২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের পেছনে এক ব্যক্তির অবদান ছিল সবচেয়ে বেশি। তিনি আর কেউ নন মেন্টর গৌতম গম্ভীর। কিন্তু বর্তমানে তিনি ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ। তাই সেই জায়গায় কে বসবেন এখনও ঠিক নেই। বেশ কয়েকদিন ধরে নাইট বাহিনীর অন্দরে একটি নাম শোনা যাচ্ছিল অবশ্য। তবে এদিন সেই জল্পনায় ইতি পড়ল। বলা হচ্ছিল হয়তো গৌতম গম্ভীরের ছেড়ে যাওয়া আসনে বসতে পারেন কুমার সাঙ্গাকারা। কেকেআর ম্যানেজমেন্টের তরফে তাঁর সঙ্গে নাকি কথাও হয়েছিল তেমন। শুধু কেকেআর নয়, আরও বেশ কয়েকটি আইপিএলের দল নাকি সাঙ্গাকারার কাছে অফার রেখে ছিল। এইসব জল্পনাꩵয় শুক্রবার ইতি টানল রাজস্থান রয়্যালস। ম্যানেজমেন্টের তরফ⛦ে জানিয়ে দেওয়া হল সাঙ্গাকারা কোথাও যাচ্ছেন না, থাকবেন তাদের দলেই।
প্রসঙ্গত, ২০২১ সাল থেকে রাজস্থান রয়্যালসের ডাইরেক্টর অফ ক্রিকেট পদে আছেন ক🦹ুমার সাঙ্গাকারা। তবে হঠাৎই প্রাক্তন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের ফের রাজস্থানের কোচ হিসেবে ফেরার খবরে জল্পনা শুরু হয় হয়তো সাঙ্গাকারা আর সেখানে থাকবেন না। এমনও শোনা যাচ্ছিল রাজনস্থান ম্যানেজমেন্ট নাকি কিংবদন্তী শ্রীলঙ্কান ব্যাটসম্যানকে দলে রাখতেও ইচ্ছুক নন। এদিকে আইপিএলের বেশ কয়েকটি দল নাকি তাঁকে দলে নিতে ইচ্ছুক ছিল, তাদের মধ্যে অবশ্যই এগিয়ে ছিল কলকাতা নাইট রাইডার্স। এদিন এইসব খবরের যাবতীয় প্রাসঙ্গিকতা এক লহমায় চূর্ণ করে দিল রাজস্থান রয়্যালস টিমের ম্যানেজমেন্ট। তাদের তরফে এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছে রাহুল দ্রাবিড়ের সঙ্গে করমর্দন করছে কুমার সাঙ্গাকারা, সঙ্গে উল্লেখ করা হয়েছে ‘নতুন যুগের সূচনা।’
এদিকে এখন কেকেআর-এর নতুন মেন্টর কে হবেন সে বিষয়ে কোনও স্পষ্ট খবর নেই। সামনেই রয়েছে মেগা অকশন। তার আগে নাইট রাইডার্স ম্যানেজমেন্ট চাইবে মেন্টর নিয়োগ করতে, কারণ মেন্টরের উপর নির্ভর করেই সিন্ধান্ত নেওয়া হয় কোন খেলোয়াড়কে দলে রাখবে বা কোন খেলোয়াড়কে ছেড়ে দেবে। আসন্ন ২০২৫ সালের আইপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তকমা নিয়ে খেলতে নামবে কেকেআর, তাই দায়িত্ব অনেক বেশি। তারা চাইবে দ্রুত গম্ভীরের ছেড়ে যাও⛎য়া জায়গা ভরাট করতে। যদিও বর্তমানে চন্দ্রকান্ত পন্ডিতকে হেড কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে ও ভরত অরুণকে বোলিং কোচ।