জুনিয়র-সিনিয়র জুটি সুপারহিট! ধরমশালায় সিরিজের পঞ্চম টেস্টে চোখের নি🐻মেষে উড়ে গেল বেন স্টোকস বাহিনী। এক ইনিংস ও ৬৪ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে নিল রোহিত শর্মারা। তরুণ ব্যাটারদের মারকুটে ইনিংস ও অশ্বিন-কুলদীপের বিধ্বংসী বোলিংয়ের সামনে রীতিমতো মাথানত করতে বাধ্য হল ইংল্যান্ড। বলা যায়, গোটা ম্যাচ জুড়েই ইংল্যান্ডকে হাবুডুবু খাইয়েছে 'মেন ইন ব্লু'। সবমিলিয়ে, পঞ্চম টেস্ট আনন্দ দিয়েছে সকল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।
তবে তৃতীয় দিনের খেলায় ঘটে একটি ঘটনা যেখানে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ইংল্যান্ডের শততম টেস্ট খেলা ক্রিকেটার জনি বেয়ারস্টো এবং টিম ইন্ডিয়ার তিন তরুণ ক্রিকেটার শুভমন🧸 গিল, ধ্রুব জুরেল এবং সরফরাজ খান। কথোপকথনটি ঠিক এ💦মন হয়। প্রথমে জনি বেয়ারস্টোকে শুভমন গিলকে বলতে শোনা যায়, 'তুমি জিমিকে কি বলেছিলে ক্লান্ত হয়ে যাওয়াতে এবং তারপরেই ও তোমায় আউট করল?' তার পরিপ্রেক্ষিতে গিল বলেন, 'তো কি হয়েছে? আমি অন্তত শতরান তো করেছি। তুমি এখানে এসে কটা শতরান পেয়েছ?' পাল্টা বেয়ারস্টো প্রশ্ন করে, 'তুমি ইংল্যান্ডে গিয়ে কটা পেয়েছ?' ঠিক তারপরই সারফারাজ খানকে বলতে শোনা যায়, 'একটু রান কি বানিয়ে নিয়েছে যে বেশি নাচতে শুরু করেছে।'
টিম ইন্ডিয়া তরুণ ক্রিকেটারদের আগ্রাসী মনোভাব ভালো চোখে নেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এটিকে নিয়ে মিম বানান দলের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। নিজের এক্স হ্যান্ডেল থেকে এই ছবিটি শেয়ার করেন তিনি। সঙ্গে ছিল 'এমএস ধোনি দি আন টোল্ড স্টোরি'র একটি দৃশ্য তুলে ধরেন উল্লেখ করা হয় বিরাট কোহলির নাম। ছবির মাধ্যমে বোঝানো হয়েছে যে🐻 বিরাট কোহলি দলের তরুণ ব্রিগেডের এমন আগ্রাসী মনোভাব দেখছেন বাড়ি থেকে। সেই সঙ্গে তিনিজাভ নিশ্চয়ই গর্ববোধ করছেন। এরপরই শুরু হয় কমেন্টের বন্যা। মজাদার কমেন্ট হলেও সকলেই তার মাধ্যমে বিরাটের ময়দানে এই সভাবের প্রশংসা করেন।
উল্লেখ্য, পঞ্চম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তাদের প্রথম ইনিংস শেষ হয় ২১৮ রানে। ভারতের বোলারদের মধ্যে পাঁচটি উইকেট নেন কুলদীপ যাদব। জবাবে ভারতের প্রথম ইনিং𒅌স শেষ হয় ৪৭৭ রানে। শতরান হাকান রোহিত শর্মা ও শুভমন গিল। অর্ধশতরান আসে যশস্বী জসওয়াল, সরফরাজ খান ও দেবদূত পাডিক্কালের ব্যাট থেকে। ইংল্যান্ডের হয়ে ফাইফার নেন শোয়েব বাশির। এরপর ভারতের করা ২৫৯ রানের লিড টপকাতে নেমে ইংল্যান্ড অলআউট হয়ে যায় ১৯৫ রানে। জো রুট ছাড়া ব্যাট হাতে কেউই দাগ কাটতে পারেননি। তবে এবার ভারতীয় বোলারদের মধ্যে ফাইফার নেন রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচের সেরা ঘোষণা করা হয় কুলদীপ যাদব কে এবং সিরিজ সেরা হন যশস্বী জসওয়াল।