রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন আইপিএল ২০২৪-এ অরেঞ্জ ক্যাপের দৌড়ে আবারও এগ꧅িয়ে এসেছেন। টপ থ্রি-তে প্রবেশ করেছেন তিনি। দুর্দান্ত এক ইনিংস খেলে আরও একবার শীর্ষ তিনে নিজের জায়গা শক্ত করেছেন সঞ্জু স্যামসন। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৮৬ রানের ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। এই ইনিংসের ভিত্তিতেই কমলা টুপির দৌড়ে তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছেন তিনি। তবে পার্পল ক্যাপের রেসে তেমন কোনও পরিবর্তন হয়নি। সেরা ১০-এ থাকা খেলোয়াড়রা এখনও একই অবস্থানে বসে রয়েছেন। বোলিংয়ে শীর্ষস্থান দখল করে রয়েছেন জসপ্রীত বুমরཧাহ।
আরও পড়ুন… IPL 2024: খারাপ আম্পায়ারিং নাকি অন্য কিছু! কী জন্য DC-র কাছে হারল RR? কারণ জানালেন সﷺঞ্জু
কমলা টুপির দৌড়ে কে এগিয়ে?
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপেনার বিরাট কোহলি দীর্ঘদিন ধরে আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপের দ♛ৌড়ে শীর্ষে রয়েছেন। দুই নম্বরে আছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। দুজনের মধ্যে এক রানের ব্যবধান রয়েছে। বিরাট কোহলির রানসংখ্যা ৫৪২, যেখানে গায়কওয়াদের রান ৫৪১। এবার এই লড়াইয়ে এন্ট্রি দিলেন সঞ্জু স্যামসন। ৪৭১ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে জায়গা পাকা করলেন সঞ্জু স্যামসন। চতুর্থ স্থানে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারিন, যিনি ১১ ইনিংসে ৪৬১ রান করেছেন। সানরাইজার্স হায়দরাবাদের ট্র্যাভিস হেড ১০ ইনিংসে ৪৪৪ রান করেছেন এবং এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন তিনি।
আরও পড়ুন… IPL 2024: সঞ্জু আউট হতে এটা কী করলেন DC-র কর্ণধার পার꧃্থ জ🍌িন্দাল! উঠেছে বিতর্কের ঝড়
বেগুনি টুপির দৌড়ে কে এগিয়ে?
যেখানে, আমরা যদি আইপিএল ২০২৪-এর পার্পল ক্যাপের কথা ♛বলি, তবে এই তালিকায় মুম্বই ইন্ডিয়ান্সের পেসার জসপ্রীত বুমরাহ শীর্ষে রয়েছেন। ১২ ম্যাচে তিনি ১৮ উইকেট শিকার করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন পঞ্জাব কিংসের পেসার হার্ষাল প্যাটেল, যিনি ১১ ম্যাচে ১৭ উইকেট নিয়ে দুই নম্বরে রয়েছেন। পার্পল ক্যাপের তালিকায় তৃতীয় নামটি হল কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তীর। চলতি মরশুমে ১১ ম্যাচে ১৬ উইকেট নিয়ে এই তালিকার তিন নম্বরে রয়েছেন তিনি। বেগুনি টুপির দৌড়ের চার নম্বরে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের ফাস্ট বোলার টি নটরাজন। তিনি ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়ে বেগুনি টুপির দৌড়ে চার নম্বরে রয়েছেন। এই তালিকার পঞ্চম স্থানে আছেন পঞ্জাব কিংসের পেসার আর্শদীপ সিং। তিনি এখনও পর্যন্ত ১১ ম্যাচে ১৫ উইকেট শিকার করেছেন।
আরও পড়ুন… IPL 2024: CSK-তে বড় ধাক্কা! মুস্তাফিজুরের পরে এবার দেশে ফিরলেন দলের অন্যতম সেরা পেস বোꦿলার