নিলামের আগে পঞ্জাব কিংসের ♕হাতে ছিল সব থেকে বেশি ১১০.৫ কোটি টাকা। শিখর ধাওয়ান অবসর নেওয়ায় পঞ্জাবের নতুন ক্যাপ্টেন দরকার। সুতরাং, ঋষভ পন্তের জন্য পঞ্জাব মরিয়া হয়ে ঝাঁপাবে বলে ধরে নেওয়া হয়েছিল।
এমনকি চেন্নাই সুপার কিংসের নজর ছিল ঋষভ পন্তের দিকে। দিল্লির হাতে ছিল ৭৩ কোটি টা🍎কা। সুতরাং, আরটিএমে পন্তকে দিল্লির দলে ফেরানোর সম্ভাবনাও ছিল পুরো দস্তুর। তবে আইপিএলꦅ নিলামে পন্তের নাম ওঠার মাত্রই এক্কেবারে অপ্রত্যাশিত ছবি দেখা যায়।
লোকেশ রাহুল স্কোয়াড ছেড়ে বেরিয়ে যাওয়ার পরে লখনউ সুপার জায়ান্টসেরও একজন ক্যাপ্টেন দরকার। দরকার একজন মার্কি ক্রিকেটার, যাঁকে সামনে রেখে দলকে উদ্দীপ্ত করা থেকে ব্যবসায়িক দিক দিয়েও লাভবান হওয়া যাবে। এক ঢিলে দুই পাখি মারার লক্ষ্য নিয়েই নিলামে শুরু থেকেই প𝐆ন্তের জন্য ঝাঁপায় লখনউ।
ঋষভ পন্তকে নিয়ে নিলামের লড়াই
২ কোট টাকার বেস প্🗹রাইসের ঋষভ পন্তের জন্য এক্কেবারে শুরুতে দর হাঁকে লখনউ সুপার জায়ান্টস। তাদের সঙ্গে লড়াইয়ে যোগ দেয় আরসিবি। ১১ কোটি ২৫ লক্ষ টাকা পর্যন্ত নিজেদের দৌড় জারি রাখে বেঙ্গালুরু। ত🎀ার পরে পন্তকে পাওয়ার আশা ছাড়ে আরসিবি।
বেঙ্গালুরু রণে ভঙ্গ দেওয়ার পরে লখনউয়ের সঙ্গে লড়াইয়ে যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদ। শেষমেশ ২০ 🔥কোটি ৫০ লক্ষ টাকা পর্যন্ত হায়দরাবাদ তাদের লড়াই জারি👍 রাখে। একসময় ২০ কোটি ৭৫ লক্ষ টাকায় লখনউয়ে যোগ দিতে চলেছিলেন পন্ত। তবে দিল্লিকে জিজ্ঞাসা করা হয় তারা আরটিএম প্রয়োগ করে পন্তকে ধরে রাখতে চায় কিনা। দিল্লি হ্যাঁ বলার পরেই ছবিটা ফের বদলে যায়।
লখনউ সুপার জায়ান্টসকে তখন পন্তের জন্য চূড়ান্ত মূল্য নির্ধারণ করতে হতো। তারা কোনও ঝুঁকি না নিয়ে এমন দর হাঁকার সিদ্💖ধ🅠ান্ত নেয়, যা দিল্লিকে পিছিয়ে যেতে বাধ্য করবে। ২০ কোটি ৭৫ লক্ষ থেকে লখনউ পন্তের দাম একলাফে বাড়িয়ে দেয় ২৭ কোটি টাকায়।
পন্তের জন্য এত বাজেট ছিল না দিল্লির। ফলে আরটিএম প্রয়োগের সিদ্ধান্ত থেকে সরে আসে ক্যাপিটালস। শেষমেশ ২৭ কোটি টাকার রেকর্ড অঙ্কে লখনউয়ে যোগ দেন পন্ত। ফলে শ্রেয়সকে টপকে আইপিএলের ইতিহাসের সব থেকে দামি ক্রিকেটারে পরিণত ๊হন ঋষভ পন্ত। উল্লেখ্য, পন্তের কিছুক্ষণ আগেই ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় পঞ্জাব কিংসে যোগ💎 দেন শ্রেয়স।
পন্তের জন্য কত বাজেট ছিল লখনউয়ের
পন্তকে দলে নেওয়ার পরিকল্পনা যে আগে থেকেই ছিল লখনউয়ের, সেটা স্পষ্ট জানিয়ে দেন তাদের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। তিনি বিরতিতে পন্তকে দলে নেওয়া প্রসঙ্গে বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল পন্তকে দলে নেওয়ার। আম꧒রা ওর জন্য ২৬ কোটি টাকা বরাদ্দ করেছিলাম। ২৭ কোটি একটু বেশি হয়ে গিয়েছে। তবে ওর মতো ক্রিকেটারের জন্য বাড়তি খরচ করাই যায়⛦। ও দুর্দান্ত ক্রিকেটার। ম্যাচ উইনার।’