চলতি মহারাজা টি-২০ ট্রফিতে থামানো যাচ্ছে না করুণ নায়ারকে। জাতীয় দলে ব্রাত্য এই তারকা একের পর এক ম্যাচে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মহী🌠শূর ওয়ারিয়র্সকে। টুর্নামেন্টের নয় নম্বর ম্যাচে মাঠে নেমে ইতিমধ্যেই ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন নায়ার। সেই সঙ্গে একটি ম্যাচে নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া হয় করুণের।
মঙ্গলবার চিন্নাস্বামীতে মহারাজা টি-২০ ট্রফির ২৬তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে করুণ নায়ারের মহীশূর ওয়ারিয়র্স ও 🀅মণীশ পান্ডের নেতৃত্বাধীন হুবলি টাইগার্স। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ওয়ারিয়র্স। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। সৌজন্যে ক্যাপ্টেন নায়ারের মারকাটারি হাফ-সেঞ্চুরি।
তিন নম্বরে ব্যাট করতে নেমে করুণ নায়ার ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ ক🔯রেন। তিনি শেষ পর্যন্ত ৪৮ বলে ৮০ রানের অধিনাওয়কোচিত ইনিংস খেলে অপরাজিত থাকেন। নায়ার ৬টি চার ও ৫টি ছক্কা মারেন।
এছাড়া এসইউ কার্তিক ১৯ বলে ২৯ রান করেন। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। ২১ বলে ৩০ রান করেন অজিত ক𝔉ার্তিক। তিনি ৪টি চার ১টি ছক্কা মারেন। ১টি ছক্ক🌃ার সাহায্যে ১০ বলে ১৫ রান করেন হর্ষিল ধমার্নি। ৯ বলে ২০ রান করেন জগদীশা সূচিত। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। হুবলির হয়ে ২টি করে উইকেট নেন এলআর কুমার ও মাধব বাজাজ। ১টি করে উইকেট নেন কেসি কারিয়াপ্পা ও ঋষি বোপান্না।
পালটা ব্যাট করতে নেমে হুবলি টাইগার্স ১৮.৪ ওভারে মাত্র ১১৭ রানে অল-আউট হয়ে যায়। ৭৪ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে মহীশূর ওয়ারিয়র্স। ২০ বলে ৩৩ রান করেন মহম্মদ তাহা। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। ক্যাপ🔯্টেন মণীশ পান্ডে করেন ১৫ বলে ১৪ রান। তিনি ১টি ছক্কা মারেন।
ওয়ারিয়র্সের হয়ে ২টি করে উইকেট নেন এস শ্রীবাস্তব, জগদীশা সূচিত, ধনুষ গৌড়া ও মনোজ ভান্দাগে। ১টি করে উইকেট নেন কৃষ্ণাপ্পা গৌতম ও দীপক। সঙ্গত কারণেই ম্য🌠াচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন করুণ নায়ার।