প্রাক্তন ভারত অধিনায়ক এবং ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাসকর বুধবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রিয়ান পরাগে দুর্দান্ত ইনিংসটি দেখে একেবারে মুগ্ধ। গাভাসকর ভারতীয় দলে রিয়ানকে সুযোগ দেওয়ার বিষয়ে এবার সরব হয়েছেন। সেই সঙ্গে তিনি রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যানকে পরামর্শ দিয়েছেন, আইপিএলের পুরো মরশুমেই ধারাবাহিকতা বজায় রাখার 🦩এবং প্রতিটি সুযোগের সর্বোচ্চ ব্যবহার করার।
অরেঞ্জ ক্যাপের তালিকায় বিরাট কোহলির পিছনে থাকা রিয়ান পরাগ কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে কোনও ত্রুটি রাখছেন না। রাজস্থꦅানের ব✨িরুদ্ধে গুজরাট জায়ান্টসের জয়ের পর স্টার স্পোর্টসকে গাভাসকর বলেছেন, ‘রিয়ান পরাগ গুজরাটের ত্রুটিগুলিকে কাজে লাগিয়ে স্কোর করেছেন। ক্রিকেট মানেই তাই। আপনি একটি সুযোগ পেয়ে, তাঁর সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করবেন। এবং রিয়ানও সেই সুযোগের সদ্ব্যবহার করেছে। ও কিছু অবিশ্বাস্য ক্রিকেট খেলছে।’
আরও পড়ুন: আম্পায়ারের বারবার সিদ্ধান𒉰্ত বদলে রাগে ফেটে পড়লেন শান্ত স্বভাবের শুভমন- ভিডিয়ো
এই মরশুমের শুরু থেকেই রিয়ান পরাগ দুরন্ত ছন্দে রয়েꦓছেন। গাভাসকর তাঁকে পরামর্শ দিয়েছে, এই ধারাবাহিকতা ধরে রাখার। পাশাপাশি রিয়ানের ফিল্ডিং এবং বোলিং ক্ষমতারও প্রশংসা করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার। গাভাসকরের দাবি, ‘শুধু আইপিএলে নয়, পুরো মরশুমেই ও দুর্দান্ত সাফল্য পেয়েছে। ও এমন একজন, যার দিকে নির্বাচক কমিটির নজর রয়েছে। এবং তাꦛই ওকে যা করতে হবে, তা হল, ওর মতো ব্যাটিং চালিয়ে যেতে হবে। পাশাপাশি ও একজন দুর্দান্ত ফিল্ডার। এবং ও সেই ড্রিবলি-ডবিগুলির মধ্যে কয়েকটি বল করতে পারে, আমি এই সমস্ত প্লেয়ারদের মিক্সড পকোড়া বলি।’
আরও পড়ুন: আমি হটি, আমি নটি, আমি সিক্সটি- রবি শাস্ত্র🌱ীর হট লুকে ঝড় উঠল নেটপাড়ায়
টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেছে রিয়ান। সঞ্জু স্যামসনকে সঙ্গে নিয়ে ১৩০ রানের পার্টনারশিপ গড়েছেন। ডানহাতি এই ব্যাটসম্যান মাত্র ৪৮ বলে ৭৬ রান করেন। সেই সঙ্গেই তিনি অরেঞ্জ ক্যাপের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। এই নিয়ে ২০২৪ আইপিএলে তৃতীয় হাফসেঞ্চুরি করলেন রিয়ান। রিয়ানের এবং সঞ্জুর (৩৮ বলে ৬৮) দাপটেই রাজস্থান প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৬ রানের চ্যালেঞ্জিং 💦স্কোর করে।
আরও পড়ুন: হারের পরেই কারণ বলা খুব কঠিন, ধারাভাষ্য⛦করকে কথা শোনালেন সঞ্জু
যদিও রিয়ানꦐ এবং সঞ্জুর লড়াই বুধবার ব্যর্থ হয়ে যায়। শুভমন গিলের ৪৪ বলে ৭২ রানের ইনিংসের পাশাপাশি শেষে রশিদ খা🦩নের ১১ বলে অপরাজিত ২৪ রান এবং রাহুল তেওয়াটিয়ার ১১ বলে ২২ রানের ইনিংসের হাত ধরে ৩ উইকেটে জয় ছিনিয়ে নেয় গুজরাট টাইটান্স।
অসমের♑ ২২ বছর বয়সী ব্যাটারের মধ্যে ২০২৪ সালের আইপিএল মরশুমে একটি বড় পরিবর্তꦺন এসেছে। ২০১৯ সালে তাঁর অভিষেকের পর থেকে ২০২৩ আইপিএল পর্যন্ত রিয়ান সেভাবে নজরই কাড়তে পারেননি। এই পাঁচটি মরশুমে তিনি মাত্র দু'টি হাফসেঞ্চুরি করেছিলেন। তবে এবার ঘরোয়া মরশুম থেকেই বিধ্বংসী মেজাজে রয়েছেন রিয়ান। এবং আইপিএলেও নিজের সেই ছন্দই ধরে রেখেছেন।