রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হেরেই চলেছে। রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে ❀হাই-স্কোরিং ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, শেষ পর্যন্ত ১ রানে ম্যাচ হেরে যায় আরসিবি। এটি তাদের টানা ষষ্ঠ পরাজয়। এখন যা পরিস্থিতি, তাতে প্লে-অফের আশা কার্যত তলানিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।
এদিন কলকাতা নাইট রাইডার্সের দেওয়া ২২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া কর🍬তে নেমে, মাঠ কামড়ে লড়াই করেছিল আরসিবি। কিন্তু ২০ ওভারে ২২১ রানে অলআউট হয়ে যায় তাকা। ১ রানে হারের যন্ত্রণা নিয়ে তাদের মাঠ ছাড়তে হয়।ꦏ তবে এই ম্যাচকে ঘিরে আগাগোড়া ছিল টানটান উত্তেজনা, রোমাঞ্চকর মুহূর্ত। তবে এই ম্যাচে বিরাট কোহলির আউট নিয়ে যেমন বিতর্ক তৈরি হয়েছে, তেমনই দীনেশ কার্তিকের সিদ্ধান্ত ঘিরেও চলছে তুমুল বিতর্ক।
আরও পড়ুন: বেগুনি টুপির লড়াইয়ে যুজিকে টপকে বড় লাফ꧟ হর্ষালের, কমলা ক্যাপের তালিকায় শুভমন উঠে এলেন চারে
আরসিবি-র তারকা ফিনিশার দীনেশ কার্෴তিক গুরুত্বপূর্ণ ওভারে সিঙ্গল নিতে অস্বীকার করেন। তখন উল্টোদিকে স্ট্রাইকে ছিলেন করণ শর্মা। করণকে কিছুটা তাচ্ছিল্য করেই সম্ভবত রান নিতে রাজি হননি কার্তিক। স্বাভাবিক ভাবেই ১ রানে আরসিবি ম্যাচ হারার পর এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে শেষ ওভারে করণ শর্মা যে ভাবে মিচেল স্টার্ককে তিনটি ছক্কা হাঁকান, সেটা দেখার পর এই বিতর্কের আগুনে নিঃসন্দেহে ঘ♈ি পড়েছে।
ঘটনাটি ঠিক কী ঘটেছে?
জিততে হলে শেষ দুই ওভারে আরসিবি-র 🅰৩১ রান প্রয়োজন ছিল এবং ক্রিজে ছিলেন ফর্মে থাকা কার্তিক এবং করণ শর্মা। ম্যাচটি তখনও ফিফটি-ফিফটি ছিল। ১৯তম ওভারে স্ট্রাইকে ছিলেন কার্তিক। তিনি এই ওভারে আন্দ্রে রাসেলকে একটি ছক্কা এবং একটি চার মারেন। ওভারের শেষ বলে তিনি আউটও হয়ে যান। কিন্তু বাকিཧ তিন বলে সুযোগ থাকলেও, কার্তিক সিঙ্গল নেননি। এতে সকলেই খুব অবাক হয়েছেন। আর এটি ঘটিয়ে আরসিবি-র জন্য সমীকরণটিকে কার্তিক আরও চ্যালেঞ্জিং করে তুলেছিলেন।