শুভব্রত মুখার্জি: এক বঙ্গললনার অনবদ্য বোলিংয়ের এদিন সাক্ষী থাকল ভারতীয় ক্রিকেট ভক্তরা। শুক্রবার ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। আর এই ম্যাচে বড় ব্যবধানে জিতে সিরিজে লিড নিয়েছে ভারতীয় দল। আর ভারতের ম্যাচ জয়ের অন্যতম কারিগর এক বঙ্গতনয়া পেসার তিতাস সাধু। যার দুরন্ত বোলিং স্পেলে ভর করেই এদিন ভারতের ম্যাচ জয়ের মꦏঞ্চ তৈরি হয়। ভারতকে ম্যাচ জিতিয়ে এদিন ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিতাস সাধু। ম্যাচ সেরার পুরস্কার জিতে দলের এক ছোট রহস্য উন্মোচন করেছেন তিতাস। তিনি জানিয়েছেন, শুক্রবার সতীর্থদের রাতের পার্টি তাঁকেই দিতে হবে। কারণ তিনি ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। আর এখন দলের রীতি এটাই, যে পুরস্কার জিতবে, পার্টি দেওয়ার দায়িত্ব তাঁর।
আরও পড়ুন: লজ👍্জায় ডুবলেন বাবররা, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ওয়ার্নারের বিদায়ী সিরিজকে রত্নখচিত করে তুললꦬ অজিরা
ম্যাচে অনবদ্য বোলিং করে ম্যাচ সেরার 🐼পুরস্কার জিতেছেন তিতাস। তাঁকে তাঁর পুরস্কার জয়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘আমাদের দলে এখন এটাই রীতি হয়ে গিয়েছে। যে বা যারাই এই পুরস্কার (ম্যাচ সেরা) তাঁকে সেই দিনের পার্টি দিতে হবে। আজকে (শুক্রবার) আমি তিনটি পুরস্কার জিতেছি। তাই এদিনের পার্টি আমাকেই দিতে হবে। আমাদের সবার জন্য এটা খুব দীর্ঘ একটা সিরিজ চলছে। টেস্ট এবং ওয়ানডে সিরিজেও আমি জাতীয় দলের সঙ্গে ছিলাম। 💃যখন সুযোগ আসবে, যাতে সেই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করতে পারি, তার জন্য নিজেকে প্রস্তুত থাকতে হবে। আমি দলের হয়ে যোগদান করতে পেরে খুব খুশি। আমার খুব সৌভাগ্য দ্বিতীয় ওভারে দুটি উইকেট আমি পেয়েছি। আজকের উইকেটটা বোলিংয়ের জন্য ভালো ছিল। আমরা অনেক বেশি স্লো বল করার দিকে নজর দিয়েছি। টস জেতাটা আমাদের জন্য খুব ভালো হয়েছে।’
আরও পড়ুন: বিদেশি ক্রিকেটাররা ভারত❀ে এলে যেন আর অভিয🍒োগ না করেন- পিচ নিয়ে কড়া দাওয়াই ইরফানের
প্রসঙ্গত, এদিন ম্যাচে চার ওভার বল করেন তিতাস। দিয়েছেন ১৭ রান । নিয়েছেন চারটি উইকেট। ইকোনমি রেট ৪.২৫। করেছেন মাত্র একটি ওয়াইড বল। বেথ মুনি, তাহিলা ম্যাকগ্রা, অ্যাশলে গার্ডনার এবং অ্যানাবেল সাদারল্যান্ডের উইকেট নেন তিতাস। ফলে অস্ট্রেলিয়া দল মাত্র ১৪১ রানেই অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেছেন ফোয়েব🧜ে লিচফিল্ড। এছাড়াও এলিস পেরি করেছেন ৩৭ রান। জবাবে ভারতীয় দল মাত্র ১৭.৪ ওভার𝔍েই লক্ষ্যে পৌঁছে যায়। ওপেনার স্মৃতি মন্ধনা করেছেন ৫৪ রান। অপর ওপেনার শেফালি বর্মা খেলেন ৬৪ রানের এক অপরাজিত আক্রমণাত্মক ইনিংস। তাদের ওপেনিং জুটি ভারতের ম্যাচ জয় কার্যত নিশ্চিত করে দেয়। ফলে দিন শেষে ভারত ৯ উইকেটে ম্যাচ জিততে সমর্থ হয়েছে।