কার্যত 💜একার হাতে বিদর্ভকে বিজয় হাজারে ট্রফির ফাইনালে তোলেন করুণ নায়ার। যদিও ফাইনালে কর্ণাটকের কাছে হেরে খেতাব হাতছাড়া করে বির্দর্ভ। অবশ্য টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নেন করুণ। এবার দাপুটে ব্যাটিংয়ে বিদর্ভকে রঞ্জি ট্রফির সেমিফাইনালে তুললেন করুণ।
হায়দরাবাদের বিরুদ্ধে লিগে🌼র শেষ ম্যাচে লড়াকু শতরান করেন করুণ। এবার তামিলনাড়ুর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে দুরন্ত শতরান করে বিদর্ভকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন তিনি। অౠর্থাৎ রঞ্জির পরপর ২টি ম্যাচে শতরান করেন নায়ার। উল্লেখযোগ্য বিষয় হল, বিজয় হাজারে ও রঞ্জি ট্রফি মিলিয়ে শেষ ১২টি ম্যাচে এই নিয়ে মোট ৭টি সেঞ্চুরি করেন তিনি।
নাগপুরে রঞ্জি ট্রফির কো𓄧য়ার্টার ফাইনালে তামিলনাড়ুকে ১৯৮ রানের বড় ব্যবধানে পরাজিত করে বিদর্ভ। সেই সুবাদে তারা রঞ্জির শেষ চারꦑের টিকিট নিশ্চিত করে ফেলে।
বিদর্ভের প্রথম ইনিংস
টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে বিদর্ভ তাদের প্রথম ইন๊িংসে ৩৫৩ ✃রান তোলে। করুণ নায়ার ১৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৪৩ বলে ১২২ রান করে আউট হন। ৬৯ রান করেন হর্ষ দুবে। তামিলনাড়ুর সনু যাদব ও বিজয় শঙ্কর ৩টি করে উইকেট দখল করেন। ২টি উইকেট নেন এম মহম্মদ।
তামিলনাড়ুর প্রথম ইনিংস
পালটা ব্যাট করতে নেমে তামিলনাড়ু তাদের প্রথম ইনিংসে ২২৫ রান তোলে। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ১২৮ রানের লিড নিয়ে নেয় বিদর্ভ। আন্দ্রে সিদ্ধার্থ ৮৯ বলে ৬৫ রান করেন। তিনি ১০টি চার ও ২টি ছক্কা মারেন। প্রদোষ রঞ্জন পাল করেন ৪৮ রান। বিদ🔯র্ভের আদিত্য ঠাকারে ৫টি উইকেট দখল করেন। ২টি উইকেট নেন যশ ঠাকুর।
বিদর্ভের দ্বিতীয় ইনিংস
বিদর্ভ দ্বিতীয় ইনিংসে ২৭২ রানে অল-আউট হয়। ২১৩ বলে ১১২ রান করেন যশ রাঠোর। তিনি ১১টি চার মারেন। হর্ষ দুবে ৬৪ ও করুণ নায়ার ২৯ রানের কার্যꦅকরী যোগদান রাখেন। তামিলনাড়ুর সাই কিশোর দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট দখল করেন।꧑ ২টি উইকেট নেন অজিত রাম।
তামিলনাড়ুর দ্বিতীয় ইনিংস
প্রথম ইনিংসের খামতি মিলিয়ে জয়ের জন্য তামিলনাড়ুর সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪০১ রানের। তবে শেষ ইনিংসে তারা অল-আউট হয় ২০২ রানে। ৮৪ বলে ৫৭ রান করেন সনু যাদব। তি🦩নি ৬টি চার ও ২টি ছক্কা মারেন। ৫৩ রান করেন প্রদোষ রঞ্জন পাল। শেষ ইনিংসে বিদর্ভের হয়ে ৩টি করে উইকেট নেন নচিক🅷েত ও হর্ষ দুবে। ম্যাচের সেরা হন করুণ নায়ার।