বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ইংল্যান্ড নিউজিল্যান্ড প্রথম টেস্ট। আর প্রথম টেস্টের প্রথম দিনেই কামব্যাক ম্যাচে নজর কেড়েছেন কেন উইলিয়ামসন। কেন তিনি আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হিসেবে গন্য হন, সেটাই তিনি ফিরে এসে প্রমাণ করেছেন ইংরেজদের ব♊িপক্ষে। হ্যাগলে ওভালে ৯৩ রানের ঝকঝকে ই꧙নিংস খেলেন উইলিয়ামসন।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনন্🉐দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরা♑ট
মাঠে ফিরেই ৯৩ উইলিয়ামসনের-
কেন উইলিয়ামসন সুস্থ হয়ে ফেরায় বসতে হয়েছিল উইল ইয়ংকে। যিনি আবার ভারতের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে বেশ ভালো ফর্মে ছিলেন । ফলে উইলিয়ামসনের লড়াই ছিল নিজের সঙ্গেই। কারণ একজন ইন ফর্ম ব্যাটারকে বসিয়ে তাঁকে খেলানো হয়েছিল। কিন্তু তিনি যে নিজের যোগ্যতাতেই দলে ঢুকেছেন সেটা তাঁর এদিনে ১০টি চারে সাজানো ৯৩ রানের ইনিংসই বুঝিয়ে দিল।♐
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘ♋োষণা হতে পারে ভেনু
ইংল্যান্ডের কামব্যাক থার্ড সেশনে-
৬০ ওভারের আগে পর্যন্ত যদি হয় নিউজিল্যান্ডের, তাহলে ৬০ ওভারের পরটা নিঃসন্দেহে ইংল্যান্ডের কামব্যাকের। কারণ থার্ড সেশনেই ইংল্যান্ড দল পরপর উইকেট তুলে নেয় কেন উইলিয়ামসন, টম ব্লান্ডেল, নাথান꧃ স্মিথ, ম্যাট হেনরিদের। আপাতত উইকেটে⛦ অপরাজিত রয়েছেন ৪১ রানে গ্লেন ফিলিপস এবং ১০ রানে টিম সাউদি।
Video- বিরাট কোহলির ছয়! সপাটেꦆ আঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে🔯 গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
পিচ ভালো, বলছেন উইলিয়ামসন-
প্রথম দিনের খেলার শেষে কেন উইলিয়ামসন বলেন, ‘এখানকার উইকেট খুব ভালো, শুরুটা একটু চ্যালেঞ্জিং ছিল। দুটো দলই পরিশ্রম করেছে। দুটো🐻 টিমই ভালো জায়গায় রয়েছে। আমরা পার্টনারশিপ তৈরি করার চেষ্টা করব, বল হাতে পেলে উইকেট থেকে সুবিধা তোলার চেষ্টা করব। আমি পিচ দেখে খুব খুশি। আশা করব ভালো ফল ’।
উইলিয়ামসন ভারতের বিপক্ষে হয়ে যাওয়া সিরিজ নিয়ে যোগ করেন, ‘ দলের সঙ্গে ফিরতে পেরে খুুব ভালো লাগছে। ভারতে দুর্দান্ত ক্রিকেট খেলেছে দল। অনেক সাহসী ক্রিকেট খেলেছে। এমন খেলাই🎐 আশা করা হয়। আমি খেলতে পারিনি সিরিজে,কিন্তু এমন পারফরমেন্স💞 দেখে আমি গর্বিত হয়েছি। কারণ ওখানকার পরিবেশ আমাদের পরিবেশ পরিস্থিতির থেকে অনেক আলাদা ’।