পুণেতে অনুষ্ঠ✤িত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডু অর ডাই টেস্টে দুর্দান্ত পারফর্ম করেছে টিম ইন্ডিয়া। পুণে টেস্টে ভারতীয় দলে একটি-দুটি নয়, তিনটি পরিবর্তন করেছিল। যার মধ্যে কুলদীপ যাদবকে বাদ দিয়ে ওয়াশিংটন সুন্দরকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এরপরে কিংবদন্তি সুনীল গাভাসকর এই বিষয়ে রোহিত শর্মা ও গৌতম গম্ভীরের সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। তবে দিনের শেষে সুন্দর যখন সাত উইকেট নিয়ে দিনের নায়ক হয়ে উঠেছিলেন, তখন নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছিলেন সুনীল গাভাসকর।
অবাক করলেন ওয়াশিংটন সুন্দর
তরুণ অলরাউন𝓀্ডার ওয়াশিংটন সুন্দর নিজের পারফরম্যান্স দিয়ে সকলকে চমকে দিয়েছেন। দীর্ঘ দিন পরে ভারতের টেস্ট দলে ফিরে রাচিন রবীন্দ্র এবং ডারিল মিচেলের মতো প্রাণঘাতী ব্যাটসম্যান সহ, তিনি মোট সাতটি উইকেট নিয়েছিলেন। অনিল কুম্বলে এবং গাভাসকর সহ সকলেই এই পারফরম্যান্স দেখে অবাক হয়ে গিয়েছিলেন।
আরও পড়ুন… IND vs NZ: হঠাৎ করে ফাটকা নয়, আগে থেকেই ঠিক ছিল ওয়াশি𝕴ংটন খেলবেন, ঠিক কী জানালেন সুন্🐻দর
ওয়াশিংটন সুন্দরকে নিয়ে প্রথমে কী বলেছিলেন সুনীল গাভাসকর?
ওয়াশি๊ংটন সুন্দরের নির্বাচন নিয়ে প্রথমে সুনীল গাভাসকর বলেছিলেন, ‘ওয়াশিংটন সুন্দরের নির্বাচন আমাকে বলে যে ভারতীয় দল নিজেদের ব্যাটিং নিয়ে চিন্তিত ছিল। তিনি কেবল তার অফ স্পিনের কারণেই নয়, লোয়ার অর্ডারে বেশি রান করতে পারেন বলেই ওয়াশিংটন সুন্দর দলে রয়েছেন। তবুও, আমি কুলদীপ যাদবকে বেছে নেব যে বল দুদিকে ঘুরিয়ে ব্যাটসম্যানদের ফাঁদে ফেলতে পারেন।’
আরও পড়ুন… নজর কাড়লেন দীপ্তি, ভালো খেললেন দুই নবাগতা, টি20-র বি💛শ্বচಞ্যাম্পিয়ন কিউইদের ODI-তে হারাল ভারত
দিনের শেষে ওয়াশিংটন সুন্দরের প্রশংসা করলেন সুনীল গাভাসকর
ওয়াশিংটন সুন্দরের পারফরম্যান্স দেখে তার প্রশংসা করেন সুনীল গাভাসকর। তিনি বলেন, ‘এটি একটি অনুপ্রেরণামূলক নির্বাচন। তিন💛ি কিছু ব্যাটিং এবং বোলিং করতে পারেন বলে তাঁকে নির্বাচিত করা হয়েছিল। পুণে টেস্টে প্রথম দিনেই দেখা গেল টিম ইন্ডিয়ার দাপট।’ আসলে ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাস্কারও এই নির্বাচনের বিপক্ষে ছিলেন। কিন্তু প্রথম দিনের খেলা শেষ হলে অন্যদের সঙ্গে তার মতামতও পাল্টে যায়।
আরও পড়ুন… IND vs NZ: উঠল MC✱A-র বিরুদ্ধে স্লোগান! ইতিহাস গড়ছেন ওয়াশিংটন, জলের জন্য গ্যালারিতে চলছে হাহাকার
কী লিখলেন সঞ্জয় মঞ্জরেকর-
প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরও এই নির্বাচন এবং সুন্দরের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। তিনি পোস্ট করে লিখেছেন, ‘এখন সব নির্বাচক, 🌞টিম ম্যানেজমেন্ট এবং স্পষ্টতই ওয়াশিংটন সুন্দরও এই সাফল্যের জন্য প্রশংসার দাবিদার।’ তবে এটা যে ফ্লুকে হয়েছে তা নয়। কারণ এর জন্য পরিকল্পনা অনেক আগে থেকেই তৈরি করেছিল রোহিত-গম্ভীর। ওয়াশিংটন সুন্দর নিজেই বলেছেন যে দু দিন আগেই তিনি জানতে পুণে টেস্টে খেলবেন।