রীতিমতো তারকাখচিত দল নিয়েও হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসে নিতান্ত হতাশাজনক পারফর্ম্যান্স উপহার দিল ভারত। টুর্নামেন্টে মোট ৫টি ম্যাচে মাঠে নামে রবিন উথাপ্পার নেতৃত্বাধীন ভারতীয় দল। ৫টি ম্যাচেই পরাজিত হয় তারা। উল্লেখযোগ্য বিষয় হল, আমিরশাহি-ওমানের মতো ছোটဣ দলের কাছেও হারের মুখ দেখতে হয় উথাপ্পাদের। টুর্নামেন্টের ১২টি দলের মধ্যে ভারতই একমাত্র, যারা কোনও ম্যাচ জিততে পারেনি। দেখে নেওয়া যাক ভারতের ৫টি ম্যাচের ফলাফল।
১. ভারত বনাম পাকিস্তান
পাকিস্তানের ব💛িরুদ্ধে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা নির্ধারিত ৬ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১১৯ রান তোলে। ১৬ বলে ৫৩ রান করেন ভ♎রত চিপলি। ৮ বলে ৩১ রান করেন রবিন উথপ্পা। পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১২১ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৬ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে তারা। ১৪ বলে ৫৫ রান করেন আসিফ আলি।
২. ভারত বনাম আমিরশাহি
টস জিতে আমিরশাহিকে শুরুতে ব্যাট করতে পাঠায় ভারত💦। আমিরশাহি ন𝐆ির্ধারিত ৬ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৩০ রান তোলে। ১০ বলে ৪২ রান করেন খালিদ শাহ। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৬ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১২৯ রানে আটকে যায়। ১ রানে ম্যাচ হারে ভারত। ১০ বলে ৪৩ রান করেন রবিন উথাপ্পা। ১১ বলে ৪৪ রান করেন স্টুয়ার্ট বিনি।
৩. ভারত বনাম ইংল্যান্ড
টস জিতে ইংল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় ভারত। ইংল্যান্ড নির্ধ✃ারিত ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১২০ রান তোলে। ১৪ বলে ৫৩ রান করেন রবি বোপারা। ১৮ বলে ৫১ রান করেন সমিত প্যাটেল। পালটা ব্যাট করতে নেমে ভারত ৬ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১০৫ রানে আটকে যায়। ১৫ রানে ম্যাচ হারে ভার𒆙ত। ১৫ বলে ৪৮ রান করেন কেদার যাদব।
৪. ভারত বনাম নিউজিল্যান্ড
টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৪৬ রান তোলে। ১২ বলে ৫♍৫ রান করেন সিদ্ধেশ দীক্ষিত। জবাবে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৬ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১০২ রান তোলে। ১৬ বলে ৪২ রান করেন শ্রীবৎস গোস্বামী। ৪৪ রানে ম্যাচ হারে ভারতীয় দল।
৫. ভারত বনাম ওমান
টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা নির্ধারিত ৬ ওভারে꧟ ৩ উইকেটের বিনিময়ে ১১৯ রান তোলে। ১৩ বলে ৫২ রান করেন রবিন উথাপ্পা। পালটা ব্যাট করতে নেমে ওমান ৪.২ ওভারে কোনও উไইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১২০ রান তুলে নেয়। ১১ বলে ৫৪ রান করেন বিনায়ক শুক্লা।