লেজেন্ডস লিগ ক্রিকেটে রুদ্ধশ্বাস জয় হরভজন সিংয়ের নেতৃত্বাধীন মণিপাল টাইগার্সের। সোমবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে নিশ্চিত হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে গুজরাট জায়ান্🔯টসকে পরাজিত করে তারা। সৌজন্যে ডেথ ওভারে পরবিন্দর আওয়ানা ও থিসারা পেরেরার দুরন্ত বোলিং।
জয়ের জন্য শেষ ৩ ওভারে মাত্র ২০🌱 রান দরকার ছিল গুজরাট জায়ান্টসের। হাতে ছিল ৭টি উইকেট। হাফ-সেঞ্চুরি করা জ্যাক কালিস ও সেট হয়ে যাওয়া পার্থিব প্যাটেল ক্রিজে ছিলেন। তার পরেও সেখান থেকে ম্যাচ হারতে হয় গুজরাটকে। শেষ ৩ ওভারে মোটে ৯ রানের মধ্যে ৬টি উইকেট হারায় তারা।
রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মণিপাল টাইগার্স। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭৩ রানের চ্যালেঞ্জিং ইনিংস গড়ে তোলে। ৫টি চ💯ার ও ২টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩৭ রানের আগ্রাসী ইনিংস খেলেন হ্যামিল্টন মাসাকাদজা।
এ🌳ছাড়া ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৩২ রান করেন থিসারা পেরেরা। ২টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২৩ রান করেন রবীন উত্থাপ্পা। চাডউইক ওয়াল্টন ১৭ ও ইমরান খান অপরাজিত ১৬ রানের যোগদান রাখেন। কলিন ডি'গ্র্যান্ড💜হোম ৮, কাইল কোয়েটজার ৯, অমিতোজ সিং ৬, হরভজন সিং ৩ ও প্রবীণ কুমার অপরাজিত ৭ রান করেন।
গুজরাটের হয়ে ৪ ওভারে ৩১ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন রজত ভাটিয়াꦬ। ৩৩ রানে ২টি উ♍ইকেট নেন ট্রেন্ট জনস্টন। ১টি করে উইকেট দখল করেন রায়াদ এমরিত, ঈশ্বর চৌধরী ও সরবজিৎ লাড্ডা।
পালটা ব্যাট♒ করতে নেমে গুজরাট জায়ান্টস একসময় ১৭ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫৪ রান তুলে ফেলে। শেষমেশ তারা ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬৩ রানে আকটে যায়। ১০ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে মণিপাল।
জ💟্যাক কালিস ৮টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ৫৬ রান করেন। ক্রিস গেইল ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৩৮ রান করেন। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৩৫ রান করেন ক্যাপ্টেন পার্থিব প্যাটেল। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি।
পরবিন্দর আওয়ানা ৩ ওভারে ১৯ রান খরচ করে ৪টি🌼 উইকেট দখল করেন। হরভজন সিং ৪ ওভারে ১টি মেডেন-সহඣ মোটে ১৪ রানের বিনিময়ে ২টি উইকেট সংগ্রহ করেন। ২ ওভারে ৬ রানের বিনিময়ে ২টি উইকেট নেন থিসারা পেরেরা। ম্যাচের সেরা হন আওয়ানা।