ইতিহাস লিখে ফেলল আয়ারল্যান্ড ক্রিকেটে। আবুধাবির টলারেন্স ওভালে দুই দলের মধ্যে একমাত্র টেস্টে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়𝓀ে আইরিশরা বিশ্ব ক্রিকেটকে চমকে দিল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল আয়ারল্যান্ড। নিজেদের ক্রিকেট ইতিহাসে অষ্টম টেস্টে এসে জয়ের মুখ দেখল তারা। ১১১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১৩ রানে ৩ উইকেট হারালেও, আইরিশ অধিনায়ক অ্যান্ডি বলবির্নির লড়াইয়ের হাত ধরে, এবং লরকান টাকারের যোগ্য সঙ্গতে শেষ হাসি হাসে আয়ারল্যান্ড। ১১১ রান বা এর চেয়ে কম রানের লক্ষ্য দিয়ে এর আগে টেস্ট জেতার ৫টি ঘটনা রয়েছে ঠিকই, তবে এবার আর আফগানিস্তানের ভা♍গ্য সঙ্গ দেয়নি।
আয়ারল্যান্ড টেস্ট খেলার মর্যাদা পেয়েছে ২০১৭ সালে। ২০১৮ সালে অভিষেক টেস্টে পাকিস্তানের বিপক্ষে খেলেছিল তারা। এর পর ইংল্যান্ড, বাংলাদেশ, শ্🎃রীলঙ্কার বিপক্ষে খেলেছে আয়ারল্যান্ড। তবে প্রতিটি ম্যাচই তারা হেরেছে। ভারতে ২০১৯ সালে এই আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল আয়ারল্যান্ড। সেই ম্যাচও তারা হেরেছিল ৭ উইকেটে। তবে প্রথম টেস্ট জিততে সবচেয়ে বেশি ৪৫টি টেস্ট খেলতে হয়েছিল নিউজিল্যান্ডকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ ম্যাচ লেগেছিল বাংলাদেশের। সেই রকম কোনও ঘটনা কিন্তু আয়ারল্যান্ডের সঙ্গে ঘটল না।
আরও পড়ুন: বস তোমাকে মেদ ঝরাতে হবে- কোন ক্রি🍃কেটারকে পরামর্শ দিয়েছিলেন রবি শাস্ত্রী
বুধবার থেকে শুরু হওয়া টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। তবে এই টেস্টে আফগান ব্যাটাররা রীতিমতো নিরাশ করেছেন। নিজেদের প্রথম ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে আফগানরা। মাত্র ৫৪.৫ ওভারে ১৫৫ রানে🅰ই অলআউট হয়ে যায় আফগানিস্তান। একমাত্র ওপেনার ইব্রাহিম জাদরান হাফসেঞ্চুরি করেন। তিনি ৮৩ বলে ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এছাড়া সাতে নেমে করিম জনত ৪১ রান করেছিলেন। বাকিরা কেউই ২০ রানের বেশি করতে পারেননি। আয়ারল্যান্ডের মার্ক অ♎্যাডায়ার একাই ৫ উইকেট তুলে নেন। ২টি করে উইকেট নেন ক্রেগ ইয়ং এবং কার্টিস ক্যামফার।
তবে আয়ারল্যান্ড জবাবে ২৬৩ রান করে ১০৮ রানের লিড পায়। কার্টিস ক্যামফারের ৪৯ﷺ, পল স্টার্লিংয়ের ৫২ এবং লরকান টাকারের ৪৬, অ্যান্ডি ম্যাকব্রায়েনের ৩৮ রানে ভর করে প্রথম ইনিংসে ২৬৩ রান ক👍রে আয়ারল্যান্ড। আফগানদের হয়ে জিয়া উর রহমান নেন ৫ উইকেট। ৩ উইকেট নেন নাভেদ জাদরান।
দ্বিতীয় ইনিংসেও আফগানিস্তান তাও কিছুটা লড়াই করে। তবে আহামরি কিছু নয়। প্রথম ইনিংসের থেকে একটু ভালো খেলে তারা। ২০০ রানের গণ্ডি টপকায়। হাসমাতুল্লা শাহিদি হাফসেঞ্চুরি করেন। ৫৫ করেন তিনি। রহমানুল্লাহ গুরবাজ করেন ৪৬ রান। ওপেন করতে নেমে ৩২ রান করেন নুর আলি জাদরান। সৌজন্যে দ্বিতীয় ইনিংসে ২১৮ রান তোলে তারা। তবে আয়ারল্যান্ডের যেহেতু ১০৮ রানের লিড ছিল, সে কারণে তাদের জয়ের জন্য দরকার ছিল ১১১ রান। তবে ৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু আইরিশ অধিনায়ক বলবির্নি হাল ছা💟ড়েননি। ৫৮ করে অপরাজিত থাকেন তিনি। সঙ্গে পান টাকারকে। তিনি অপরাজিত ২৭ করেন। দাপটে ছয় উইকেটে ম্যাচ পকেটে পোড়ে আয়ারল্যান্ড। আফগানদের হয়ে নাভেদ জাদরান নেন ২ উইকেট।