ইরানি কাপের জন্য দল ঘোষণা করা বিসিসিআই। ইরানি কাপে একটি মাত্র ম্যাচে রঞ্জি ট্রফির বিজয়ী দল অবশিষ্ট ভারতীয় দলের মুখোমুখি হবে। বর্তমানে ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্য়াচ খে🎐লছে। এবার রেস্ট অফ ইন্ডিয়া দল গঠন করা হয়েছে। গতবার রঞ্জি ট্রফির শিরোপা জিতেছিল মুম্বই দল। তাই এবার মুম্বই ও ভারতের বাকি দল একে অপরের মুখোমুখি হতে চলেছে। রেস্ট অফ ইন্ডিয়ার অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে। এমন অনেক খেলোয়াড়কেও এই দলে খেলতে দেখা যাবে, যারা টিম ইন্ডিয়ার হয়ে ভালো পারফর্ম করে এসেছে।
আরও পড়ুন… IND vs BAN: কপিল দেবের কানপুরের রেকর্ড কি ভেঙে দেবেন অশ্বিন! জেনে নিন♔ গ্রিন পার্কের টেস্ট ইতিহ♉াস
অধিনায়ক হয়েছেন রুতুরাজ গায়কোয়াড় এবং সহ-অধিনায়ক হয়েছেন অভিমন্যু ঈশ্বরন।
রেস্ট অফ ইন্ডিয়ার অধিনায়কত্ব দেওয়া হয়েছে রুতুরা✨জ গায়কোয়াড়ের হাতে। দলের সহ-অধিনায়ক করা হয়েছে অভিমন্যু ঈশ্বরনকে। এছাড়াও দলে জায়গা পেয়েছেন সাই সুদর্শন, দেবদূত পাডিক্কাল, ধ্রুব জুরেল, ইশান কিষান, মানব সুত্তার, সরানশ জৈন, প্রসিধ কৃষ্ণা, মুকেশ কুমার, যশ দয়াল, রিকি ভুঁই, শাশ্বত রাওয়াত, খলিল আহমেদ এবং রাহুল চাহারও দলে অন্তর্ভুক্ত হয়েছেন। যেহেতু ধ্রুব জুরেল এবং যশ দয়ালকেও ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের জন্য নির্বাচিত করা হয়েছে, তাই তাদের খেলা এই ম্যাচের উপর নির্ভর করবে। বিসিসিআই জানিয়েছে যে যশ এবং😼 ধ্রুব যদি ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্লেয়িং ইলেভেনে না থাকে তবে তারা ইরানি ট্রফি ম্যাচ খেলতে পারবেন। কিন্তু তারা যদি ভারতের হয়ে খেলতে পারে তবে তারা ইরানি ট্রফিতে খেলতে পারবে না।
আরও পড়ুন… ꦚগাভাসকর যা করতে পারেননি সেটাই কি করে দেখাবেন রাহানে! অজিঙ্কাকে কেন জমি লিজে দিল মহারাষ্ট্র সরকার?
মুম্বইয়ের অধিনায়কত্ব করবেন অজিঙ্কা রাহানে
১ থেকে ৫ অক্টোবর লখনউয়ের অটল বিহার♎ী বাজপেয়ী একানা স্টেডিয়ামে 🍌অনুষ্ঠিত হবে ইরানি ট্রফির ম্যাচ। আমরা যদি মুম্বই দলের কথা বলি, তাহলে এই দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে অজিঙ্কা রাহানেকে। পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার এবং শার্দুল ঠাকুরের মতো খেলোয়াড়দেরও এই দলে খেলতে দেখা যাবে। ভারত বনাম বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হবে এই ম্যাচ। ইরানি ট্রফি দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ট্রফি। তাই এখানেও খেলোয়াড়রা তাদের সেরা পারফর্ম করতে চাইবে।
আরও পড়ুন… CPꩵL 2024: বাইশ গজের নতুন ‘সিক🌟্সার কিং’! গেইলের রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন এই নাইট ক্রিকেটার
ইরানি ট্রফির জন্য মুম্বই দল: অজিঙ্কা রাহানে, পৃথ্বী শ,🧸 আয়ুষ মাহাত্রে, মুশির খান, শ্রেয়স আইয়ার, সিদ্ধেশ লাড, সূর্য্যাশ শেডগে, হার্দিক তামোর (উইꦜকেটরক্ষক), সিদ্ধান্ত আধতারাও, শামস মুলানি, তনুশ কোতিয়ান, হিমাংশু সিং, শার্দুল এ ঠাকুর, হিমাংশু সিং, মহম্মদ জুনায়েদ খান।
ইরানি ট্রফির জন্য ভারতের বাকি স্কোয়াড: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরন (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, দেবদূত পাডিক্কাল, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটরক্ষকജ), মানব সুথার, সরানশ জৈন, প্রসিদ কৃষ্ণ, মুকেশ কুমার, যশ দয়াল, রিকি ভুঁই, শাশ☂্বত রাওয়াত, খলিল আহমেদ, রাহুল চাহার।