কলকাতা নাইট রাইডার্সের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী আগামী মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের ১৫-সদস্যের দল থেকে বাদ পড়েছেন। এর পরেই ত♏ামিলনাড়ু ক্রিকেটার ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন। বরুণ চক্রবর্তী, যিনি ২০২১ সালে ভারতের হয়ে শেষ বার 💟খেলেছিলেন, তিনি ২০২৪ আইপিএলে ২১টি উইকেট তুলে নিয়েছিলেন। সর্বোচ্চ উইকেট শিকারীদের মধ্যে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছিলেন।
আরও পড়ুন: ছক্কা হাঁকিয়ে ♛নিজের ১৪ বছর আগের রেকর্ড ছুঁলেন রোহিত, ICC T20 WC-এ গড়লেন বাউন্ডারি মারার নজিরও
এর পরেও জিম্বাবোয়ে সফরের জন্য ভারতীয় দলে জায়গা পাননি বরুণ। বিসিসিআই জিম্বাবোয়ে সফরের জন্য দল ঘোষণা করার পরপরই, বরুণ চক্রবর্তী ইনস্টাগ্রামের স্টোরিতে রহস্য রেখে লেখেন, ‘আমি যদি একটি পিআর এজেন্সিকে অর🌱্থ প্রদান করতাম।’
মজার বিষয় হল, বিসিসিআই ভারতীয় দলে চার জন নতুন মཧুখকে সুযোগ দিয়েছে। এই তালিকায় রয়েছেন রিয়ান পরাগ, অভিষেক শর্মা, তুষার দেশপান্ডে এবং নীতীশ কুমার রেড্ডি। অথচ কেকেআর-কে শিরোপা জেতাতে বরুণ বড় ভূমিকা নিয়েছিলেন। এর পর আশা করা হয়েছিল যে, ডানহাতি অফ-স্পিনার জিম্বাবোয়ের বিপক্ষে সুযোগ পাবেন।
২০২১ আইপিএলে কেকেআর-এর জার্সিতে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন। এর পর বরুণ চক্রবর্তী প্রথম সকলের নজরে পড়েন। এই 💃বছরই তিনি ভারতীয় দলে সুযোগ পান। এবং দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেন। যাইহোক, সেই বছর টি২০ বিশ্বকাপে বরুণ ভালো খেলতে পারেননি। ভারতও সেবার বিপর্যয়ের মুখে পড়ে। ভারতের হয়ে সেই বিশ্বকাপে গ্রুপ লিগের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছিলেনꦡ বরুণ। সেটাই তাঁর জাতীয় দলের হয়ে শেষ খেলা ছিল। ভারতও ২০২১ টি২০ বিশ্বকাপের গ্রুপ লিগ থেকে ছিটকে যায়।
যাইহোক বরুণ চক্রবর্তী ইনস্টাতে একটি পোস্ট করেই থামেননি। অন্য একটি ইনস্টাগ্রাম স্টোরিতে কেকেআর স্পিনার লিখেছেন, ‘ভগবান আমাকে এরকম কিছু মেনে নেওয়ার জন্য শক্তি দিন, আর সাহস জোগান, এই অবস্থার পরিবর্তন যাতে করতে পারি, তার জন্য। যেটা আমি পারি, সেটা যা আমি পরিবর্তন করতে পারব না। আܫমি যা পারি, তা পরিবর্ত𒐪ন করার সাহস।’
আরও পড়ুন: স্টার্ককেℱ পিটিয়ে ছাতু করে এক ওভারে ২৯ রান নিলেন রোহিত, লজ্জার তালিকায় নাম উঠল তারকা🍸 অজি পেসারের
এদিকে জিম্বাবোয়ে সফরের জন্য বেশির ভাগ সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে, বিসিসিআই শুভমন গিলকে দ🐈লের অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে। জিম্বাবোয়ে সফরে গিয়ে ভারত ৬ জুলাই থেকে শুরু হওয়া পাঁচটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। এই ১৫-সদস্যের দলে রয়েছেন সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়সওয়ালরাও, যাঁরা টি-টোয়েন্টি বিশ্বকাಞপের দলে রয়েছেন। যদিও এই দুই ক্রিকেটার এখন সুযোগ পাননি।
জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের স্কোয়াড: শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইক𒉰েটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), নীতীশ রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খালিল আহমেদ, মুকেশ কুমার এবং তুষার দেশপান্ডে।