আইপিএলে আগ্রাসী মেজাজে বোলিং করতে দেখা গেল খলিল আহমেদকে। তিনি শ্রেয়স আইয়ারকে আউট করে বেশ উত্তেজনাকর সেলিব্রেশন করলেন। বোঝাই যাচ্ছিল বাউন্ডারি খাওয়ার পর তাঁর বুকের ভিতরটা জ্বলছিল। সেটাই 🐟শ্রেয়সকে আউট করে তিনি যেন কিছুটা ঠান্ডা করে নিলেন। যদিও পঞ্জাব ভালোই ব্যাটিং করল।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রিয়াংশ আর্যুর♋ দুর্ধর্ষ শতরানের পর নির্ধারিত ২০ ওভারে ২১৯ রান তুলল পঞ্জাব কিংস দল। শ্রেয়স আইয়ার থেকে নেহাল ওয়াধܫিরা, মার্কারস স্টইনিস। তিন ব্যাটারই সাতটি করে বল খেলে আউট হলেন, কিন্তু শেষদিকে শশাঙ্ক সিংয়ের অর্ধশতরান আর মার্কো জানসেনের ৩৪ রানের ইনিংসটাই পঞ্জাবকে খেলায় রাখল।
CSK-র হয়🉐ে🐼 বোলিং করছেন নীরজ চোপড়া? ভাইরাল ছবি নিয়ে তুুমুল হাসাহাসি নেটপাড়ার
এদিন শুরু থেকেই একদিকে প্রিয়াংশ আর্য চেন্নাই সুপার কিংসের 🐻বোলারদের শাসন করে গেলেন। তেমনই আরেক দিক থেকে পরপর উইকেট পড়তেই থাকল। পাওয়ারপ্লের মধ্যেই ৩ উইকেট 🦋পড়ে যায় পঞ্জাবের। একটা সময় মনে হচ্ছিল হয়ত প্রীতি জিন্টার দল পুরো ২০ ওভারও খেলতে পারবে না, যদিও ৬৫ রানের পার্টনারশিপটা পঞ্জাবকে অক্সিজেন দিয়ে দিল।
এই ম্যাচেই শ্রেয়স আইয়ার পরপর একটি ছয় মেরেছিলেন খলিল আহমেদকে। লং অনের ওপর থেকে তাঁকে ছয় মারার কয়েক বলই পরই শ্রেয়সকে বোল্ড আউট করেন খলিল আহমেদ। এরপর অরেঞ্জ ক্য়াপের দৌড়ে থাকা বোলারটি নিজের আবেগের প্রকাশ ঘটান ম্যাচে। আগ্রাসী ঢংয়েই শ্রেয়সের উইকেটটি সেলিব্রেট করতে দেখা যꦦায় তাঁকে।
তাঁকে আউটের পর চোখে চোখ রেখেই সেলিব্রেট করতে দেখা যায় খলিলকে। এই নিয়ে আইপিএলে শ্রেয়সকে ২৪ বলে তিনবার আউট করলেন খলিল সাত ইনিংসে। তাঁর মধ্যে ৩৩ রান শ্রেয়সও করেছেন। অর্থাৎ তাঁদের মধ্যে লড়াই বেশ আক্রমণাত্মকই হয়, তা বলাই বাহুল্য। এরপর মার্কাস স্টইনিংসের উইকেটটিও নেন খলিল। যদিও ৪ ওভারে তাঁর পরিসংখ্যান তেমন ভালো নয়, কারণ তিনি দিয়ে ফেলেছ🌳েন ৪৫ রান।