আইপিএল আর বিশ্বকাপ মোটেও এক ন🐬য়। দুটি স্তরের মধ্যে একটা ফারাক আছে। আর সেই ফারাকটা সামলানোর জন্য বিরাট কোহলিদের মতো ক্রিকেটারদের দরকার আছে বলে সাফ জানিয়ে দিলেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নির্বাচক প্রধান অজিত আগরকর। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল নির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠকের সময় বিরাটের প্রশ্ন ওঠার যখন রোহিত শর্মা আর হাসি সামলাতে পারেননি, তখন একেবারে স্পষ্টভাষায় আগরকর জানিয়ে দেন যে আইপিএল🎐ে অনেক তরুণ ক্রিকেটার ভালো খেলছেন। কিন্তু বিশ্বকাপের মঞ্চে চাপটা অন্য স্তরেই থাকে। আর সেটা সামলানোর জন্য বিরাটের মতো খেলোয়াড়ের প্রয়োজন আছে বলে জানান আগরকর।
বিরাটকে নিয়ে আগরকর
তিনি বলেন, ‘কোহলির স্ট্রাইক রেট? আমার মনে হয় না যে এটা নিয়ে আমরা আলোচনা করছি। এটা সৌভাগ্য যে আইপিএলে🔥 ও খুব ভালো ফর্মে আছে। ওকে নিয়ে কোনও উদ্বেগ নেই। আইপিএলে যেরকম হচ্ছে, (সেটা ঠিক আছে)। কিন্তু আপনি এবার বিশ্বকাপে যাচ্ছেন। এটা আন্তর্জতিক ক্রিকেট। এখনও সেই ফারাকটা আছে। আর সেই ফারাকটা জেনেই প্রস্তুতি নেওয়া হয়। সেখানেই অভিজ্ঞতার মূল্য রয়েছে।’
ভারতের প্রধান নির্বাচক আরও বলেন, ‘আইপিএলের মতোই যদি (টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়), যেখানে ২২০ রান তুলতে হয়, তাহলে আমাদের দলে উপযুক্ত খেলোয়াড় আছে, আমাদের দলে ভারসাম্য আছে আর মেরে খেলার শক্তি আছে। তাই বেশি ভাবনাচিন্তার কোনও মা🌄নে হয় না। আইপিএলে যে ঘটনাগুলি ঘটছে, সেখান থেকে ইতিবাচক বিষয়গুলি দেখতে পারেন। নয়া প্রতিভাদের ফর্ম বিবেচনা করতে পারেন। কিন্তু দিনের শেষে যখন বিশ্বকাপের ম্যাচে নামবেন আপনি, তখন চাপটা আলাদা হবে।’
আরও পড়ুন: কেন বাদ গেলেন কেএল রাহুল? উত্তর দিলেন🅠 আগরকর, ইঙ্গিত দিলেন পন্ত নাকি সঞ্ღজুর কে খেলবেন প্রথম একাদশে
আইপিএলে বিরাটের স্ট্রাইক রেট
আপাতত আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের🅷 তালিকার দ্বিতীয় স্থানে আছেন বিরাট। ১০টি ম্যাচে করཧেছেন ৫০০ রান। সর্বোচ্চ অপরাজিত ১১৩ রান করেছেন। গড় ৭১.৪৩। স্ট্রাইক রেট ১৪৭.৪৯। কিন্তু সেই স্ট্রাইক রেট নিয়েই আপত্তি আছে একাংশের। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, আজকের দিনে টি-টোয়েন্টি সেই স্ট্রাইক রেটে খেললে চলে না। বিরাটের আরও দ্রুত খেলা উচিত বলে সওয়াল করেন বিশেষজ্ঞদের একাংশ।
যদিও ইতিমধ্যে সেই বিশেষজ্ঞদের একহাত নিয়েছেন বিরাট। তিনি বলেন, 'যে সব লোকেরা আমার স্ট্রাইক রেট নিয়ে কথা বলেন এবং আমি স্পিনের বিরুদ্ধে ভালো খেলতে পারি না বলেন, তাঁরাই এসব (পরিসংখ্যান) নিয়ে কথা বলতে ভালোবাসেন। কিন্তু আমার কাছে মূল বিষয়টা হল যে🍎 দলের জন্য ম্যাচটা জিততে হবে। আপনি এই কাজটাই কেন ১৫ বছর ধরে করে আসছেন, সেটার🌟 পিছনে একটা কারণ আছে। কারণ এটা দিনের পর দিন করে গিয়েছেন, দলের জন্য ম্যাচ জিতিয়েছেন।’
আরও পড়ুন: IPL 2024- বিরাটের স্ট্রাইক রেট নিয়ে টানা বিতর্ক, বেজা🍨য় চটেছেন প্রাক্তন সতীর্থ
বিরাট আরও বলেন, আমি ঠিক নিশ্চিত নই, (কিন্তু) আপনি যদি নিজে সেই পরিস্থিতির মধ্যে না থাকেন এবং বক্সের মধ্যে বসে থেকে 🍒ম্যাচের বিষয়ে কথা বলেন, সেটা (মাঠে নেমে খেলার মতো হতে পারে না), বিষয়টা এক হতে পারে না। ফলে আমার কাছে ব্যাপারটা হল যে নিজের কাজটা করে যাব। লোকজন ক্রিকেট নিজেদের ধারণা, মতামত নিয়ে 𒐪আলোচনা করতে পারেন। কিন্তু যাঁরা সেই কাজটা দিনের পর দিন ধরে করে গিয়েছেন, তাঁরা বেশি ভালো জানবেন যে আসলে কী হচ্ছে।’