেরালেন আর্শদীপ সিং
India vs England 2nd T20I LIVE SCORE: দলের মাত্র ৬ রানের মধ্যেই প্রথম উইকেট হারাল ইংল্যান্✱ড। ব্যাক্তিগত চার রান করে আর্শদীপের বলে ওয়াশিংটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন ফিল সল্ট।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: চেন্নাইয়ের স্থানীয় খেলোয়াড় ওয়াশিংটন সুন্দর দলে রয়েছেন, সঙ্গে আছেন ধ্রুব জুরেল।
ভারত বনাম ইংল্যান্ড লাইভ স্কোর: ভারত একাদশ হল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায𝄹়ক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল📖, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।
IND vs ENG 2nd T20I LIVE SCORE: HT বাংলা লাইভ ব্লগে আপনাকে স্বাগত
India vs England 2nd T20I LIVE SCORE: কলকꦑাতায় অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টিম ইন্ডিয়া। ভারত দুর্দান্ত ও নিখুঁত পারফরমেন্স দেখিয়েছে। এখন সিরিজটি চেন্নাইয়ে গেছে, যেখানে ঐতিহাসিক চিপক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতী𒁃য় ম্যাচ। ভারত তাদের দুর্দান্ত টি-টোয়েন্টি ফর্ম ধরে রাখতে চায়, আর ইংল্যান্ড সিরিজে ফিরতে মরিয়া হয়ে লড়াই করবে।