২০২৪ আইপিএল জয়ের পর কলকাতা নাইট রাইডার্স দলের তরফে 💯তেমন কোনও অনুষ্ঠানই করা হয়নি কলকাতায়। অন্যান্যবারের মতো ইডেনেও তেমন বড় কোনো সংবর্ধনা অনুষ্ঠান হয়নি, কারণ আইপিএলের পরেই ছিল টি২০ বিশ্বকাপ। তবে এবার সমর্থকদের মনোরঞ্জনের জন্য কেকেআর করল তাঁদের দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান। আইপিএল শুরুর তিন দিন আগে কলকাতার বিশ্ব বাংলা প্রাঙ্গনে হয়ে গেল নাইট রাইডার্সের অনুষ্ঠান। সেখানে নাইট রাইডার্সের সমস্ত ক্রিকেটাররা যেমন উপস্থিত ছিলেন, তেমনই কেকেআরের মেন্টর ডোয়েন ব্র্যাভো গাইলেন চ্যাম্পিয়ন গান।
নাইটদের ইভেন্টে ব্র্যাভোর গান
এদিন নাইট রাইডার্সের এই ইভেন্টে উপস্থিত হয়েছিল সমর্থকরাও। তাঁরাও বেশ উপভোগ করলেন এই অনুষ্ঠান। ছিল সংগীতানুষ্ঠানের পাশাপাশি লেজার শো। একই সঙ্গে আইপিএল ২০২৫র মার্চেন্ডাইজিংও শুরু করে দিল তাঁরা। এছাড়াও ক্রিকেটারদের সঙ্গে ফ্যানদের পরিচয়পর্বও সেড়ে ফেলে হয়। এছাড়াও সেখানে কোচ, মেন্টর, অধিনাꩲয়করা নিজেরা নিজেদের বক্তব✃্য রাখলেন, যা শুনলেন নাইট সমর্থকরাও।
এবারও আইপিএল জিততে চান বেঙ্কি
স🐓েই অনুষ্ঠানে কলকাতা নাইট রাইডার্সের এবারের সব থেকে দামি ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ার জানিয়ে দেন, এবছরও তিনি আইপিএল চ্যাম্পিয়ন করতে চান দলকে। নাইট রাইডার্সের অধিনায়ক আজিঙ্কা রাহানে বলেন, ‘আমাদের প্রস্তুতি বেশ ভালো হচ্ছে। এই মরশুমটা আমাদের ভালো যাবে বলেই আশা করছি, সব𒀰াই আসুন এবং কেকেআরকে সমর্থন করুন ’।
দলকে চ্যাম্পিয়ন করাই লক্ষ্য
নাইট রাইডার্সের মেন্টর ডোඣয়েন ব্র্যাভো জানান, ‘আমি নিজে চ্যাম্পিয়ন। তাই ক্রিকেটারদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা এনে দেওয়াই আমার প্রধান টার্গেট থাকবে। তাই ওদের চ্যাম্পিয়ন করতে আমি সাহায্য করব ’। আগেই তিনি জানিয়েছিলেন, গৌতম গম্ভীরের বানিয়ে যাওয়া ফর্মুলাই তিনি মেনে চলবেন আইপিএলে সাফল্য পেতে। কেকেআরের মেন্টর, অধিনায়কদের কথা শুনে সিইও বেঙ্কি মাইসোরও বলে দিলেন, তাঁর আর চিন্তা করার কোনও কারণ নেই এত ভালো দল পেয়ে। তাই এবার শুধুই তিনি দলকে চিয়ারআপ করবে।
ফুরফুরে মেজাজের ড্রেসিংরুমে
কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, ‘যাত্রাটা আমাদের খুব ভালোই গেছে। ট্রফি জেতা সব সময়ই আনন্দের। ম্যানেজমেন্টও আমাদের খুবই সমর্থন করেছে। আমরা সব সময়ই আমাদের সমর্থকদের জন্য ম্যাচ জেতার চেষ্টা করে থাকি। রাসেল-নারিনরা যেভাবে দলের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে রয়েছে, ওরাও দলের স্তম্ভ ’। ��তিনি জানান, তিনি সবসময় একটা ফুরফুরে ড্রেসিংরুম দেখ𒐪তে চান। যেখানে সকলে হাসিখুশি থাকবে।
India vs Maldives FIFA Frie𒐪ndly Live- প্রথমার্ধ শেষ༺! ভেকের গোলে ১-০ এগিয়ে ভারত
কোচকেও নাচ শেখাতে চান ব্র্যাভো
কেকেআর মেন্ট নিজের গলায় চ্যাম্পিয়ন গান ধরার আগে বলে যান, ‘আমি কোচকেও নাচতে শেখাবো। আমার মনে হয় চন্দ্রকান্ত পণ্ডিত একজন ভালো ডান্সার হতে পার🌜ে। আশা করব এবারে আমরা ট্রফি ডিফেন্ড করতে পারব। নাইট রাইডার্স দলকে এই জন্যই সবাই সম্মান করে। অন্যান্যবার রাসেল, নারিন আমার বিরুদ্ধে দলে থাকলে রাতে চিন্তা করতে হত। এবাꦓর ওরা আমার দলে, তাই আমায় ঘুমোতে যাওয়ার আগে কোনও চিন্তাই করতে হবে না ’।