ভারত এবং দক্🤡ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই নাটকীয় ভাবে ২৩ উইকেট পড়ে যায়। অবাক করার মতো ঘটনা হলেও, দু' দলের এমন অত্যাশ্চর্য ব্যাটিং পতনে ক্রিকেট বিশ্বে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছিল। পিচের প্রকৃতি নিয়ে প্রশ্ন উঠে যায়। ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানও অবশ্য দাবি করেছেন, পিচটি খারাপ নয়, তবে দলগুলির নিজেদের দক্ষতার উপর ফোকাস করা উচিত। ইরফান আরও দাবি করেছেন যে, বিদেশি খেলোয়াড়রা প্রায়শই ভারতের স্পিন-বান্ধব পিচগুলির প্রকৃতি সম্পর্কে অভিযোগ করে থাকেন, যেখানে দক্ষিণ আফ্রিকায় এই পিচ নিয়ে কোনও চর্চাই হচ্ছে না।
পাঠান এক্সে (আগের টুইটার) একটি♋ পোস্টে লিখেছেন, ‘যখন বিদেশি ক্রিকেটাররা ভারতবর্ষে আসবেন, ওঁরা যেন অভিযোগ না করেন। ঘূর্ণি বোলিং খেলা ⛄একটা বিশেষ দক্ষতা, সেটায় ওঁদের শান দেওয়া দরকার!’
ভারতীয় উপমহাদেশে খেলা হলেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সংবাদমাধ্যমকে দেখা যায় পিচ নিয়ে রীতিমতো বিতর্ক শুরু করে দেয়। ভার🏅ত, পাকিস্তান বা শ্রীলঙ্কার মত দলগুলির দিকে বারবার অভিযোগ করা হয় ব্যাট-বলের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিপন্থি পিচ তৈরি করার। বিশেষ করে ভারতের ঘূর্ণি, ধুলো ওড়া পিচগুলি নিয়ে বরাবরই আপত্তি প্রকাশ করে এসেছে তারা। বল ঘুরলেই সেই পিচকে দাগিয়ে দেওয়া হয়েছে ‘ডাস্ট বোল’ বলে। খেলার অযোগ্য বলেও নিদান দেওয়া হয়েছে বারবার। ভারতীয় উপমহাদেশের পিচ নিয়ে যাঁরা বারবার সরব হয়েছেন, সেই সকল সংবাদমাধ্যমই আশ্চর্য রকম নীরব নিউল্যান্ডসের পেস বোলিং স্বর্গ নিয়ে। কেপ টাউনে কি আদৌ ব্যাট ও বলের মধ্যে সুস্থ প্রতিযোগিতা সম্ভব? পশ্চিমী সংবাদমাধ্যমের বিরুদ্ধে উঠেছে দ্বিচারিতার অভিযোগও।
তবে একাধিক প্রাক্তন ক্রিকেটার ম্যাচটি ২ দিনের শেষ হয়ে যাওয়া নিয়ে নিজেদের মতামত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভারতের প্রাক্তন ব্যাটসম্যান আকাশ চোপড়াও কেপটাউন টেস্টের দ্রুত সমাপ্তির ভবিষ্যদ্বাণী করেছিলেন, যখন দক্ষিণ আফ্রিকা প্রথম দিনই তাদের💜 দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। তিনি তাঁর ইউটিউব চ্যানেলে বলেছিলেন, ‘আমরা আবারও তিনটি উইকেট নিয়েছি (দ্বিতীয় ইনিংসে)। খেলায় আমরা এখনও বেশ এগিয়ে। ম্যাচটি দ্বিতীয় দিনেই শেষ হবে। কেন আপনি পাঁচ দিনের টেস্ট ম্যাচ রাখছেন? প্রথম ম্যাচটি তিন দিন স্থায়ী হয়েছিল এবং দ্বিতীয় ম্যাচটি দুই দিন চলবে।’
তিনি যোগ করেছিলেন, ‘আমি আশা করি ভারত হারবে না। তবে ভারতের হারার 𒉰একমাত্র সুযোগ যদি দক্ষিণ আফ্রিকা ১৫০ রানের লিড পায়। তা ছাড়া, আমি মনে করি, আমরাই চালকের আসনে আছি। তাই প্রত্যাশা হল, এই ম্যাচটি যখন শেষ হবে, সিরিজটি ১-১-এ টাই হবে এবং আমরা কেপটাউন টেস্টে আমাদের প্রথম জয় নিবন্ধন করব।’