পছন্দের খেলোয়াড়কে নিতে নিলামে সেটিং থেকে চেন্নাই সুপার কিংসকে জেতাতে আম্পায়ার ফিক্সিং- এন শ্রীনিবাসনের বিরুদ্ধে এমনই সব বিস্ফোরক অভিযোগ তুললেন ললিত মোদী। একটি ইউটিউব চ্যানেলের পডকাস্টে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা দাবি করেছেন যে আইপিএল আয়োজনের ক্ষেত্রে শ্রীনিবাসন যাতে কোনওরকম ব্যাগড়া না দেন, সেজন্য ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফকে চেন্নাইয়ের হাতে তুলে দিয়েছিলেন। এমনকী যাতে অন্য কোনও দল তাঁর জন্য 'বিড' না করে, সেই বার্তাও দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন ললিত। শুধু তাই নয়, ললিত দাবি করেছেন, গোড়ার দিকে আম্পায়ার ফিক্সিং করতেন শ্রীনিবাসন। মহেন্দ্র সিং ধোনিদের জেতাতে সিএসকের ম্যাচে চেন্নাইয়𝄹ের আম্পায়ার রাখতেন। আর সেই বিষয়টির বিরোধিতা করে তিনি শ্রীনিবাসনের রোষানলেও পড়েছিলেন বলে দাবি করেছেন ললিত।
‘ফ্লিনটফকে না দিলে আইপিএল হতে দিতেন না শ্রীনিবাসন’
ইউটিউবার রাজ শামানির পডকাস্টে আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত বলেন, ‘আমি ফ্লিনটফকে শ্রীনিবাসনের হাতে তুলে দিয়েছিলাম। হ্যাঁ, দিয়েছিলাম। সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। প্রতিটি দল সেই বিষয়ে জানত। (নাহলে) আইপিএল হতে দিতেন না শ্রীনিবাসন। উনি আমাদের কাঁটা ছিলেন। হ্যাཧঁ, আমরা বলেছিলাম যে কেউ যেন ফ্লিনটফকে না নেয়। হ্যাঁ, সেটা আমি করেছিলাম।’ উল্লেখ্য, ২০০৯ সালে চেন্নাইয়ের হয়ে আইপিএলে খেলেছিলেন ফ্লিনটফ।
‘আপনাকে কাঁটা সরিয়ে ফেলতে হয়….’
কিন্তু শ্রীনিবাসন যদিও বা সেই আবদার করে থাকেন, তাতে তিনি সায় দিলেন কেন ললিত? সেটার জবাবে ওই পডকাস্টে ললিত বলেন, ‘কারণ শ্রীনিবাসন বলেছিলেন যে আমি ফ্লিনটফকে চাই। আপনি যখন আইপিএলের কোনও প্রতিযোগ🉐িতার আয়োজন করতে চান আর আমি একাহাতে পুরোটা করছিলাম, তখন আপনাকে কাঁটা সরিয়ে ফেলতে হয়।’
CSK-কে জেতাতে 'চেন্নাইয়ের ম্যাচে চেন্নাইয়ের আম্পায়ার'
শুধু তাই নয়, ভারতীয় 𓄧ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন সভাপতির বিরুদ্ধে আম্পায়ার ফিক্সিংয়েরও অভিযোগ তুলেছেন ললিত। ওই পডকাস্টে ললিত বলেন, ‘উনি অনেক কিছু করেছেন। উনি আম্পায়ার ফিক্সিং করেছেন। আমি ওঁর বিরুদ্ধে সেই অভিযোগ তুলেছি। উনি আম্পায়ার পালটে দিতেন। গোড়ার দিকে আমি বিষয়টা নিয়ে এত মাথা ঘামাইনি। কিন্তু পরে যখন আমি বুঝতে পারি যে উনি চেন্নাই (সুপার কিংসের) ম্যাচে চেন্নাইয়ের আম্পায়ার রাখছেন, সেটা আমি মেনে নিতে পারিনি। আমার আপত্তি ছিল। এটাকে ফিক্সিং বলে।’