টুর্নামেন্টের ৫ ম্যাচের সবেতে হাফ-সেঞ্চুরি। একটি ম্যাচে তো অল্পের জন্য শতরান হাতছাড়া হয়। টুর্নামেন্টের সর্বোচ্চ রান করেছেন, সর্বোচ্চꦏ ব্যক্তিগত ইনিংস খেলেছেন, ছক্কা হাঁকিয়েছেন সব থেকে বেশি। সঙ্গত কারণেই চলতি এমার্জিং এশিয়া কাপের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন সেদিকউল্লাহ অটল। আফগানিস্তানের ২৩ বছর বয়সী টপ অর্ডার ব্যাটারকে নিয়ে এবার ঝড় উঠতে পারে আইপিএ🀅ল নিলামে।
কে এই সেদিকউল্লাহ অটল
আফগানিস্তানের ২৩ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটার সেদিকউল্লাহ সচরাচর ওপেন করেন। ইতিমধ্যেই আফগানিস্তানের সিনিয়র দলের হয়ে ৬টি আন্তর্জাত𒅌িক টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। যদ💜িও আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত আলাদা করে নজর কাড়তে পারেননি। ৬টি ইনিংসে সংগ্রহ করেছেন সাকুল্যে ৭২ রান।
যদিও ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে অটলের সার্বিক ট𝐆ি-২০ কেরিয়ার রীতিমতো ঝকঝকে। এখনও পর্যন্ত ৪৩টি ম্যাচের ৪২টি ইনিংসে ব্যাট করতে নেমে সেদিকউল্লাহ সংগ্রহ করেছেন ৩৬.৮৬ গড়ে ১৪০১ রান। হাফ-সেঞ্চুরি করেছেন ১২টি। স্ট্রাইক-রেট ১৩১. ১৭। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৯৫ রানের, যা তিনি এবা🔥রের এমার্জিং এশিয়া কাপের আসরেই উপহার দেন।
এমার্জিং টিমস এশিয়া কাপ ২০২৪-এ সেদিকউল্লাহর পারফর্ম্যান্স
এবার এমার্জিং টিমস এশিয়া কাপের ৫টি ম্যাচে ব্যাট করতে নেমে সেদিকউল্লাহ ১২২.৬৬ গড়ে সংগ্রহ করেন সব থেকে বেশি ৩৬৮ রান। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী বাবর হায়াতের (১৬২) থেকে দ্বিগুণেরও বেশি রান করেছেন অটল। হাফ-সেঞ্চুরি করেছেন ৫টি ম্যাচেই। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৯৫ রানের, যা টুর্নামেন্টের সেরা। চার মেরেছেন ২৩টি। ছক্কা হাঁকিয়েছেন টুর্নামেন্টের সব থেকে বেশি ১৯টি। ১৪৭.৭৯ স্ট্রাইক-ꦯরেটে রান সংগ্রহ করেছেন সেদিকউল্লাহ।
এমার্জিং টিমস এশিয়া কাপ ২০২৪-এ সেদিকউল্লাহর ব্যক্তিগত ইনিংস
১. বনাম শ্রীলঙ্কা-এ দল: ৮৩ রান।২. বনাম বাংলাদেশ-এ দল: অপরাজিত ৯৫ রান।৩. বনাম হংকং: ৫২ রান।৪. বনাম ভারতীয়-এ দল (সেমিফাইনাল): ৮৩ রান।৫. বনাম শ্রীলঙ্কা-এ দল (ফাইনাল): অপরাজিত ৫৫ রান।
এমনিতেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগে আফগান ক্রিকেটওারদের কদর ক্রমশ বাড়ছে। রশিদ খানকে দিয়ে শুরু হয় এই যাত্রা। বর্তমানে মহম্মদ নবি, মুজিব উর রহমান, রহমানউল্লাহ গুরবাজ, নবীন উল হক, নূর আহমেদ, ফলজহরক ফারুকি, গুলবদিন নায়েব, আজমতউল্লাহ ওমরজাই হয়ে তালিকা দীর্ঘ হচ্ছে। গজন🎉ফরের মতো তরুণ ক্রিকেটারও ইতিমধ্যেই আইপিএলের আঙিনায় মাথা গলিয়ে দিয়েছেন। এবার আইপিএল নিলামের আগে সেদিকউল্লাহ যে রকম বিধ্বংসী ক্রিকেট মেলে ধরলেন এমার্জিং টিমস এশিয়া কাপে, তাতে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ফ্র্যাঞ্চাইজিরা তাঁকে নিয়ে টানাটানি করতেই পারে।