ভারতীয় দলে এবার বর্ডার গাভাসকর সিরিজের জন্༒য রাখা হয়নি চেতেশ্বর পূজারাকে। এই ব্যাটা🎃রই গত দুবারে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছিল। অজি বোলারদের একের পর এক বলে নিজের শরীরে আঘাত পেয়েছিলেন, কিন্তু তারপরেও মাঠ ছাড়েন। সিরিজ জিতেই দেশে ফিরেছিলেন। সেই পূজারা না থাকায় বেজায় খুশি অজি পেসার জোস হেজেলউড।
আরও পড়ুন-ভারত মনে রাখেনি তো কি হয়েছে! অজি তারকা পূজা♈রার মন্ত্রেই ভার༺তকে বিপাকে ফেলতে চান…
২০১৪ সালের পর এই প্রথমবার অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের সঙ্গে যাননি চেতেশ্বর পূজারা। টিম ইন্ডিয়ার এই ব্যাটারকে নিয়ে নিজেদের আতঙ্কের কথায় জানালেন অজি ফাস্ট বোলার জোস হেজেলউজ। ত๊িনি স্পষ্টতই বলছেন পূজারা যে ধরণে মাটি আঁকড়ে পড়ে থেকে ইনিংস খেলেছিল, তাতে অজি বোলারদের ওকে আউট করতে বেশ বেগ পেতে হয়েছিল।
আরও পড়ুন-অজি স্টার্ক থেকে ইংরেজ বাটলার! ভারতীয় পন্𒁃ত-শ্রেয়স! নিলামে সব থেকে দামি হতে পারে 🌄যারা?
জোস হেজেলউড বলছেন, ‘আমি খুব খুশি যে এখানে চেতেশ্বর পূজারা আসেনি। ও হচ্ছে এমন একজন ক্রিকেটার, যে ব্যাট করতে আসলেই অনেকক্ষণ ক্রিজে কাটায়। আর ওর উইকেটে পেতে অনেক অনেক কসরত করতে হবে, এক ফোটা ঝুঁকি নিতে চায় না শট খেলার ক্ষেত্রে। ও অস্ট্রেলিয়ায় এসে শেষ কয়েক বছরে ধারা🌳বাহিকভাবে ভালো পারফরমেন্স করেছে ’।
আরও পড়ুন-IPL নিলামে শামি পাচ্ছেন বড় দাম!ꦉ পিছনে থাকতে পারেন আকাশদীপও! বাংলার আর কারা দামি?
হেজেলউড আরও বলছেন, ‘ভারতীয় দল অনেক যুব ক্রিকেটাররাও রয়েছে যারা ভালো কিছু করে দেখাতে চাইবে। ভারতীয় দলে পারফর্মেন্সের অনেক চাপও আছে✤। এতগুলো ক্রিকেটার সব সময়ই খেলার জন্য দলের ঢোকার জন্য লড়াই করছে, ফলে ভারতের প্রথম একাদশ হল অ🐼বিশ্বাস্য সব ক্রিকেটারদের নিয়ে ঠাসা। তাই পূজারা না থাকলেও অবশ্য ভারতীয় দলের হয়ত কিছু যায় আসবে না। ’।
আরও পড়ুন-𓆉অস্ট্রেলিয়ার কাছে T20 সিরিজে হার! এবার নয়া ব্যাটিং কোচ পাকিস্তান ক্রিকেটে…
চেতেশ্বর পূজারা ২০১৪ সাল থেকে তিনবার গেছেন অস্ট্রেলিয়ায় সফরে। মোট ১০৩টি টেস্ট খেলা পূজারা অজিদের মাটিতে খেলেছেন ১১টি ম্যাচ। তাতে করেছেন ৯৯৩ রান। ২০১৮-১৯ সিরিজে ভারত যেবার ঐতিহাসিকভাবে বর্ডার গাভাসকর ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়ার মাটিতে, সেবার ম্যান অফ 🐭দ্য সিরিজের পুরস্কার পেয়েছিলেন পূজারাই। তাঁর গড় অস্ট্রেলিয়ায় ৪৭.২৮।