সদ্য আইসিসি টি২০ বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। দিন দশেক আগেই স্বপ্নকে সত্যি করেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ভারতীয় দলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগর অবশ্যই হার্দিক পান্ডিয়া। শুধু ফাইনাল ম্যাচ বলে নয়, গোটা প্রতিযোগিতা ধরেই অলরাউন্ডার হিসেবে তাঁর পারফরমেন্স ছিল যথেষ্টই ভালো। শিবম দুবে যেখানে সেভাবে হাতই ঘোরাননি, হার্দিক প্রায় প্রতি ম্যাচেই বল করেছেন। জসপ্রীত বুমরাহদের মতো প্রত্যেক ম্যাচে হয়ত ইকোনমিক্যাল হতে ওপারেননি, কিন্তু যেই ম্যাচে সবথেকে প্রয়োজন ছিল, সেই ফাইনালেই আসল কাজের কাজটা করেছিলেন হার্দিক। অথ𝔉চ কয়েক মাস আগে পর্যন্ত এই হার্দিকই ছিলেন সমর্থকদের একাংশের ঘৃনার পাত্র। এবার হার্দিককে নিয়ে করা নিজের বক্তব্যের জন্য কিছুটা অনুসুচনা করছেন প্রাক্তন ক্রিকেটার।
আরও পড়ুন-সুহেলের জোড়া গ⛎োলে এগিয়ে থেকেও পয়েꦍন্ট নষ্ট ! কলকাতা লিগে ফের হোঁচট মোহনবাগানের
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে কিছুতেই নিজের চেনা ছন্দ খুঁজে পাচ্ছিলেন না হার্দিক পাণ্ডিয়া, সেটা ব্যাট হাতে হোক কি বল হাতে। এমন কি অ﷽ধিনায়কত্ไবের মানও তাঁর পড়েছিল, বুমরাহকে না দিয়ে দঃ আফ্রিকার মাফাকাকে দিয়ে বোলিং শুরু করানোয় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন গুজরাট টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে ফেরা হার্দিক। তাঁর আইপিএল পারফরমেন্সের জন্য একটা সময় লাগাতার সমালোচনা করেছিলেন ইরফান পাঠান, কিন্তু টি২০ বিশ্বকাপে ভালো পারফরমেন্সের পর এতদিন গণমাধ্যমে সেভাবে মুখ খোলেননি তিনি, অবশেষে নীরবতা ভাঙলেন প্রাক্তন অলরাউন্ডার।
আরও পড়ুন-কবে চুরম🍒া খাওয়া🌱বেন প্রধানমন্ত্রীকে, জানিয়ে দিলেন নীরজের মা! এবার স্পেশাল ট্রিট…
ইরফান পাঠান বলছেন, ‘সমস্ত সমালোচনা কাটিয়ে উঠে হার্দিক পান্ডিয়া এই পারফরমেন্স তাঁর জন্য অত্যন্তই স্পেশাল। আইপিএলে যখন পারফর্ম করতে পারছিল না তখন সব থেকে বেশি আমিই ওর সমালোচনা করেছিলাম, কিন্তু বিশ্বকাপে দুরন্ত কাꦬমব্যাক করেছে ও। খারাপ সময় থেকে ঘুরে দাঁড়িয়ে এমন পারফর🀅মেন্স সত্যি সাধুবাদ যোগ্য। রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহর মতো হার্দিকও বিশ্বকাপে ভারতের হয়ে পার্থক্য গড়ে দিয়েছে। ’ ।
হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স দলের সতীর্থ ইশান কিষানও তাঁর প্রশংস𝄹া করেছেন। ইশানের কথায়, ‘আমার একটা বিশ্বাস ছিল, হার্দিক পান্ডিয়া হয়ত বিশ্বকাপের জন্যই নিজেকে লুকিয়ে রেখেছিল। আমি ওর একটা কথা সব সময় মনে রেখেছি, হার্দিক পান্ডিয়া বলেছিন, একবার যদি পারফরমেন্স ফিরে পাই তাহলে যারা গালাগাল দিচ্ছে তাঁরাই হাততালি দেবে। এটা আমায় ও বলেছিল যখন আমিও খারাপ পারফরমেন্সের মধ্যে যাচ্ছিলাম। হার্দিক সবসময় বলে, যে যা বলছে বলতে দাও, যে খেলাকে তুমি ভালোবাসো সেখানে নিজের একশো শতাংশ দাও ' ।