বুধবার জয়পুরে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ১৯৬ রান তুলেও হারতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। এ বারের আইপিএলে এই প্রথম বার হারলেন সঞ্জু স্যামসনরা✤। ২০২৪ আইপিএল মরশুমে টানা চার ম্যাচে জয় পাওয়ার পর, বুধবার রশিদ খানের দাপটে শেষ বলে ম্যাচ জেতে গুজরাট টাইটান্স। রিয়ান পরাগ এবং সঞ্জু স্যামসনের অপরাজিত ঝোড়ো ব্যাটিং জলে যায়। ঘরের মাঠে হারতে হল রাজস্থানকে। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৬ রান করে রাজস্থান। জবাবে ৭ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয়সূচক রানে পৌঁছে যায় গুজরাট।
‘হারের পর কারণ বলাটাই অধিনায়কের জন্য কঠিন’
﷽খেলার শেষে আরআর অধিনায়ক সঞ্জু স্যামসনের কাছে জানতে চাওয়া হয়েছিল, কোথায় রাজস্থান ম্যাচটি হারে? জবাবে হেসে সঞ্জু বলেন, ‘ম্যাচের শেষ বলে।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘সত্যি কথা বলতে, এই মুহূর্তে কথা বলা খুব কঠিন। ম্যাচে হারার পর এটা বলাটা একজন অধিনায়কের কাছে সবচেয়ে কঠিন, যে কেন এবং কোথায় ম্যাচটি হারলাম। হয়তো কয়েক ঘণ্টা পর আমি বলতে পারব।’
আরও পড়ুন: ꦬএকেই মরশুমের প্রথম হার, গোদের উপর বিষফোঁড়া আবার ১২ লাখ টাকা জরিমানা করা হল সঞ্জুকে
টাইটান্সকে কৃতিত্ব
ꩵস্যামসন দাবি করেছেন, এই জয় থেকে শিক্ষা নিয়ে তাঁরা এগিয়ে যেতে চায়। সেই সঙ্গে তিনি এই জয়ের জন্য গুজরাট টাইটান্সকে কৃতিত্ব দিয়েছেন। তাঁর দাবি, ‘গুজরাট টাইটান্স যে ভাবে ব্যাটিং করেছে, বোলিং করেছে এবং ফিল্ডিং করেছে, তার জন্য আপনাকে কৃতিত্ব দিতে হবে। আমরা এই হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাব। (স্কোরে) যখন আমি ব্যাটিং করছিলাম, তখন ভেবেছিলাম ১৮০-এর কাছাকাছি স্কোর লড়াই করার মতো হবে। ১৯৭ ছিল একটি জেতার মতো স্কোর। কোনও শিশির ছিল না এবং উইকেট কিছুটা শুকনো এবং নিম্ন ছিল।’
আরও পড়ুন: 𒈔কমলা টুপির লড়াইয়ে বড় লাফ রিয়ান, শুভমন, সঞ্জুর, পার্পল ক্যাপ পুনরুদ্ধার করলেন যুজি
বোলারদের দিকে আঙুল
🧸তিনি আর যোগ করেছেন, ‘আমাদের বোলারদের দায়িত্ব নিতে হত। তবে ওরা ভালো ব্যাটিং করেছে। আমাদের ইনিংসের শুরু থেকেই চালিয়ে খেলা সহজ ছিল না। তাও আমরা আমাদের ইনিংসকে ভালো ভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলাম। জয়পুরে শিশির ছাড়া ১৯৭ স্কোর জেতার মতোই।’
আরও পড়ুন: 🌳রিহ্যাবে থাকার সময়ে MI-এর পুরো ম্যাচগুলি দেখিনি- কিন্তু কেন? কারণ জানালেন সূর্য
সংক্ষিপ্ত স্কোর
𒆙টস জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠান শুভমন গিল। এদিন ক্যাপ্টেনস ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। ৩৮ বলে ৬৮ রানে অপরাজিত। ইনিংসে ছিল ২টি ছয়, ৭টি চার। চলতি আইপিএলে নিজের জাত চেনাচ্ছেন রিয়ান পরাগও। আরও একটি অনবদ্য ইনিংস খেলেন। নিজের তৃতীয় অর্ধশতরান তুলে নেন তিনি। ৫টি ছয়, ৩টি চারের সাহায্যে ৪৮ বলে ৭৬ রান করেন। নির্ধারিত ওভারের শেষে ৩ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে রাজস্থান।
🐲রান তাড়া করতে নেমে প্রথম উইকেটে ৬৪ রান যোগ করে শুভমন গিল, সাই সুদর্শন জুটি। কিন্তু কুলদীপ সেনের বিধ্বংসী বোলিংয়ে ছারখার হয়ে যান গুজরাটের ব্যাটাররা। প্রথম তিন উইকেটই মধ্যপ্রদেশের পেসারের। ৩৫ রানে আউট হন সুদর্শন। রান পাননি ম্যাথিউ ওয়েড (৪) এবং অভিনব মনোহর (১)। একাই লড়াই করছিলেন শুভমন গিল। ৪৪ বলে ৭২ রান করে আউট হন গুজরাটের অধিনায়ক। ইনিংসে ছিল ২টি ছয়, ৬টি চার। শেষ দিকে রাহুল তেওয়াটিয়া এবং রশিদ খান দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ১১ বলে ২২ করেন তেওয়াটিয়া। ১১ বলে ২৪ করে অপরাজিত থাকেন রশিদ। ৩ উইকেটে ম্যাচ জেতে টাইটান্স।