মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব কাঁধে তুলে নেওয়ার পর থেকেই যেন হার্দিক পান্ডিয়ার সময়টা ভালো যাচ্ছেไ না। তবে শুধু হার্দিক নয়, চলতি মরশুমে কিছুতেই খারাপ সময়টা কাটছে না। মুম্বই দলের সঙ্গে ভালো কিছুই যেন ঘটছে না। IPL 2024-এ মুম্বই ইন্ডিয়ান্স দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের নীচে নবম স্থানে রয়েছে। দল খুবই ধীর গতিতে নিজেদের যাত্র🍌া শুরু করেছে।
মুম্বই ইন্ডিয়ান্সকে প🌌্রথম ম্যাচে হারিয়েছিল গুজরাট টাইটান্স। মরশুমের প্রথম ম্যাচে শুভমন গিলদের বিরুদ্ধে হারের মুখোমুখি হতে হয়েছিল হার্দিকের দলকে। আর এবার সানরাইজার্সের কাছে হারল মুম্বই। এরপরেই ক্রিকেট অভিজ্ঞরা মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে দোষারোপ করতে শুরু করেন। এই বলে যে ডাগআউটে বসে থাকা অধিনায়ক কীভাবে টিম ডেভিডের আগে ব্যাট করতে গেলেন।ꦗ এখন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের পরাজয়ের জন্য হার্দিক পান্ডিয়াকে দায়ী করা হচ্ছে।
আরও পড়ু🐟ন… IPL 2024 SRH Vs MI: মুম্বই কি জিততে পারে বলে মনে হয়েছিল? মজার জবাব দিলেন প্যাট কামিন্স
সানরাইজার্স হায়দরাবাদের দেওয়া ২৭৮ রানের লক্ষ্য তাড়া করার সময়, যেখানে মুম্বই ইন্ডিয়ান্সের প্রত্যেক ব্যাটসম্যান প্রায় ২০০ এর স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করছিলেন, সেখানে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার স্ট্রাইক রেট ছিল মাত্র ১২০। ইনিংসের ১১তম ওভারে ব্যাট করতে আসেন হার্দিক পান্ডিয়া। এই সময়, তিনি ২০ 🌊বলে ১টি চার এবং একটি আকাশচুম্বী ছক্কার সাহায্যে ২৪ রানের ইনিংস খেলেন। ইনিংসের প্রথম চার বলেই এই দুটি বাউন্ডারি মেরেছিলেন হার্দিক পান্ডিয়া। এর পর পরের ২০ বল♔ে বাউন্ডারি লাইনের ওপারে একটি বল পাঠাতে পারেননি হার্দিক পান্ডিয়া।
হার্দিক পান্ডিয়ার ব্যাটিং নিয়ে ‘এক্স’-এ ইরফান পাঠান লিখেছেন, ‘༒পুরো দল যদি ২০০ স্ট্রাইক নিয়ে খেলতে থাকে, তাহলে অধিনায়ক ১২০ স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করতে পারেন না।’ এরপরে ইরফান পাঠান হার্দিক 💛পান্ডিয়ারের ব্যাটিং নিয়ে লিখেছেন, ‘পুরো দল যদি ২০০ স্ট্রাইক নিয়ে খেলে, তাহলে অধিনায়ক ১২০ স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন না।’
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কোনও উইকেট না নিয়েই চার ওভারের কোটায় ৩✱৬ রান খরচ করেছেন জসপ্রীত বুমরাহ। তিনি MI এর পক্ষে সবচেয়ে মিতব্যয়ী বোলার হিসাবে প্রমাণিত হন। হার্দিক পান্ডিয়া ইনিংসের অর্ধেক পরে পাওয়ারপ্লেতে বুমরাহকে এক ওভার এবং বাকি তিন ওভার নিজে বোল করেন। এই বিষয়টি নিয়েও সমালোচনার ঝড় উঠেছে।