ভারতীয় দলের সঙ্গে রবিবারই যোগ দিয়েছেন ভারতের মূল অধিনায়ক রোহিত শর্মা। টিম ইন্✤ডিয়ার ক্যাপ্টেন সামনে থেকে দেখেছেন জসপ্রীত বুমরাহর নেতৃত্বে ঠিক কতটা কোনঠাসা অবস্থা করেছিল অজিদের। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ২৯৫ ෴রানে হারিয়ে ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গেছে ভারত। এবার অধিনায়ক পদে ফিরছেন রোহিত শর্মা। তাঁরও কাজের চাপ বাড়ল।
রোহিতই অধিনায়ক-
আর তিনটি টেস্ট জিততে পারলেই সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সিপ ফাইনালে প্রবেশ করবে ভারত। কমপক্ষে দুটি টেস্টে তো তাঁদের জিততেই হবে, ꦏতারপরেও বাকিদের দিকে তাকিয়ে থাকতে হবে। এদি൲কে জসপ্রীতের হাত থেকে ফের অধিনায়কত্ব নিচ্ছেন রোহিত শর্মা। বুমরাহ জানাচ্ছেন তিনি অধিনায়কত্ব করবেন না, তবে রোহিতকে সাহায্য করবেন।
আরও পড়ুন-কখꦛনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদ♎ের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
বুমরাহর কৃতিত্ব অনস্বীকার্য
জসপ্রীত বুমরাহ দায়িত্ব নিয়েই প্রথম টেস্টে শুধু ভারতীয় দলকে জিতিয়েছেন তাই নয়। এই জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণে যে কিউয়িদের বিপক্ষে ০-৩ ফলে সিরিজ হেরে অস্ট্রেলিয়ায় এসেছিল ভারত। ছিলেন না রোহিত, ছিটকে গেছিলেন গিল। এই অবস্থায় ফলে বু🌳মরাহর কৃতিত্ব অনেকটাই। কারণ দুই অভিষেক হওয়া ক্রিকেটারকে নিয়ে, তারুণ্🦹যে ঠাসা দল নিয়েই ম্যাচ জেতেন বুমরাহ।
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদܫিন ঘোষণা হতে পারে ভেনু
অধিনায়কত্ব চাইব না-
ম্যাচ শেষে বুমরাহ বলছেন, ‘রোহিত শর্মাই আমাদের অধিনায়ক। ও🐬 অসাধারণ কাজ করেছে। আমি ওর শূন্যস্থানটা পূরণ করছিলাম। ভারতে থাকতেই ওর সঙ্গে আলোচনা করেছিলা🐎ম, যে কীভাবে আমাদের দল তৈরি হচ্ছে। আমি তাই ওকে বলতে যাব না যে আমি অধিনায়কত্ব করব, তবে হ্যা আমি ওকে সবরকম সাহায্য করব’।
Video- বিরাট কোহলির ছয়! সপ♌াটে আঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
খুবই গর্বিত লাগছে-
অধিনায়কত্ব কতটা উপভোগ করলেন, বুমরাহ বলছেন, ‘খুবই গর্🤡বিত লাগছে। এটা আমার দ্বিতীয় ম্যাচ ছিল অধিনায়ক হিসেবে। আমরা বার্মিংহ্যামে আমার টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে ভালোই খেলেছিলাম, কিন্তু ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে অত্যন্ত উন্নত করেছিল পারফরমেন্স। সব সময়ই শিখতে হয়, আমি খুব খুশি যেভাবে দল কামব্যাক করেছে। যেভাবে ব্যাটিং ইউনিট গঠন হচ্ছে, তাতে খুব খুশি। সব থেকে বড় কথা হচ্ছে, আমরা ১৫০ অলআউট হওয়ার পরেও ড্রেসিং রুমে সবাই আত্মবিশ্বাসী ছিল, নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারলে ভালো পারফরমেন্স আসবে। এটা টেস্ট ক্রিকেট খেলার একটা কঠিন জায়গা, তবে চাপের সঙ্গে টেক্কা দিতে পারলে কেরিয়ারে উন্নতি হবে ’।