অ্যাডিলেডে শুক্রবার থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচ। এবারে লাল বলে নয়, খেলা হবে গোলাপি বলে। তার জন্য বিশেষ অনুশীলনে ব্যস্ত ভারতীয় শিবির। পার্থে ২৯৫ রানে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্ট জিততেও মরিয়া টিম ইন্ডিয়া। তবে প্রশ্ন একটা জায়গায়, অ্যাডিলেডে ওপেনার জুটি কি এক থাকবে? সেই বিষয়ে যদিও এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। তার উপর আরও ধোঁয়াশা বাড়ালেন কেএল রাহুল। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছিলেন। প্রথম উইকেটে ২০১ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিল কেএল রাহুল এবং যশস্বী জসওয়াল জুটি। ব্যক্তিগত ৭৭ রান করেছিলেন রাহুল এবং ১৬১ রান করেছিলেন ღযশস্বী। ব্যাট হাতে শতরান হাঁকিয়েছিলেন বিরাট কোহলিও।
পার্থ টেস্ট খেলেননি রোহিত শর্মা। সেই সময় সদ্য পুত্রসন্তানের বাবা হওয়ার জন্য দেশে ছিলেন তিনি। তবে টেস্ট শেষ হওয়ার আগে♐ই দলের সঙ্গে যোগ দিয়েছিলেন রোহিত। অ্যাডিলেড টেস্ট খেলতে দেখা যাবে তাঁকে। তার আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের 🀅বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচও খেলেছেন তিনি। তবে কত নম্বরে ব্যাট করবেন রোহিত, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। টিম ম্যানেজমেন্ট কি সফল ওপেনার জুটিকে ভাঙতে চাইবেন? মনে করা হচ্ছে ইতিমধ্যেই প্রথম একাদশ বাছাই করা হয়ে গিয়েছে ভারতের। তার সঙ্গে কে কত নম্বরে ব্যাট করবে সেটাও একপ্রকার চূড়ান্ত। অন্তত কেএল রাহুলের বক্তব্য শুনে তেমনটাই মনে হচ্ছে। তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘আমায় জানিয়ে দেওয়া হয়েছে আমি কত নম্বরে ব্যাট করব, কিন্তু সেটা এখনই কাউকে বলতে না করা হয়েছে।’
ভারতের অনুশীলন দেখে যা মনে হচ্ছে, তাতে ওপেনার জুটি পরিবর্তন করা হবে না। অন্তত তেমনই মনে করছেন বলে জানিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তিনি দাবি করেছিলেন, ভারত ওপেনার জুটি পরিবর্তন করবে না। তার জায়গায় রোহিতকে কিছুটা নিচের দিকে নামানো হতে পারে। স্থান পরিবর্তন হতে পারে শুভমন গিলেরও। মঞ্জরেকরের মতে, ৩ নম্বরে ব্যাট করতে পারেন রোহি🍷ত শর্মা, ৫ নম্বরে আসবেন না তিনি। সেক্ষেত্রে ৩ নম্বর স্থান হারাতে হতে পারে শুভমনকে। তিনি হয়তো ৫ নম্বরে ব্যাট করতে আসবেন অ্যাডিলেডে। মঞ🍃্জরেকর মনে করেন ৫ নম্বরেও ব্যাট হাতে সফল হবেন গিল।