অপর▨াজিত থেকে ফাইনালে উঠেও এককভাবে ট্রফি জেতা হল না ভারতের যুব দলের। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ত্🐻রিদেশীয় ওয়ান ডে সিরিজে আয়োজকদের সঙ্গে যুগ্মজয়ী হয়েই থেকে যেতে হয় উদয় সাহারানের নেতৃত্বাধীন অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলকে।
ভারত লিগের চারটি ম্যাচেই দাপটের সঙ্গে জয় তুলে নেয়। তারা ২টি ম্যাচে পরাজিত করে আফগানিস্তানের যুব দলকে। ২টি ম্যাচে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলকে। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান লিগের ২টি পারস্পরিক লড়াইয়ে ১টি জয়ে জয় তুলে নেয়। নেট রান-রেটের নিরিখে শেষমেশ খেতাবি লড়াইয়ে ভারতের বির🐈ুদ্ধে মাঠে নামার যোগ্যতা অর্জন করে দꦬক্ষিণ আফ্রিকা।
বুধবার🔥ের ফাইনাল ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। খেলা শুরু হওয়া তো দূরের কথা, মন্দ আবহাওয়ায় টসও অনুষ্ঠিত হয়নি। ম্যাচ ভেস্তে যাওয়ায় উভয় ꦉদলকে যুগ্মজয়ী ঘোষণা করা হয়।
ভা💧রত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে পরাজিত করে। লিগের দ্বিতীয় ম্য়াচে 𝓀দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে দেয় ভারত। তৃতীয় ম্যাচে আফগানদের ৯ উইকেটে হারায় ভারতের যুব দল। লিগের চতুর্থ তথা শেষ ম্যাচে ভারত ফের পরাজিত করে দক্ষিণ আফ্রিকাকে।
আরও পড়ুন:- খেলা 💙ছাড়ার আগেই ৯ দিনের জন্য বিদেশি দলকে কোচিং করাতে চললেন কার্তিক
গ্রুপ লিগের পয়েন্ট টেবিল:-
১. ভারত- ৪ ম্যাচে ৮ পয়েন্ট।২. দক্ষিণ আফ্রিকা- ৪ ম্যাচে ২ পয়েন্ট।৩. আফগানিস্তান- ৪ ম্যাচে ২ পয়েন্ট।
ভারতের ওপেনার আদর্শ সিং ৩টি ম্যাচে মাঠে নেমে টুর্নামেন্টে𝕴র সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। ৩টি ইনিংসেই তিনি ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকে যান। ২টি অর্ধশতরান ও ১টি শতরান-সহ সাকুল্যে ২৩০ রান সংগ্রহ করেন আদর্শ। তাঁর ৩টি ব্যক্তিগত ইনিংস যথাক্রমে অপরা൩জিত ১১২, ৬৬ ও অপরাজিত ৫২ রানের।
আদর্শ ছাড়া টুর্নামেন▨্টে ব্যক্তিগত শতরান করেন আর মাত্র ১ জন ক্রিকেটার। টুর্নামেন্টের শেষ লিগ ম্যাচে ভারত বিশ্রাম দেয় আদর্শকে। তাঁর অনুপস্থিতিতে অধিনায়কোচিতꦉ শতরানে ভারতকে ম্যাচ জেতান উদয় সাহারান। তিনি সেই ইনিংসে ১১২ রান করেন।