শুভব্রত মুখার্জি: আসন্ন আইপিএলে ফের একবার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে খেলতে দেখা যাবে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। ১৭তম মরশুমে এম আইকে নেতৃত্বও দেবেন তিনি। চলতি মরশুমে গুজরাট টাইটান্স থেকে তাঁকে ট্রেডিংয়ের মধ্যে দিয়ে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিকের দল বদলের বিষয়টি নিয়ে ১৭তম আইপিএল শুরুর আগেই মুখ খুলেছেন গুজরাট টাই🅘টান্সের হেড কোচ আশিস নেহরা। তাঁর স্পষ্ট বক্তব্য, গুজরাটে থেকে ඣযাওয়ার জন্য তিনি একবারের জন্যও বলেননি হার্দিককে।
আরও পড়ুন: T20I-তে সেরা বোলিং পরিসংখ্যান✨ের নজির গড়😼লেন রশিদ, ভাঙলেন ১৪ বছর আগের রেকর্ড
বিষয়টি নিয়ে সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আশিস নেহরা বলেছেন, ‘গুজরাটে থেকে যাওয়ার জন্য আমি কখনও পান্𒀰ডিয়াকে বলিনি। যত বেশি তুমি খেলবে তোমার অভিজ্ঞতাও তত বাড়বে। আমি হয়তো ওকে আটকাতে পারতাম। যদি অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে যেত, আমি হয়তো হার্দিককে আটকাতে পারতাম। গুজরাটেও দুই বছর খেলেছে। কিন্তু ও এমন একটা দলে (মুম্বই ইন্ডিয়ান্স) গিয়েছে, যেখানে ও প্রায় ৫-৬ বছর খেলেছে। ক্রিকেট খেলাটা যে ভাবে শেষ কয়েক বছরে এগিয়ে গিয়েছে, তাতে করে এই ধরনের (ট্রেডিংয়ের) বিষয় আরও বাড়বে। আন্তর্জাতিক ফুটবলে আমরা যে ভাবে ট্রান্সফার, ট্রেডিংয়ের বিষয় দেখে অভ্যস্ত, এবার ক্রিকেটেও আমরা আস্তে আস্তে সেটা দেখতে পাব বলেই আমার মত। হার্দিকের কাছেও এটা নতুন চ্যালেঞ্জ। হয়তো ওখানেও নতুন কিছু শিখ🌃বে। আমরা ওকে ওর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’
আরও পড়ুন: IPL-এর সার্কাসে আসতে পারব ভেবে উত্তেজিত লাগছে, বললেন টুর্নামেন্টের সবচেয়ে দামি প্লেয়া🍷র স্টার্ক
আসন্ন মরশুমে গুজরাটকে নেতৃত্ব দেবেন ভারতীয় ডানহাতি প্রতিভাবান ব্যাটার শুভমন গিল। সেই বিষয়টি নিয়েও মুখ খুলেছেন আশিস নেহরা। তিনি বলেছেন, ‘আমি একা নই, গোটা ভারত জানে কতটা প্রতিভাবান ক্রিকেটার শুভমন। ও এমন একজন ক্রিকেটার, যে প্রতি ম্যাচে খেলতে চায়। প্রতি ম্যাচে রান করতে চায়। দলকে প্রতি ম্যাচে জেতাতে বদ্ধপরিকর থাকে। তাই ফ্র্যাঞ্চাইজি হিসেবে, সাপোর্ট স্টাফ হিসেবে আমরা মুখিয়ে রয়েছি, ওর আরও উন্নতি করতে হবে। ব্যক্তি হিসেবে তো বটেই, আমরা চাই অধিনায়ক হিসেবেও শুভম꧙ন গিল যাতে উন্নতি করে। ফলে আগামী দিনে অধিনায়ক হিসেবেও শুভমন অনেকটাই সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে। দেখুন হার্দিকও কিন্তু গুজরাটের অধিনায়কত্ব করার আগে কখনও অন্য কোথাও অধিনায়কত্ব করেনি। ও গুজরাটেই প্রথম অধিনায়ক হিসেবে খেলে। এখন তো আইপিএলে♔ ১০টা দল খেলে। এটা কিন্তু প্রথম উদাহরণ নয়। এই রকম আরও অনেক উদাহরণ রয়েছে। যেমন ধরুন, কেকেআরের হয়ে শ্রেয়স আইয়ার কিংবা নীতিশ রানাও সেটা করেছে। ফলে এটা শুভমন গিলের কাছে দারুণ একটা অভিজ্ঞতা হতে চলেছে।’