আইপিএল ২০২৪-এর আগে এখনও কলকাতার বেস ক্যাম্পে এসে পৌঁছয়নি নাইট রাইডার্স তারকারা। তবে কেকেআর ইতিমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়র ল𓄧িগের প্রস্তুতি শুরু করে দিয়েছে। মুম্বইয়ে সহকারী কোচ অভিষেক নয়ারের তত্ত্বাবধানে অনুশীলন চালাচ্ছেন রিঙ্কু সিংরা। ডিওয়াই পাতিল টি-২০ কাপের শেষে নাইটদের প্রাথমিক প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন নীতীশ রানা, বেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তীরা।
মুম্বইয়ে কেকেআরের প্রস্তুতি শিবির মাতিয়ে রেখেছেন রিঙ্কু।📖 যাবতীয় আগ্রহের কেন্দ্রে এখন তিনিই। ক'দিন আগেই সোশ্যাল মিডিয়ায় কেকেআরের পোস্ট করা ভিডিয়োয় দেখা যায় যে, কচি-কাঁচা অনুরাগীরা রিঙ্কু সিংকে ঘিরে ধরেছেন। রিঙ্কুকে কারও ডায়েরিতে অটোগ্রাফ দিতে দেখা যায় তো আবার কারও গলায়-কপালে সই করতে হয় টিম ইন্ডিয়ার নতুন সুপারস্ღটারকে।
এবার সেই সোশ্যাল মিডিয়াতেই কেকেআরের পোস্ট করা আরও একটি ভিডিয়ো মন 🐽ছুঁয়ে যায় ক্রিকেটপ্রেমীদের। আসলে অনুশীলনের সময়ে রিঙ্কু শটে কপালে হালকা চোট পান এক খুদে। রিঙ্কু নিজে যাঁ♑র চোট পরীক্ষা করে দেখেন তাঁকে ডেকে নিয়ে। নাইট রাইডার্সের সহকারী কোচ নিজের টুপি পরিয়ে দেন সেই খুদে অনুরাগীকে, যাতে সই করে দেন রিঙ্কু এবং ক্ষমাও চেয়ে নেন অজান্তেই আঘাত করে বসার জন্য।
ভিডিয়োয় দেখা যায় যে, রিঙ্কু চোট পাওয়া সেই ক্ষুদে অনুরাগীকে জিজ্ঞাসা করেন কোথায় লেগেছে এবং খুব জোরে আঘাত লেগেছে কিনা। তার পরেই নাইটদের সাহক🅰ারী কোচ নিজের টুপটি পরিয়ে দেন সেই অনুরাগীকে এবং রিঙ্কু জিজ্ঞাসা করেন আরও কিছু চাই কিনা। জবাবে সেই ক্ষুদে অনꦍুরাগী সই করে দিতে বলেন উপহার পাওয়া টুপিটিতে। আবদার রেখে রিঙ্কু ও নায়ার অটোগ্রাফ দেন টুপিতে।
আইপিএল ২০২৪-এর আগে কলকাতা নাইট রাইডার্সের চূড়ান্ত প্রস্তুতি শিবির বসবে ইডেন গার্ডেন্সে। ১৫ মার্চ থেকে ঘরের মাঠে পুরোদস্তুর অনুশীলন শুরু করে দেবে কেকেআর। এক সপ্তাহের সেই অন🐻ুশীলন শিবিরের পরেই আইপিএলের আঙিনায় ঢুকে পড়বে নাইট রা💖ইডার্স।