রামনবমীর দিনে ইডেনে হচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ম্যাচ। সেদিন যে ম্যাচ ছিল, সেটা দু'দিন পিছিয়ে গেল। শুক্রবার💫 ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে জানানো হয়েছে, আগামী ৬ এপ্রিল ইডেনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ ছিল। তবে নিরাপত্তাজনিত কারণে সেই ম্যাচটা পিছিয়ে দেওয়া হচ্ছে। আগামী ৮ এপ্রিল (মঙ্গলবার) সেই ম্যাচ হবে। দুꦫপুর ৩ টে ৩০ মিনিট থেকে ইডেনে ম্যাচটা শুরু হবে বলে ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে। যদিও টুর্নামেন্টের বাকি সূচিতে কোনও হেরফের করা হয়নি। প্রাথমিকভাবে যে সূচি প্রকাশ করা হয়েছিল, সেটা ধরেই বাকি সব ম্যাচ হবে।
লখনউয়ের ম্যাচের ৩ দিন পরেই KKR-র সামনে চেন্নাই
কিন্তু কেকেআরের ম্যাচটা পিছিয়ে যাওয়ায় ৮ এপ্রিল কলকাতায় আগামী ১১ এপ্রিল চেন্নাইয়ে মহেন্দ্র সিং ধোনিদের বিরুদ্ধে নামতে হবে নাইট ব্রিগেডকে। ৩ এপ্রিল ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ আছ𒈔ে। নয়া সূচি অনুযায়ী, ৮ এপ্রিল লখনউয়ের বিরুদ্ধে নামবে কেকেআর। আর ১১ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মহারণ আছে।
আরও পড়ুন: IPL 2025: দ🍌র্শকসংখ্যায় ৩৯% বৃꦅদ্ধি, প্রথম সপ্তাহেই সুপারহিট! গড়ল নতুন ইতিহাস, ভাঙল একাধিক রেকর্ড
KKR ও LSG দু'দলই খুশি হবে
তবে সবকিছুর শেষে কেকেআর ফ্যানরা স্বস্তি পেয়েছেন যে ম্যাচটা কলকাতা থেকে স▨রে যায়নি। একটা সময় জল্পনা ছড়িয়েছিল যে কলকাতা থেকে ম্যাচটা গুয়াহাটিতে চলে যাবে। যা কেকেআর ফ্যানদের জন্য বড় ধাক্কা ছিল। বড় ধাক্কা ছিল লখনউয়ের জন্যও। কারণ লখনউ যখন কেকেআরের বিরুদ্ধে ইডেনে খেলতে নামে, তখন সাধারণত সবুজ-মেরুন জার্সি পরে নামে। মোহনবাগানের ভাবাবেগকে হাতিয়ার করে ইডেনে সমর্থন আদায়ের চেষ্টা করে লখনউ।
আপাতত KKR-র ফোকাস MI-র দিকে
সেই পরিস্থিতিতে বিসিসিআইয়ের সিদ্ধান্তে যেমন কেকেআর খুশি হয়েছে, তেমনই স্বস্তি পাবে সঞ্জীব গোয়েঙ্কার দলও। যদিও আপাতত সেইসব বিষয় ꦗনিয়ে মাথা ঘামাচ্ছে না কেকেআর এবং লখনউ। ৩১ মার্চ মুম্বই ইন্ꦿডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ আছে। অন্যদিকে ১ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে লখনউ। ৪ এপ্রিল মুম্বইয়ের বিরুদ্ধে নামবে।
আরও পড়ুন: ভিডিয়ো: সিংহ বুড়ো হলেও শিকার করতে 🌺ভোলে না… ৪৩ বছরের ধোনির স্টাম্পিং দেখে অবাক ক্রিকেট বিশ্ব
এখন পয়েন্ট তালিকায় ৭ নম্বরে আছে KKR
আপাতত আইপিএলের পয়েন্ট তালিকায় সাত নম্বরে আছে কেকেআর। দুটি ম্যাচে খেলেছে। একটি ম্যাচে জিཧতেছে। একটি ম্য়াচে হেরে গিয়েছে। ঝুলিতে আছে দু'পয়েন্ট। নেট রানরেট হল -০.৩০৮। আর লখনউ আছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। কেকেআরের মতোই দুটি ম্যাচ খেলে একটি ম্যাচে জিতেছে। ঝুলিতে আছে দু'পয়েন্ট। কিন্তু নেট রানরেটই যাবতীয় ফারাক গড়ে💜 দিয়েছে। লখনউয়ের রানরেট হল +০.৯৬৩।