IPL 2025-র রয়্যাল চ্যালেঞ্জার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের আগেই বিতর্কে জড়িয়েছেন ব্যাটার জিতেশ শর্মা। সেই বিতর্কের আঁচ গিয়ে পড়ল শুক্রবারের আরসিবি ব🀅নাম সিএসকের ম্যাচের সময়ও। জিতেশ শর্মা আউটও হয়ে সাজঘরে ফেরার সময় পাল্টা সিএসকের সমর্থক এমনকি মাঠে উপস্থিত ডিজে-রাও তাঁকে খোঁচা দিতে ছাড়লেন না।
প্রসঙ্গত চেন্নাই এবং বেঙ্গালুরু, দুটিই দঃ ভারতীয় ফ্র্যাঞ্চাইজি। একটি দলের হয়ে খেলেন বিরাট কোহলি, অপর দলে খেলেন মহেন্দ্র সিং ধোনি। তাই তাঁদের ফ্যান বেসও প্রচুর। আর ফুটবলের মোহনবাগান ইস্টবেঙ্গলের মতোই আইপিএল আসলেই দঃ ভারতের ক্রিকেট ফ্যানরাও বিভক্ত হয়ে যান বেঙ্গালুরু আর চেন্নাই সুপ🐻ার কিংসের সমর্থক হিসেবে।
অদ্ভূত সব দাবি করেন জিতেশ
এবারের আইপিএলের নিলামে গতবার পঞ্জাবে খেলা ক্রিকেটার জিতেশ শর্মাকে দলে𒐪 নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপর থেকেই তিনি আরসিবির হয়ে এমন এমন সাক্ষাৎকার দিয়েছিলেন, যা অনেকেই শুনে অবাক হয়ে গেছিল। যেমন তিনি দলকে আইপিএল জেতানোর প্রতিজ্ঞা নেওয়ার পাশাপাশি বলেছিলেন এমনও হতে পারে যে আরসিবি টানা পাঁচবার আইপিএল জিতবে।
অপমান করার অভিযোগ ওঠে জিতেশের বিরুদ্ধে
এরকম অদ্ভূত সব কথার পরই সম্প্রতি চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হওয়ার আগে আরসিবির তরফে এক ভিডিয়োতে দলের ক্রিকেটারদের চেন্নাই শহর এবং সেখানকার মানুষদের সম্পর্কে প্রশ্ন করা হয়। যার উত্তরেꦬ সবাই সাধারণভাবে উত্তর দিলেও, জিতেশ শর্মা চেন্নাইয়ের বাসিন্দাদের কথার আদলে বলে বসেন, ‘ধোসা, ইডলি, সম্বর, চাটনি চাটনি ’। আসলে যে কথাটি জিতেশ বলেছেন, সেটির নামে একটি গানও হয়েছিল ২০২২ সালে। জিতে🐼শের এই কথার পরই তাঁর সমালোচনা করে চেন্নাইয়ের মানুষ। কারণ তাঁদের কথা বলার স্টাইল নকল করতে গিয়ে তাঁদের অপমান করেছেন জিতেশ,এমন অভিযোগ করা হয়।
জিতেশকে পাল্টা খোঁচা ডিজের
এবার চেন্নাইয়ের মাঠে জিতেশ শর্মা ৬ বলে ১২ রান করে এদিন আউট হন খলিল আহমেদের বোলিংয়ে। তিনি সাজঘরে ফেরার সময়ই মাঠে উপস্থিত সিএসকের সমর্থকরা তাঁকে কটুক্তি করছিলেন। এরই মধ্যে মাঠে উপস্থিত ডিজে চালিয়ে দেন ২০২২ সালের সেই, ‘ধোসা, ইডলি, সম্বর, চাটনি চাটনি গানটি ’। এভাবেই তাঁকে আউট হওয়ার পর পাল্টা খোঁচা দিল চেন্নাইয়✨ের ডিজেসহ বাকিরা।