শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার কেএল রাহুল। ভারতীয় এই কিপার ব্যাটার বেশ ভালো ফর্মেও রয়েছেন। শেষ ওডিআই বিশ্বকাপে ও তাঁর পারফরম্যান্স বেশ ভালো। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে ফর্ম্যাটে তাঁর নেতৃত্বেই সিরিজ জিতেছে ভারতীয় দল। টেস্ট ফর্ম্যাটেও তিনি খেলছেন ভারতীয় দলের হয়ে। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে ভারত হারলেও কেএল রাহুল কিন্তু প্রথম ইনিংসে এক দুরন্ত শতরান করেছেন। মূলত তাঁর ইনিংসে ভর করেই ম্যাচে লড়াইতে টিকে ছিল দল। যদিও ম্যাচে শেষ পর্যন্ত তাদের হারতে হয়েছে। এমন আবহে নিজের জীবনের এক অজানা কাহিনি শুনিয়েছেন তিনি। জানিয়েছেন তাঁকে ন❀িয়ে তাঁর স্ত্রী আথিয়া শেট্টির চিন্তার কথা। জানিয়েছেন কিভাবে রাহুল খেলতে নামলেই তাঁর স্ত্রী ধীরে ধীরে 'কুসংস্কারী' হয়ে ওঠেন। কীভাবে স্ত্রীর প্রভাবে, তাঁর অনুপ্রেরণায় তিনি হয়ে উঠেছেন আরো ভালো মানুষ সে কথা জানিয়েছেন তিনি।
স্টার স্পোর্টসে এক একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনের নানা অজানা দিক তুলে ধরেছেন কে এল রাহুল। তাঁর চোট নিয়ে স্ত্রীর রি-অ্যাকশন সম্বন্ধে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘আমার থেকেও বেশি হতাশ ছিল আথিয়া। আমার থেকেও যেন ওর রাগটা বেশি হচ্ছিল। আমি ওঁকে শান্ত করার চেষ্টা করেছি তখন। কারণ প্রথমবার ও আমাকে এমন অবস্থার মধ্যে দিয়ে যেতে দেখছিল। আর সেই কারণেই ও হতাশ হওয়ার পাশাপাশি রেগেও ছিল। আমি যখন সেরဣে ওঠার লড়াই করছিলাম সেই সময়টা আমাদের দুজনের জন্য খুব খুব কঠিন ছিল। তবে এর একটা ভালো দিকও ছিল। আমরা দুজন দুজনের সঙ্গে অনেকটা সময় একসঙ্গে কাটাতে পেরেছি। যেটারও খুব দরকার ছিল।’
পাশাপাশি রাহুল আরও জানিয়েছেন, ‘ওই সময়টা ও (আথিয়া) আমার জীবনকে ভালোবাসায় পরিপূর্ণ করে তুলেছিল। আমি একটা কথা জানাতে চাই যদি মানসিকভাবে আমি শান্তি পাই তার প্রভাব আমার খেলাতে পরে। আমি অনেক বেশি ব্যালান্সড থাকি। আর আমাকে ভালো পারফরম্যান্💮স করতে এটা যথেষ্ট সাহায্য করে। আর আমাকে এটা করতে সবথেকে বেশি সাহায্য করেন আমার স্ত্রী। ও আমাকে মানসিকভাবে ভালো থাকতে সাহায্য করে। যার প্রভাব আমার ক্রিকেটে, আমার পেশাদার জগতে পড়ে। ও আমার বড় ভরসার জায়গা। ও থাকলে আমি অনেকটাই রিল্যাক্স থাকি। আমাকে আরও ভালো করতে ও চ্যালেঞ্জ করে। আমার উর্ধ্বসীমাকে পুশ করতে সাহায্য করে।’