তেরো বছর পরে বিশ্বকাপ জিতেছে ভারত। ১১ বছর পরে আইসিসি ট্রফি জয়ের খরা কেটেছে। আর সেই দীর্ঘপ্রতীক্ষার অবসান ঘটনায় পুরস্কারমূল্য হিসেবে ভারতীয় দলকে ১২৫ কোট🌄ি টাকা দেওয়া হবে বলে ঘোষণা করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। রবিবার সন্ধ্যায় তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ২০২৪ সালের পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় টিম ইন্ডিয়াকে পুরস্কারমূল্য ജহিসেবে ১২৫ কোটি টাকা দেওয়া হবে। এই দলটা পুরো বিশ্বকাপেই নিজেদের অভাবনীয় প্রতিভা মেলে ধরেছে, নিজেদের দৃঢ় সংকল্পের পরিচয় দিয়েছে এবং অভাবনীয় খেলোয়াড়সুলভ মানসিকতা তুলে ধরেছে। এই দুর্দান্ত সাফল্যের জন্য প্রত্যেক খেলোয়াড়, কোচ, এবং সাপোর্ট স্টাফকে অভিনন্দন জানাচ্ছি।’
BCCI-র পুরস্কারমূল্যের কাছে নস্যি ICC-র প্রাইজমানি
অর্থাৎ রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, সূর্যকু🐓মার যাদব, রাহুল দ্রাবিড়-সহ পুরো দলকে ১২৫ কোটি টাকা দেওয়া হবে। বিশ্বকাপ জেতার জন্য আইসিসির থেকে ভারত যে পুরস্কারম﷽ূল্য (২০.৪২ কোটি টাকা) দেবে, সেটার সঙ্গে এটা গুলিয়ে ফেলা যাবে না। ওই পুরস্কারমূল্য তো আসবেই। এই ১২৫ কোটি টাকার পুরস্কারমূল্য টিম ইন্ডিয়াকে দেওয়া হচ্ছে বিসিসিআইয়ের তরফে। আর আইসিসি পুরস্কারমূল্য দিচ্ছে, তা বিসিসিআইয়ের দেওয়া অর্থের টাকা স্রেফ নস্যি।
পুরস্কারমূল্যের বণ্টন: কে কত টাকা পাবেন?
তবে পুরস্কারমূল্য হিসেবে কে কত টাকা পাবেন, সে বিষয়ে আপাতত বোর্ডের সচিব কিছু জানাননি। বোর্ডের তরফেও আলাদাভাবে কিছু জানানো হয়নি। খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফদের সমভাগে সেটা ভাগ করে দেওয়া হবে কিনা, তা স্পষ্ট নয়। নাকি আলাদা কোনওভাবে পুরস্কারমূল্য দেওয়া হবে, তা ন✱িয়ে ভারতীয় বোর্ডের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
নেটিজেনদের প্রতিক্রিয়া
টিম ইন্ডিয়াকে যে পুরস্কারমূল্য দেওয়া হচ্ছে, সেটার অঙ্ক শুনে আঁতকে উঠেছেন অনেকেই। এক নেটিজেন আবার পাকিস্তানꦬ সুপার লিগকে (পিএসএল) ঠেস দিয়ে বলেন, ‘এই টাকায় তো ২৫টি পিএসএল হয়ে যাবে।’ এক নেটিজেন তো বিজয় সেতুপতির ওয়েব সিরিজ 'ফারজি'-তে দৃশ্য দেখিয়ে বলেছেন, শাহিদ কাপুররা যেমনভাবে নোটের বান্ডিলের উপরে বসেছিলেন, নোট ছড়ানো বিছানায় শুয়ে থাকছিলেন, ভারতীয় খেলোয়াড়দেরও সেরকম অবস্থা হবে।
এই পুরস্কারমূল্য পাওয়ার যোগ্য, মত অনেকের
একজন আবার মজা করে বলেন, 'ফ্যানদেরও কিছু টাকা দিন। যাঁরা এতদিন𝓀 ধরে এত কষ্ট সহ্য করে এসেছেন।' কেউ-কেউ আবার পুরস্কারমূল্যের অঙ্কটা শুনে আঁতকে উঠলেও তাঁদের বক্তব্য, টিম ইন্ডিয়া যেরকমভাবে বিশ্বকাপ জিতেছে, তাতে সেই পুরস্কারমূল্য পাওয়া উচিত। অপর এক নেটিজেন বলে💙ছেন যে টিম ইন্ডিয়ার পিছনে সেই টাকা না উড়িয়ে আদতে যাঁদের সেটা প্রয়োজন, তাঁদের সেই অর্থ দেওয়া হোক।