বুধবার ২০২৪ আইপিএলের এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চার উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থানের এই জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে গোটা আইপিএলে অশ্বিন যে খুব আহামরি পারফরম্যান্স করেছেন, তা নয়। তার জন্য নিজে🃏র শা🎉রীরিক কারণকেই দায়ী করেছেন তারকা স্পিনার। তিনি বলেছেন যে, মরশুমের প্রথমার্ধে তাঁর শরীর ঠিকঠাক ছিল না। তাই ছন্দে ফিরতে তাঁর কিছুটা সময় লেগেছে। পাশাপাশি টেস্ট ক্রিকেট খেলে কুড়ি ওভারের ক্রিকেটে লড়াই করার মতো শরীরকে তৈরি করতে সময় দিতে হয়েছে।
আরও পড়ুন: ভারতের পরবর্তী কোচ কি ফ্লেমিং? কার্যত উত্তর🎐 দিয়ে দিলেন CSK CEO
রাজস্থান রয়্যালস এবার আইপিএলের লিগ পর্বের শেষ চারটি ম্যাচ টানা হেরে পয়েন্ট টেবলের তিনে শেষ করে। যে কারণে তাদের এলিমিনেটরেꦗ খেলতে হয়। আর সেই ম্যাচে আরসিবি-কে হারিয়ে তꦑারা কোয়ালিফায়ার টু-এ জায়গা করে নিয়েছে। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কোয়ালিফায়ার টু-র ম্যাচ খেলবে রাজস্থান।
লিগের শেষ চার ম্যাচে হারের কারণ ব্যাখ্যা করলেন অশ্বিন
তবে লিগের শেষ চারটি ম্যাচে টানা হারের কার𝓡ণ হিসেবে অশ্বিনের যুক্তি, ‘বাটলার দেশে ফিরে গিয়েছে। হেতমায়েরের চোট রয়েছে। কিন্তু আমাদের মনে হয়েছিল, যে কোনও মূল্যে এই রানটা করতেই হবে। না হলে আত্মবিশ্বাস তলানিতে চলে যাবে। প্রত্যেকে নিজেদেꦗর উজাড় করে দিয়েছে।’
আরও পড়ুন: অসুস্থতার কারণে আমরা সকলে ১০০ শতাংশ দিতে পা෴রেনি- দলের হাল ফাঁস করলেন সঞ্জু
বয়স হচ্ছে, দাবি তারকা স্পিনারের
আরসিবি-কে হারানোর পর অশ্বিন নিজের পারফরম্যান্স নিয়ে বলেছেন, ‘আমি অনুভব করেছি যে, এবার আইপিএলের প্রথমার্ধে আমার শরীর খুব একটা ভালো ছিল না। আমার পেটেও চোট ছিল। আমারও বয়স হয়েছে। আসলে টেস্ট ক্রিকেট খেলে কুড়ি ওভারের ক্রিকেটে লড়াই করতে হলে শরীরকে সেই মতো তৈরি করে নিতে হয়। আমি তাই সময় নিয়েই বেশ কয়েকটি ম্যাচে কম বোলিং করেছি। এখন সমস্যা নেই। বল হাতে ছন্দ ফিরে পেতে আমার কিছুটꦿা সময় লেগেছে। কিন্তু একবার আপনি ছন্দ পেয়ে গেলে, তখন সেটা গোটা মরশুম ধরে রাখতে চাইবেন।’
আরও পড়ুন: ঠিক সময় সিদ্ধান্ত জানাবে ধোনি, আশা করি IPL 2025-এও ওকে পাব আমরা, আত্মবিশ্বাসী CSK CꦐEO
হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচটি বড় চ্যালেঞ্জ
কোয়ালিফায়ার-টু-এর আগে হায়দরাবাদকে নিয়ে সাবধানী অশ্বিন। বলেছেন, ‘এবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ভয়ডরহীন ক্রিকেট খেল✨ছে। তাই ওদের মুখোমুখি হওয়াটা আমাদের কাছে একটা বড় পরীক্ষা। তবে আমরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি।’
ফাইনালে কেকেআর-এর বিরুদ্ধে খেলবে কোন দল?
এদিকে প্রথম কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের কাছে বাজে ভাবে হেরে গিয়েছে সানরাইজার্স। এদিকে আরসিবিকে হারিয়ে আবার ফুটছে সঞ্জু স্যামসনের দল। তবে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ প্যাট কামিন্সদের সামনে। দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনꦏালে কেকেআরের মুখোমুখি কারা হবেন, জানতে হলে আর কিছুক্ষণ অপেℱক্ষা করতেই হবে।