শুভব্রত মুখার্জি: ব্যাটার হিসাবে হোক বা অধিনায꧑়ক হিসাবে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ইংল্যান্ডের সংক্ষিপ্ত ফর্ম্যাটের অধিনায়ক জোস বাটলারের। ২০২২ সালে ইংল্যান্ডকে টি২০ বিশ্বকাপে তাঁর অধিনায়কত্বেই চ্যাম্পিয়ন করেছেন বাটলার। তবে সবে মাত্র শেষ হওয়া ওডিআই বিশ্বকাপে তাঁর অধিনায়কত্বে একেবারেই ভালো খেলেনি ইংল্যান্ড। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। ব্যাটার হিসাবে বাটলারও ভালো পারফরম্যান্স করতে পারেননি। সেই খারাপ পারফরম্যান্সের ধারাবাহিকতা যেন এখন ও জারি থাকল ইংল্যান্ডের। এমন একটি দলের বিরুদ্ধে ওডিআই সিরিজ হারল ইংল্যান্ড, যে দল ওডিআই বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হারের দিন এক অবাঞ্ছনীয় নজির গড়ে বসলেন ইংল্যান্ড অধিনায়ক জোস বাটলার।
আরও পড়ুন: দ্রাবিড়ের মেয়াদ বাড়ানো হয়েছে, অথচ চুক্তি হয়নি, কারণ কী? মুখ খুল𒆙লেন BCCI সচিব
আন্তর্জাতিক ওডিআই ক𝓀্রিকেটে ইংল্যান্ডের পুরুষ দলের অধিনায়ক হিসাবে এই লজ্জার নজির গড়লেন জোস বাটলার। যে নজির আর কোনও ইংল্যান্ড অধিনায়ক গড়েননি। ওয়ানডে ফর্ম্যাটে প্রথম ইংল্যান্ড অধিনায়ক হিসাবে জোস বাটলার 'গোল্ডেন ডাক ' করার লজ্জার নজির গড়েছেন। আলজারি জোসেফের প্রথম বলেই ক্যাচ দিয়ে আউট হন বাটলার। তাঁর ক্যাচটি তালুবন্দি করেন মোতি। ফলে ফের একবার ব্যাটিং ব্যর্থতারও সম্মুখীন হলেন ইংল্যান্ডের সংক্ষিপ্ত ফর্ম্যাটের অধিনায়ক। তাঁর ব্যাটিং ব্যর্থতার দিনে কার্যত এক হাল গোটা দলের। বেন ডাকেট, লিয়াম লিভিংস্টোন এবং গাস অ্যাটকিনসন ছাড়া বলার মতন রান পেলেন না আর কোনও ব্যাটার।
আরও পড়ুন: প্রোটিয়া সফরে এখনও দলের সঙ্গে যোগই দেননি দীপক চাহার, হয়তো পাওয়া যাবে না পুরဣো সিরিজেই
এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৬ রান করে ইংল্যান্ড দল। দলের হয়ে সর্বোচ্চ স♑্কোর করেন বেন ডাকেট। তিনি ৭৩ বলে ৭১ রান করেন । তাঁর ইনিংসে তিনি মারেন ছ'টি চার এবং একটি ছয়। এছাড়াও লিয়াম লিভিংস্টোন দু'টি চার এবং দু'টি ছয়ের সাহায্যে করেন ৪৫ রান। অ্যাটকিনসন ক🥂রেন ২০ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ম্যাথু ফোর্ড এবং আলজারি জোসেফ তিনটি করে উইকেট নেন। জবাবে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৩১. ৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান করে ম্যাচ জিতে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন কিসি কার্টি। এছাড়াও আলিক আথিনাজে ৪৫, রোমারিও শেফার্ড ৪১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।