শুভব্রত মুখার্জি: দুবাইয়ের কোকাকোলা এরিনাতে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ২০২৪ আইপিএলের মিনি নিলাম। যে নিলামের মঞ্চে ইতিহাস রচনা করেছেন অস্ট্রেলিয়ার স্পিডস্টার মিচেল স্টার্ক। নিজের দেশের অধিনায়ক প্যাট কামিন্সের গড়া দু ঘন্টা আগের নজিরকে ভেঙে দিয়েছেন তিনি। ২৪.৭৫ কোটি টাকা খরচ করে তাঁ🐼কে কিনেছে কলকাতা নাইট রাইডার্স দল। আইপিএলের ইতিহাসে এত বিপুল পরিমাণ অর্থ এর আগে কোনও ক্রিকেটারের পিছনে ব্যয় করা হয়নি। মিচেল স্টার্কের পিছনে কেকেআর এত পরিমাণ অর্থ ব্যয় করাতে কিছুটা হলেও বিস্মিত পেসার স্বয়ং। তবে একটুও অবাক হননি তাঁর ক্রিকেটার স্ত্রী। অ্যালিসা হিলি। তাঁর মতে দেশকে গুরুত্ব দেওয়ার পুরস্কার পেয়েছেন স্টার্ক।
এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিনিয়র মহিলা ক্রিকেট দলের পূর্ণ সময়ের অধিনায়ক অ্যালিসা হিলি। তিনি জাতীয় দলের সঙ্গে ভারতেই রয়েছেন। ভারতের বিরুদ্ধে একটিমাত্র টেস্ট খেলতে দলকে নিয়ে তিনি এসেছেন ভারতে। তিনি জানতেন, আইপিএলের নিলামে স্টার্ক নজির গড়ার পরে তাঁর কাছে এই বিষয়ে প্রশ্ন আসবেই। আর সেই প্রশ্নের তিনি একেবারে সোজা ব্যাটে উত্তর দিয়েছেন। বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে স্টার্ককে দলে নেওয়া প্রস🌠ঙ্গে হিলির মত, ‘দেখুন আমরা সবাই দেখতে পাচ্ছি যে, এই ঘটনাই বাস্তব। মিচের জন্য একটা অনবদ্য মুহূর্ত। ও যে পরিশ্রমটা করেছে, দেশকে যে ভাবে ও অগ্রাধিকার দিয়েছে, তার পুরস্কার পেয়েছে মিচেল। ওর কঠোর পরিশ্রম যথার্থতা পেয়েছে।শেষ আট বছরে ও যে ওর দেশকে সবার উপরে রেখেছে, টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিয়েছে, তার পু🥂রস্কার পেয়েছে মিচেল।’
আরও পড়ুন: এত টাকা দিয়ে মিচেল স্টার্ককে কেন দলে নিল KKR? যুক্🅠🌜তি দিয়ে ব্যাখ্যা করলেন গম্ভীর
জিমে যখন অনুশীলন করছিলেন হিলি,🍌 তখন তিনি নিলামে স্টার্কের বিষয়টি জানতে পারেন। তিনি বলেন, ‘আমি সেই সময়ে (নিলামের ) জিমে ছিলাম। আমি বিয়ার নিয়ে সেই সময়ে কোনও চিন্তাই করিনি। যেটা সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছিল, সেটা একেবারেই ঠিক নয়। আমি সত্যি সত্যিই জিমে ছিলাম। সেখান থেকেই নজর রাখছিলাম নিলামে কী হচ্ছে বা হচ্ছে না, সেই বিষয়ে। তবে হ্যা ওর (মিচেল স্টা💙র্ক) এবং প্যাটের (প্যাট কামিন্স) জন্য অসাধারণ একটা দিন নিঃসন্দেহে।’
উল্লেখ্য, বৃহস্পত𓆉িবার থেকেই শুরু হতে চলেছে মহিলাদের ভারত বনাম অস্ট্রেলিয়ার একমাত্র টেস্ট। ওয়াংখেড়েতে যেখানে অ্যালিসা হিলির নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয়ের লড়াই চালাবে ভারতীয় দল।