সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪-এর প্লে-অ♕ফের যোগ্যতা অর্জনের জন্য গুজরাট টাইটানসের সব আশাই শেষ হয়ে গিয়েছে। এদিনই শুভমন গিলদের প্লে অফে ওঠার সব স্বপ্ন ভেস্তে গেছে। এর কারণ অবশ্যই বৃষ্টি। বৃষ্টির কারণে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটানসের ম্যাচটি করা যায়নি। এই ম্যাচটি একটি বল ছাড়াই বাতিল হয়ে যায়। এর ফলে দুই দলই একটি করে পয়েন্ট পায়। আর এই একটি পয়েন্ট পাওয়ার কারণেই গিলরা প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। ১৩ ম্যাচে ১১ পয়েন্ট সংগ্রহ করেছে। এর মানে হল যে গুজরাট টাইটানস অর্থাৎ গত বছরের রানার্স আপ এ🅰বং ২০২২ চ্যাম্পিয়ন, প্লে অফ রেস থেকে ছিটকে গিয়েছে।
আরও পড়ুন… কালো হৃদয়ের ইমোজি কেন? সঞ্জীব গোয়েঙ্💮কা ও কেএল রাহুলের ইস্যুতে আফগান তারকার রহস্যময় বার্তা
আইপিএল ২০২৪-এ ব্যর্থতা নিয়ে কী বললেন মহম্মদ শামি-
গুজরাট টাইটানস আইপিএল ২০২৪-এর প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার পরে নিজের দলের ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন মহম্মদ শামি। গুজরাট টাই🎃টানসের এই ব্যর্থতার জন্য বেশ কিছু কারণকে তুলে ধরেছেন তিনি। এর মধ্যে চলতি মরশুমে দলের ওপেনিং জুটির দিকে আঙুল তুলেছেন মহম্মদ শামি। এ ছাড়াও দলের বোলিং শক্তিকে নিয়েও প্রশ্ন তুলেছেন মহম্মদ শামি। ভারতীয় দলের এ🔯ই পেস বোলার নিজের উইটিউব চ্যানেলে বলেছেন, ‘আইপিএল ২০২৪ মরশুম থেকে বিদায় নেওয়ার পরে গুজরাট এই মরশুমে অসন্তুষ্ট হবে।’
আরও পড়ুন… BAN vs ZIM 4th T20I: দুরন্ত শাকিবের স্পিনে থমক𓃲ে গেল জিম্বাবোয়ে, মাত্র♌ পাঁচ রানে জিতল বাংলাদেশ
ব্যর্থতার কারণ কী বললেন তিনি-
দলের ব্যর্থতার কথা উল্লেখ করে মহম্মদ শামি বলেন, ‘আমরা যদি তাদের ব্যর্থতার দিকগুলি দেখি, তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ওপেনিং পার্টনারশিপ, যা ভালভাবে কাজ করেনি। যে খেলোয়াড়দের এই দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সঠিক পারফর্ম করতে পারেননি।’ শুভমন গিলের ওপেনিং পার্টনারඣ, ঋদ্ধিমান সাহার জন্য এটি একটি ভয়াবহ মরশুম ছিল, ৯ ম্যাচে ১৫.১১ গড়ে এবং ১১৮.২৬ স্ট্রাইক রেটে মাত্র ১৩৬ রান করেছিলেন। চলতি মরশুমে ওপেনিং জুটিতে একটি পঞ্চাশ রানের পার্টনারশিপ পোষ্ট করতেও ব্যর্থ হয় এই জুটি।
আরও পড়ুন… কী কারণে কেএল 🌠রাহুলের উপর চটে গিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা? রিপোর্টে উঠে আসছে আসল কারণ
বোলিংকেও দায়ী করা হচ্ছে-
গুজরাট টাইটানসের ভয়ঙ্কর রান রেট -১.০৬৩ ইতিমধ্যেই শুভমন গিলের দলকে তাড়াতাড়ি প্রস্থানের পথ দেখিয়েছে। ౠমরশুম শুরু হওয়ার আগেই দলটি তাদের অতীত গৌরব প্রতিলিপি করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। গত মরশুমে দলের জয়ের পিছনে টাইটানসের বোলিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তবে, হার্দিক পান্ডিয়ার বিদায় এবং মহম্মদ শামির ইনজুরি টিমকে আবারও বিপর্যস্ত করেছে। রশিদ খানও ইনজুরির পর প্রত্যাবর্তন করছিলেন তাই সরাসরি শিখর ফর্মে পৌঁছাতে পারেননি তিনি। ফলে ওপেনিং জুটির পাশাপাশি বোলিং ব্যর্থতার কারণেও চলতি মরশুমে প্লে অফে উঠতে ব্যর্থ হল গত দুবারের ফাইনালিস্ট।