ভারতের প্রাক্তন 🐓উইকেট-রক্ষক ব্যাটার রবিন উথাপ্পা অপেক্ষায় রয়েছেন ২০২৪ আইপিএলে ওপেনার যশস্বী জয়সওয়ালের ঝড় দেখার জন্য। উথাপ্পা বলেছেন যে, ꦏযশস্বী ক্রিকেটে বাঁচেন, শ্বাস নেন এবং খান। রাজস্থান রয়্যালস রবিবার, ২৪ মার্চ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাদের ২০২৪ আইপিএল অভিযান শুরু করবে।
২০২৩ আইপিএলে জয়সওয়াল পঞ🐎্চম-সর্বোচ্চ স্কোরার হিসেবে শেষ করেছিলেন। ১৪ ম্যাচে ৪৮.০৭ গড়ে ৬২৫ রান সংগ্রহ করেছেন। এবং তাঁর স্ট্রাইকরেট ১৬৩.৬১। আইপিএলে তাঁর পারফরম্যান্সের হাত ধরেই তিনি জাতীয় দলে জায়গা করে নেন। আর বর্তমানে তিনি টেস্ট এবং টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্𓆉ণ সদস্য হয়ে উঠেছেন। সম্প্রতি যশস্বী জসওয়াল একেবারে বিধ্বংসী মেজাজে রয়েছেন।
জিয়ো সিনেমার (JioCinema) সঙ্গে কথা বলার সময়ে উথাপ্পা বলেছেন যে, যশস্বী জয়সওয়াল ক্রিকেটের জন্য কতটা নিবেদিত, তার উদাহরণ নেহাৎ কম নেই। তিনি ক্রিকেটের জন্যই বাঁচে। ক্রিকেটের জন্য শ্বাস নেয় এবং এবং ক্রিকেটই খায়। যশস্বী এখনও পর্যন্ত ন'টি টেস্ট ম্যাচ খেলে ১,০২৮ রান করেছেন এবং ভারতের হয়ে ১৭টি🅷 টি-টোয়েন্টি খেলে ৫০২ রান করেছেন।
আরও পড়ুন: ওর হাত সব সময়ে 🔜আমার কাঁধে থাকবে- রোহিত তাঁর নেতৃত্বে খেলবেন, অস্বস্তিতে নেই হার্দিক
উথাপ্পা ব♋লেছেন, ‘যশস্বীর সঙ্গে আমি ঘনিষ্ঠ ভাবে কাজ করেছি, যখন ও ২০২০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে প্রথম যোগ দিয়েছিল। ও ক্রিকেট নিয়ে একেবারে পাগল ছিল। ও ক্রিকেট ছাড়া কিছুই জানত না। ওর বেঁচে থাকা, শ্বাস নেওয়া এবং খাওয়া- সবটাই শুধুমাত্র ক্রিকেটকে কেন্দ্র করে।’
এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘আপনি 🍌ওকে সৈকতে এলোমেলো ভাবে হাঁটতে দেখবেন, নিজের সঙ্গে কথা বলতে দেখবেন এবং ও ম্যাচ নিয়েই কথা বলতে থাকে একা। খেলাটি বের করছেন। একটা উদাহর꧂ণই দিতে পারি, আরআর অ্যাকাডেমিতে ও দুপুর ২টোর সময়ে অনুশীলনে যেত, অনুশীলন শেষ করত গিয়ে রাত ১২টা ৪৫ মিনিটে। সেই লম্বা সময় ধরে ও শুধু ব্যাট করে যেত।’
চেন্নাই সুপার কিংসের রুতুরাজ গায়কোয়াড়কে আবার উথাপ্পা সব ফর্ম্যাটের খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি প্রশংসা করেছে রাজস্থান রয়্যালসের ধ্রুব জুরেলেরও। জুরেল সম্প্রতি রাজকোটে তৃতীয় টেস্টে অভিষেকের পর ইংল্যান্ডের বিরুদ্ধে একটি দুর্দান্ত টে🙈স্ট সিরিজ উপভোগ করেছেন।
উথাপ্পা বলেছেন, ‘এর মধ্যে আরও একজন হলেন র💞ুতুরাজ গায়কোয়াড়। ও সব ফরম্যাটের খেলোয়াড় এবং ভারতের হয়ে ওর অনেক বেশি ক্রিকেট খেলা উচিত ছিল। কিন্তু প্রতিযোগিতা এতটাই বেশি যে, ও বেশি খেলার সুযোগ পায়নি। এই তালিকায় উঠে আসা আর একজন হলেন ধ্রুব জুরেল। আমি সত্যিই ওকে পছন্দ করি। ও ভবিষ্যতের জন্য একজন সফল ফিনিশারের ভূমিকা পালন করবে।’