টি২০ বিশ্বকাপে তিনে ব্যাট করতে নামছেন ঋষভ পন্ত। এবার বিরাট কোহলিকে দিয়ে ওপেন করিয়ে, পন্তকে তিনে খেলানো হচ্ছে। প্রায় ১৮ মাস বাদে জাতীয় দলের হয়ে কোনও খেলছেন পন্ত। তাও বিশ্বকাপের মতো মঞ্চে। এবং কোহলির জায়গায়। পন্ত কিন্তু তিনে নেমে ভরসা জোগাচ্ছেন। পাঁচ ইনিংসে তাঁর ১৩৫.৭ স্ট্রাইকরেটে ১৫২ রান মোটেও খারাপ পরিসংখ্যান নয়। বিশেষ করে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ওপেন করতে নেমে বারবার যখন ব্যর্থ হয়েছেন, তখন পন্ত কিন্তু দলের হাল ধরার চেষ্টা করেℱছেন।
আরও পড়ুন: আভি আভি 💛আয়া হ্যায়, আড়া মারনে দে… কুলদীপের উ🌳দ্দেশ্যে রোহিতের টাপোরি স্টাইলে জবাব ভাইরাল- ভিডিয়ো
সুপার আটে দুই ম্যাচের মধ্যে পন্ত আফগানিস্তানের বিরুদ্ধে ২০ এবং বা🌊ংলাদেশের বিরুদ্ধে ৩৬ করেন। ভারতের তারকা কিপার-ব্যাটার যখনই তাঁর ইনিংস শুরু করেছেন, তখনই তাঁকে আত্মবিশ্বাসী বলে মনে হয়েছে। তবে আশ্চর্যজনক ঘটনা হল, সুপার আটের দুই ম্যাচেই তিনি একই শট খেলে আউট হন। রিভার্স সুইপ, যা পন্তকে অনেক সাফল্য এনে দিয়েছে, সেই শট খেলতে গিয়েই তিনি আফগানিস্তানের বিপক্ষে, রশিদ খানের বলে এলবিডব্লিউ আউট হন। বাংলাদেশের বিপক্ষে আবার তিনি রিভার্স-সুইপ খেলতে গিয়ে শর্ট থার্ড-ম্যান ফিল্ডারের তালুবন্দি হন। এবং বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ভারতের ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়েছিলেন পন্ত, যখন কোহলি এবং রোহিত দু'জনের উইকেটই পড়ে গিয়েছে, অন্যদিকে সূর্যকুমার যাদবও ফিরে গিয়েছিলেন সাজঘরে।
পন্তের আউটে বিরক্ত কোহলি
পন্ত আউট হওয়ায় ভারতের ভক্তরা হতাশ হয়ে পড়েছিলেন। তবে দু'ম্যাচে একই ভুল করে𒉰 পন্ত আউট হও🧸য়ায় বিরক্ত হয়েছিলেন বিরাট কোহলি। পন্ত আউট হওয়ার কিছুক্ষণ পরেই, ডাগআউটে রোহিতের পাশে বসে থাকা কোহলিকে তাঁর অধিনায়কের সঙ্গে হাতের ইশারায় কিছু আলোচনা করতে দেখা যায়। যদিও তাঁরা ঠিক কী নিয়ে আলোচনা করছিলেন, তা কেউ নিশ্চিত করে বলতে পারবেন না, তবে শারীরিক ভাষায় বোঝা গিয়েছে, পন্তের আউট নিয়েই তাঁরা কথা বলছিলেন। এমন কী ধারাভাষ্যকররাও একই কথা মনে করেছিলেন।
ধারাভাষ্যকরদের দাবি
পীযূষ চাওলা সেই সময়ে বলেছিলেন, ‘যদি ও একই ভুল দু'বার করে থাকে, এই ম্যাচের জন্য ঠিক আছে, কিন্তু বড় ম্যাচে ও সমস্যার সম্মুখীন হতে পারে। কারণ বড় দলগুলো এই সুযোগগুলো হাতছাড়া করবে না রোহিত শর্মা এবং বিরাট কোহলি সম্ভবত দু'জনেই এই বিষয়ে একমত। কারণ ওরাౠ জানে, পন্ত কী করতে সক্ষম।’
আরও পড়ুন: বাঁ-হাতি বোলার সামনে থাকলেই কেঁপে যান রোহিত? T20 Worl⛄d Cup 2024-এর পরিসংখ্যান অন্তত তাই বলছে
ঋষভকে বকুনিও খেতে হয়েছে বিরাটের
পর্বটা এখানেই শেষ হয়নি। এর পর পন্তের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল কোহলিকে। কোহলির তীব্র অঙ্গভঙ্গি এবং কথা বলার ধরন দেখে মনে হচ্ছিল, পন্ত যেভাবে আউট হয়েছেন, তাতে তিনি খুশি নন🔜 এবং সম্ভবত সে কথাই তিনি তারকা কিপারকে বলছিলেন এবং সম্ভবত বোঝাচ্ছিলেন, তিনি কীভাব꧅ে আরও সতর্ক থাকতে পারেন।
দীপ দাশগুপ্ত অন এয়ার বলেন, ‘দেখা যাচ্ছে, কোহলি এখন ওর সঙ্গে কথা বলছে। সত্যিই ভালো খেলছিল ঋষভ। এই অবস্থায় এমন শট খেলার কী দরকার ছিল।’ দীপের সহকর্মী ধারাভাষ্যকার🎀 সঞ্জয় মঞ্জরেকার তখন যোগ করেন, ‘ঋষভ পন্ত যখন আউট হয়, তখন কোহলি জানত না যে, ক্যামেরা ওর উপর ছিল। ও অবিলম্বে বিরক্তি প্রকাশ করে ফেলে। এবং তার পরে তোয়ালে দিয়ে মুখ লুকিয়েছিল। যেভাবে ভক্তরা পন্তের বরখাস্তে হতাশ হয়েছিল, কোহলিও একই রকম ভাবে হতাশ হয়েছিল।’