IPL ২০২৫-এর আগে এবছর অনুষ্ঠিত হবে মেগা অকশন। তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই সব ফ্র্যাঞ্চাইজিগুলিকে প্লেয়ার রিটেনশন সংক্রান্ত নয়া নিয়ম জানিয়ে দিয়েছে। এখনও শুধু অপেক্ষা ডেট ঘোষণার। কিন্তু কবে, কোথায় হবে IPL-এর মেগা অকশন? সেটাই বড় প্রশ্ন। এর আগে একাধিক রিপোর্টে আলাদা আলাদা দাবি করা হয়েছে। এমনই আরও এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে নভেম্বরের শেষ সপ্তাহে মেগা অকশন অনুষ্ঠিত হতে পারে। আরও ভালো ভাবে বললে ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে এই অকশন। যদিও তারিখ এখনও পর্যন্ত চূড়ান্ত নয়, তবে নভেম্বরের শেষ সপ্তাহে হবে সে বিষয়টি এক প্রকার নিশ্চিত। ভেন্যু হিসাবে কাকে বেছে নেওয়া হবে সেই বিষয়ꦬ নিয়েও আলোচনা চলেছে। জানা যাচ্ছে, প্রথমে সৌদি আরব এগিয়ে থাকলেও, এখন দুবাইয়ের দিকে পাল্লা কিছুটা ভারী।
ইতিমধ্যেই IPL-এর ১০টি ফ্র্যাঞ্চাইজি দলে কাকে রাখবে না রাখবে তা নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দিকে এগোচ্ছে। এই রেসে এগিয়ে আছে সানরাইজার্স হায়দরাবাদ। তারা এখনও পর্যন্ত এনরিখ ক্লাসেন, প্যাট কামিন্স এবং অভিষেক শর্মাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে, এছাড়াও ট্রেভিস হেড এবং নীতীশ কুমার রেড্ডির নাম নিয়েও চিন্তাভাবনা চলছে। দিল্লি ক্যাপিটেলস ঋষভ পন্ত, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবকে ধরে রাখার চিন্তাভাবনা ক🥂রছে। যদিও অধিনায়ক কাকে করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তারা ইতিমধ্যেই সৌরভ গাঙ্গুলিকে ক্রিকেট ডাইরেক্টর পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে। তাঁর জায়গা দায়িত্ব নেবেন ভেনুগোপাল রাও। মুনাফ প্যাটেলকে বোলিং কোচ হিসেবে ন💖িয়োগ করবে ডিসি বলে এও শোনা যাচ্ছে। তবে এখনও কোনও অফিশিয়াল ঘোষণা হয়নি, আগামী সপ্তাহে তা চূড়ান্ত হতে পারে।
অন্যদিকে নতুন রিটেনশন পলিসির পর বেশ সুবিধা পেতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। তারা এখনও পর্যন্ত রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরাহকে নিজেদের দলে ধরে রাখবে বলে স্থির করেছে। গতবছর ব্যর্থ হলেও এবছরও অধিনায়ক হার্দিকের উপরই বিশ্বাস রাখছে ম্যানেজমেন্ট। মুম্বই ইন্ডিয়ান্স এবছর ঘুরে দাঁড়াতে মরিয়া, তাই জন্য মাহেলা জয়াবর্ধনেকে হেড কোচ হিসেবে ফিরিয়ে নিয়ে এসেছে। প্রসঙ্গত, তাঁর হাত ধরেই ৩ বার IPL ট্রফি জয় করেছিল MI। ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে মাহেলার তত্ত্বাౠবধানে ট্রফি জয় মুম্বইয়ের। এখনও পর্যন্ত মোট ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে MI, এবার ২০২৫ IPL-এ ঘুরে দাঁড়ানোর আগে দল গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে বাড়তি নজর দিচ্ছে ম্যানেজমেন্ট।