হয়তো ২০২৪ আইপিএলের শুরুটা গুজরাট টাইটান্স খুব একটা ভালো করতে পারেনি। নিজেদের প্রথম দুই ম্যাচের মধ্যে তারা একটিতে জিতেছে, একটিতে হেরেছে। ইতিমধ্যে শুভমন গিলের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। তবে তাঁর প্রতি আস্থা রাখছেন টাইটান্সের পরামর্শদাতা গ্যারি কার্স্টেন। তিনি শুভমন ༒গিলকে সমর্থন করেছেন। এবং তাঁর দাবি, তরুণ অধিনায়কও টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সূক্ষ্মতা দ্রুতই শিখে নেবꦚেন।
২০২২ আইপিএলে গুজরাট টাইটান্সের অভিষেক হয়। ২০২৩ সালে তারা রানার্স-আপ হয়। এই মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করলেও, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের বাজে ভাবে হারতে হয়। ২ ম্যাচ থেকে দুই পয়েন্ট সংগ্রহ করে তারা এখন টেবলের সপ্তম স্থানে রয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টাইটান্সের ম্যাচের আগে সাংবাদিক সম্ম🌊েলনে কার্স্টেন বলেন, হার্দিক পান্ডিয়া এমআই-এ চলে যাওয়ার পর, জিটি-র অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়া গিল তাঁর ভূমিকার সঙ্গে ধীরে ধীরে মানিযꦦ়ে নিয়েছেন।
আরও পড়ুন: ম্যাচের রং বদলালেন মায়াঙ🌊্ক-মহসিন, জয়ে ফিরল পুরানের লখনউ, পরপর দুই ম্যাচ হেরে চাপে পঞ্🉐জাব
তিনি বলেছেন, ‘এটি একটি দ্রুত গতির খেলা। আপনাকে সব সময়েই রণনীতি বদলাতে হতে পারে। সেই ভাবে সিদ্ধান্ত নিতে হবে। এটি কিন্তু টেস্ট ক্রিকেটের মতো নয়, যেখানে হাতে অনেকটা সময় পাওয়া যাবে। আমি সত্যিই মুগ্ধ হয়েছি যে, ও (শুভমন) একজন নেতা হিসেবে নিজেকে মেলে ধরছে। আমি মনে করি, ও এই ভূমিকাটি (অধিনায়কত্ব)🍨 সত্যিই ভালো ভাবে গ্রহণ করেছে। ও কিন্তু ভালো কিছু নেতৃত্বের গুণাবলী দেখিয়েছে। ও একজন বুদ্ধিমান ছেলে। একজন তরুণ অধিনায়ক। ত💞বে ওর এখনও অনেক কিছু শেখার আছে, বিশেষ করে টি-টোয়েন্টিতে। তাই ও ধীরে ধীরে সবটাই শিখে নেবে।’
আরও পড়ুন: PBKS-কে হারিয়ে লাস্টবয় ꦚথেকে একেবারে পাঁচে লাফ দিল LSG, পতন হল শিখরদের, দশ নম্বর দল এখন মুম্বই
তবে কার্স্টেন স্বীকার কꦇরে নিয়েছেন যে, চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তাদের ৬৩ রানের বাজে ভাবে হারের প্রভাব নেট রানরেটের জন্য বড় ধাক্কা হয়ে গিয়েছে। তিনি বলেছেন, ‘যে কোনও ক্রিকেট দলের মতোই, আমরাও নিজেদের সামর্থ্য অনুযায়ী সেরাটা খেলতে চাই। আমরা সে দিন (সি♉এসকে-র বিপক্ষে) যথেষ্ট ভালো খেলতে পারিনি। আমরা এটা স্বীকারও করে নিচ্ছি এবং আমাদের যা করার প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের মধ্যে যে দক্ষতাগুলো রয়েছে, সেগুলোকে আরও কাজে লাগাতে হবে। প্রতিটি দলেরই নিজেদের বিভিন্ন শক্তি রয়েছে এবং আমরা সিএসকে-র বিরুদ্ধে ম্যাচে সেগুলি কাজে লাগাতে পারিনি। ওই ম্যাচ ভুলে সামনে এগিয়ে যেতে হবে।’
প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জোর দিয়ে বলেছেন যে, টুর্নামেন্টে নেট রানরেটের গুরুত্বের কথা মাথায় রেখেই চেন্নাইয়ের বিরুদ্ধে যে ত্রুটিগুলি করেছিল টাইটান্স, তার আর পুনরাবৃত্তি করা চলবে না। তাঁর দাবি, ‘আমরা একটি ম্যাচ বড় ব্যবধানে হেরেছি। আমাদের সেই♈ জায়গাটা শুধরাতে হবে। আমরা জানি যে দলগুলি একই পয়েন্টে শেষ হয় এবং আপনি জানেন যে একটি পেরিয়ে যায় (এনআরআরের উপর ভিত্তি করে)। তাই, এটি এমন কিছু যা আমরা ক্রমাগত মনে রাখি। তবে আমাদের কোথাও সত্যিই একটি ভালো জয়ের প্রয়োজন হবে।’