দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্ত এবারের আইপিএলে এক ম্যাচ নির্বাসিত হয়েছেন। পন্তের দিল্লি তিনটি ম্যাচে সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি। সেই কারণেই ভারতীয় ক্রিকেট বোর্ড শাস্তি হিসেবে পন্𓃲তকে এক ম্যাচ নির্বাসিত করেছে। সঙ্গে ৩০ লক্ষ টাকা জরিমানাও হয়েছে তাঁর। স্লো ওভার রেটের জন্যই এই শ🔯াস্তি।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচেও স্লো ওভার রেটের পরেই বড় শাস্তির মুখে পড়তে হয়েছে পন্তকে। এই নিয়ে তিন বার একই ভুল করার জন্য দলের🌜 বাকি ক্রিকেটারদেরও ম্যাচ ফি-র ৫০ শতাংশ অথবা ১২ লাখ টাকার মধ্যে যেটা কম হবে, সেটা জরিমানা হিসেবে দিতে হবে। অধিনায়ক বলে শাস্তি বে♒শি হয়েছে পন্তের।
আরও পড়ুন: দ্রাবিড়ের পরি༺বর্তে সম্ভবত বিদেশি কোচ, জল্পনা উস্কে দিলেন খোদ BC▨CI সচিব
পন্তের🌼 নির্বাসনের পর দিল্লি ক্যাপিটালস দ্রুত বিসিসিআই-এর দ্বারস্থ হয়। পন্তের পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রিকি পন্টিং ফ্র্যাঞ্চাইজির হয়ে বিসিসিআই-এর কাছে প্রতিনিধিত্ব করেন। বিসিসিআই-এর কাছে যে আবেদন করেছিল দিল্লি, তাতে সৌরভ এবং পন্টিং কিছু যুক্তির উপর আলোকপাত করেন। বিষয়টিতে দলের দৃষ্টিভঙ্গিও প্রকাশ করা হয়।
দিল্লি ক্যাপিটালস ম্যাচ রেফারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মূলত আবেদন দায়ের করে। এর পর রিভিউয়ের জন্য বিসিসিআ🐻ই ন্যায়পালের কাছে তাদের আবেদন পাঠানো হয়। ন্যায়পাল একটি ভার্চুয়াল শুনানি করেন এবং নিশ্চিত করেন যে, ম্যাচ রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল।
দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়, দলটিকে অন্যায় ভাবে শাস্তি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন। পন্টিংও একই কথা বলেছেন। আবেদনে সৌরভ-পন্টিংরা কী বলেছিলেন? সূত্র মারফৎ জানা গিয়েছে, ‘মিঃ সৌরভ গঙ্গোপাধ্যায় পন্তের পক্ষে সাওয়াল করে দাবি করেছিলেন, রাজস্থান রয়্যালসের ইনিংস চলাকালীন, তাদের ব্যাটাররা ১২টি ছক্কা মেরেছিল। কিন্তু তিনটির ক্ষেত্রে ০.৩০ মিনিট সংযোজিত সময় দেওয়া হয়েছিল। এছাড়াও মিঃ সঞ্জু স্যামসনের (রাজস্থান রয়্যালসের অধিনায়ক এবং ব্যাটার) আউটের পর্যඣালোচনার জন্য তিন মিনিটের বেশি সময় নষ্ট হয়েছিল। এসব ক্ষেত্রে কোনও দোষ ছিল না দিল্লির।’
আরও পড়ুন: ব্যাটাররা কিছুই করে উঠতে পারিনি- নাইটদের কাছে হেরে রোহিত, সূর্যদের নিশানꦛ🦩া করলেন হার্দিক
আরও জানা গিয়েছে, ‘পন্তের হয়ে মিস্টার রিকি পন্টিং যে আবেদন করেছেন, তা෴তে দিল্লি ক্যাপিটালসের বোলারদের ইনিংসের শেষের দিকে একাধিক ওয়াইড ডেলিভারির উল্লেখ করা হয়েছে। এর জন্য ছাড় দেওয়া হয়নি। সেই সময়ে আবার স্পিনারদের ব্যবহার করে ওভার রেট বাড়ানোর জন্য কোনও ওভার বাকি ছিলဣ না।’
দিল্লি ক্যাপিটালসের🐲 তরফে আবেদন সত্ত্বেও, ন্যায়পাল শেষ পর্যন্ত তাদের দাবি প্রত্যাখ্যান করে। উপযুক্ত প্রমাণের অভাব থাকার কথা তিনি উল্লেখ করেন। যদিও দলটি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের সময়ের নির্দিষ্ট ঘটনাগুলি তুলে ধরেছিল, তবে পরিসংখ্যানগত তথ্য এবং ভিডিয়ো প্রমাণের অনুপস্থিতিতে দিল্লির যুক্তি কমজোরি হয়ে পড়ে। যে কারণে তাদের আবেদন খারিজ করা হয়।
আর 🌼এই আবেদন খারিজ হওয়ার কারণে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলা হচ্ছে না পন্তের। বদলে এদিন দলকে নেতৃত্ব দেবেন ভারতের তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল।