Bhuvneshwar Kumar on Virat Kohli: ভারতীয় ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) পেসার ভুবনেশ্বর কুমার বুধবার জানিয়েছেন, বিরাট কোহলির টেস্ট অধিনায়কত্বে খেলার অভিজ্ঞতা কতটা অনুপ্রেরণামূলক ছিল। ভুবির কথায়, ‘বিরাটের খিদে আমাদের সকলকে ছুঁয়ে গিয়েছিল’ এবং ‘ফিল্ডে শুধুই নিয়ম মেনে খেলা নয়, কিছু করে দেখানো’ ছিল দলের মূল বার্তা। RCB-র অফিসিয়াল এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক ভিডিয়োতে ভুবনেশ্বর এই মন্তব্য করেন।
২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি টেস্ট খেলে ৬৩টি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার, গড় ছিল ২৬.০৯। বিরাটের অধিনায়কত্বে ৯টি টেস্টে খেলেন ভুবি, যেখানে তাঁর ঝুলিতে আসে ৩৩টি উইকেট, গড় ২২.০৯ ও ইকোনমি ২.৭৮। বিরাটের অধিনায়কত্ব শুরু হয় ২০১৪-১৫ অস্ট্রেলিয়া সফর থেকে। সেই সময়েই টেস্টে দলের মধ্যে নতুন রূপান্তর শুরু হয় বলে মনে করেন ভুবনেশ্বর।
বিরাট কোহলিকে নিয়ে কথা বলতে গিয়ে ভরতীয় পেসার বলেন, ‘বিরাট যেভাবে টেস্টে অধিনায়কত্ব করেছে, আমি ওকে তার পুরো কৃতিত্ব দেব। মাঠে ওর আগ্রাসন টেস্ট ক্রিকেটে খুব দরকার ছিল। এটা সকলেই জানে ও কতটা আক্রমণাত্মক। আর টেস্টে এমন মানসিকতা জরুরি।’
ভুবনেশ্বর কুমার আরও বলেন, ‘অনেক সময় টেস্ট ম্যাচে উইকেট ফ্ল্যাট থাকে, তখন বোলারদের মনে হয়, কেবল প্রথামাফিক বল করে যাওয়া ছাড়া আর কিছু করার নেই। কিন্তু বিরাটের মধ্যে সেই খিদে ছিল — যে কিছু একটা করতেই হবে। শুধুই মেকি চেষ্টা নয়, মাঠে গিয়ে পরিস্থিতি তৈরি করতে হবে, সুযোগ তৈরি করতে হবে। সেই আগ্রাসন আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়েছিল।’
আরও পড়ুন … বাঁ-হাতি পেসারের জালে ফাঁসলেন রোহিত শর্মা! ফের ব্যর্থ, হিটম্যানকে নিয়ে উঠছে প্রশ্ন
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফর, যা ছিল ভুবনেশ্বরের শেষ টেস্ট সিরিজ, সেই সফরেই অভিষেক ঘটে জসপ্রীত বুমরাহর। ভুবনেশ্বর বলেন, ‘বুমরাহের আগমনে আমাদের বোলিং ইউনিট আরও ইউনিক হয়ে যায়। ইশান্তের উচ্চতা, উমেশের গতি, শামির সিম পজিশন — সব মিলিয়ে টিম গেম হিসেবে একসাথে খুব শক্তিশালী হয়ে উঠি আমরা।’
বিরাটের অধিনায়কত্বে ভারত জেতে ৬৮টি টেস্টের মধ্যে ৪০টি, হারে ১৭টিতে এবং ১১টি ম্যাচ ড্র হয়। তার জয় শতাংশ ৫৮.৮২ — যা তাকে ভারতের সর্বকালের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক করে তুলেছে। বিশ্ব টেস্ট ইতিহাসে তিনি চতুর্থ সফলতম অধিনায়ক। তার চেয়ে উপরে আছেন গ্রায়েম স্মিথ (৫৩ জয়), রিকি পন্টিং (৪৮) এবং স্টিভ ও (৪১)।
আরও পড়ুন … শ্রীলঙ্কা ক্রিকেটের ফিল্ডিং উন্নয়নে বড় পদক্ষেপ! ভারতের প্রাক্তন কোচকে আমন্ত্রণ
বিরাটের অধীনে ভারত বিদেশের মাটিতে ৩৬ টেস্টের মধ্যে ১৬টিতে জিতেছে, যা আগের রেকর্ডধারী সৌরভ গঙ্গোপাধ্যায়ের (১১) থেকে পাঁচটি বেশি। SENA (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশগুলোতে তিনি ২৩ টেস্টে ৭টি জিতেছেন, হেরেছেন ১৩টিতে ও ড্র করেছেন ৩টিতে। এই দেশে ধোনির জয় সংখ্যা ছিল মাত্র ৩।
বিরাটের সময়ে ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ — এমন একধারার পেস আক্রমণ গড়ে ওঠে যারা ২০ উইকেট নেওয়ার ক্ষমতা রাখত যেকোনো মাঠে। বিরাট প্রায়শই ৫ বোলার নিয়ে নামতেন, বাড়তি ব্যাটসম্যান না রেখে।
বিরাট কোহলির অধীনে ভারত ৩৫টি অ্যাওয়ে টেস্টের মধ্যে ২২ বার প্রতিপক্ষের ২০ উইকেট নিয়েছে। ১৯৯০-এর পর কোনও ভারতীয় দলের বোলিং গড় ৩০-এর নীচে এবং স্ট্রাইক রেট ৬০-এর নীচে নামেনি — যা বিরাটের সময় হয়েছিল। এই সময় বোলাররা গড়ে প্রতি ৫২ বলে একটি করে উইকেট নিয়েছে।
এই সময় ৬ জন ভারতীয় বোলার ১০০-র বেশি উইকেট নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন সবচেয়ে বেশি — ২৯৩টি উইকেট। কেবল ডেল স্টেইন (৩৪৭) গ্রায়েম স্মিথের অধীনে এর চেয়ে বেশি উইকেট নিয়েছেন।