গত বছর ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ‘প🍎ারিয়া’। পথকুকুরদের নিয়ে তৈরি হওয়া এই গল্পটি পরিচালনা করেছিলেন তথাগত মুখোপাধ্যায়। ছোট থেকে বড়, সমস্ত ধরনের দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়ে𒁏ছিল এই সিনেমাটি। কিন্তু কবে আসবে সিনেমার দ্বিতীয় পর্ব?
‘পারিয়া’ সিনেমার মুক্তির এক বছর অতিক্রান্ত হয়ে গেছে। দর্শকদের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কবে আসবে দ্বিতীয় পর্ব? ভক্তদের এই উত্তেজনা🌼র অন্যতম কারণ হল পরিচালক তথাগত আগেই জানিয়েছিলেন, ‘পারিয꧃়া’ হতে চলেছে একটি ট্রিলজি, অর্থাৎ তিনটি পর্বে আসতে চলেছে এই সিনেমাটি।
আরও পড়ুন: ‘মু🌌খ🐟 কালো করে শহরে ঘোরান…’, রণবীরের কথায় ক্ষুব্ধ শক্তিমান, কী বললেন মুকেশ খান্না?
আরও পড়ুন: ১৭-এ পা ৩ সন্তানের, আদুরে বার্তায় ফারাহ♐ লিখলেন, 'ﷺতোমাদের বাবা আর আমার তৈরি করা সেরা জিনিস তোমরা'
বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত পারিয়ার সিক্যুয়েল নিয়ে প্রওশ্ন করলে তথাগত বলেন, পারিয়ার বৈগ্রহিক মুꦏখোশটি এখনও বাড়িতে সযত্নে তোলা রয়েছে। মানুষের চাহিদা যত বেড়েছে ততই আমার দায়িত্ব বেড়েছে। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই আমি আপাতত তাড়াহুড়ো করতে চাই না। গল্পটা লিখতেও বেশ খানিকটা সময় নিলাম।
বর্তমানে ‘রাস’ সিনেমার শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত তথাগত। এই সিনেমাটির কাজ শেষ হলেই কী আসবে পারিয়া ২? জিজ্ঞা🍬সা করায় পরিচালক বলেন, পারিয়ার পরবর্তী পর্ব নিয়ে আমাকে প্রশ্ন করেননি এমন কেউ নেই। ক্যাব চালক 𒊎থেকে সিনেমা হলের বিক্রেতা, সবার মুখেই একই কথা, কবে আসবে ‘পারিয়া ২’। পরিচালক হিসাবে এটাই আমার কাছে পরম প্রাপ্তি।
আরও পড়ুন: একা রণবীর আল্লাহবাড়িয়া নন, Sex বিতর্কেꦏ FIR দায়ের হয়েছে ‘ঝগড়ুটে মেয়ে’ অপূর্বার নামেও, কে ইনি?
আরও পড়ুন: ‘যাকে আমি পছন্দ করি তার সঙ্গেই..’, সলমনকে নিয়ে কী বললেন সুরজ বরজাতিয়🌄া?
প্রসঙ্গত, আপাতꦯত ‘পারিয়া ২’ সিনেমার গল্প লেখার কাজ শেষ। তবে চিত্রনাট্য লেখা শুরু হবে ‘রাস’ সিনেমার শ্যুটিং শে🍎ষ হওয়ার পর। এই বছরের জুলাই মাস নাগাদ ‘রাস’ মুক্তি পাওয়ার কথা, তারপরেই শুরু হয়ে যাবে চিত্রনাট্য লেখার কাজ। সবকিছু ঠিক থাকলে পুজোর পর থেকেই হয়তো শুরু হয়ে যাবে পারিয়া ২ শ্যুটিং, এমনটাই জানালেন তথাগত।