২০২৪ টি২০ বিশ্বকাপের পর যে ভারতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের অধ্যায় শেষ হবে, সেটা কারও অজানা ছিল না। দ্রাবিড় শুধু চেয়েছিলেন, শেষটা যেন মধুর হয়। আর হলও সেটা। তাঁর কোচিংয়ে দীর্ঘ ১১ বছরের আইসিসি ট্রফি জয়ের খরা কেটেছে। ১৩ বছর বাদে ভারত কোনও বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে। আর ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয় বার টি২০ বিশ্বকাপ জয়ের নতুন করে স্বাদ পেয়েছে টিম ইন্ডিয়া।
ক্রিকেটার হিসেবে দ্রাবিড়ের বর্ণাঢ্য ক্যারিয়ার হওয়া সত্ত্বেও, তিনি কখಞনও বিশ্ব জয়ের স্বাদ পাননি। অবশেষে কোচ হিসেবে সেই অপূর্ণ আশা পূরণ হল মিস্টার ডিপেন্ডেবলের। এটি তাঁর ক্রিকেট ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ জয়। আর এই শিরোপা জয়ই রাহুল দ্রাবিড়ের বিদায়ী মঞ্চকে স্মরণীয় করে রাখল।
আরও পড়ুন: বিশ্বকাপ জিতিয়ে রাজার মতো T20I-কে আলব💫িদা জানালেন রোহিতও
শান্ত স্বভাবের রাহুল দ্রাবিড় শনিবার ভারতকে চ্যাম্পিয়ন করে আবেগে ভাসলেন। দ্রাবিড়কে সাধারণত এতটা উচ্ছ্বসিত হতে🥃 আগে কখনও দেখা যায়নি। উচ্ছ্বাসে ছেলেমানুষের মতো লাফালাফি করা, আনন্দে ভেসে যাওয়া, প্লেয়া♛রদের সঙ্গে সেলিব্রেশনে পাগলপাড়া হওয়া, এ যেন পুরো অন্য দ্রাবিড়। আর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে সেই উচ্ছ্বাসের রেশ নিয়ে দ্রাবিড় প্রশংসায় ভরালেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে।
আরও পড়ুন: শেষ টি২০ খেলে ফেললাম, নবীন প্রজꦍন্ম তৈরি… ট্রফি জিতে বিরাট মঞ্চ ত্যাগ
দ্রাবিড় শুধু ক্রিকেটার রোহিত নন, জানিয়ে দিলেন মানুষ রোহিতকেও তিনি মিস করবেন। তাঁর দাবি, ‘আমি একজন ব্যক্তি হিসাবে তাকে মিস করব। ও যে ধরনের মানুষ, আমাকে যে সম্মান দেখিয়েছে, তাতে ✱আমি মুগ্ধ। দলের জন্য ওর যে ধরনের প্রতিশ্রুতি ছিল, ওকে যে রকম শক্তি ব্যয় করতে হয়েছে এবং ও আমার জন্য কখনও-ই পিছিয়ে যায়নি🔯। ও এমন একজন ব্যক্তি, যাকে আমি সবচেয়ে বেশি মিস করব।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের উন্মাদনার রেশ কাটার আগেই বিরাট কোহলꦦি এবং রোহিত শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের কথা ঘোষণা করে দেন। তাঁরা ওডিআই এবং টেস্ট খেললেও, সংক্ষিপ্ততম ফর্ম্যাটে আর খেলবেন না। তবে দ্রাবিড় যেন রোহিতকে নিয়ে একটু বেশিই আবেগপ্রবণ ছিলেন।
তিনি আরও বলেন, ‘ও একজন দুর্দান্ত অধিনায়ক। একজন দুর্দান্ত খেলোয়াড়। ও আরও রান করবে, ট্রফি জিতবꦯে। তবে আমি ওকে একজন ব্যক্তি হিসেবে মনে রাখব এবং ওর পাশে থাকব।’
আরও পড়ুন: হৃদস্পন্দন বেড়ে গিয়েছ💝িল… ক্যাপ্টেন কুলের মোড়ক খুলে রোহিতদের উচ্ছ্বসিত শুভেচ্ছা ধোনির
ট্রফি জেতার বিষয়ে রাহুল দ্রাবিড় বলেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি ট্রফি জিততে পারিনি। তবে আমি আমার সেরাটা দিয়েছিলাম... আমি যথেষ্টﷺ ভাগ্যবান যে, একটি দলের কোচ হওয়ার সুযোগ পেয়েছি এবং এই ছেলেদের নিয়ে ট্রফি জেতা আমার পক্ষে সম্ভব হয়েছে। এটা একটা চমৎকার অনুভূতি, এটা নয় যে আমি কোন রিডেম্পশনের লক্ষ্যে ছিলাম, এটা ছিল একটা চমৎকার যাত্রা।’
দ্রাবিড়ের কোচিংয়ে ভারত এক বছরের ব্যবধানে তিনটি আইসিসি ট্রফি ফাইনাল খেলেছে। দলটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল, কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা ঘুরে দাঁড়িয়ে শিরোপা জিতে কোটি কোটি ভারতবাসীরꦡ মুখে হাসি ফোটাল।