ফের একবার বড় ধাক্কা খেলেন লিটন দাস। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এক বার পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছিলেন। আবারও একই কারণে দল থেকে বাদ প🌸ড়তে হল লিটনকে। শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ মার্চ তৃতীয় ওয়ানডে ম্যাচ রয়েছে। তার জন্য যে ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে, সেই দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। তাঁর জায়গায় ওয়ানডে দলে প♔্রথম বারের মতো ডাক পেয়েছেন জাকের আলি।
শ্রীলঙ্কার বিপক্ষে যে দু'টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ, সেই ম্যাচ দু'টিতে একটಞি রানও করতে পারেননি লিটন। প্রথম ম্যাচেই তিনি আউট হয়ে যান প্রথম বলে। আর দ্বিতীয় ম্যাচে আউট হন তৃতীয় বলে। লিটনের এই ফর্ম দেখে নির্বাচকরা রীতিমতো বিরক্ত। যে কারণে তাঁকে ছেঁটে ফেলা হল। নির্বাচক কমিটির পক্ষ থেকে লিটনকে সরাসরিই বলে দেওয়া হয়েছে, তাঁকে বাদ দেওয়ার কারণ হল, তাঁর বাজে পারফরম্যান্স।
আরও পড়ুন: রঞ্জির ফি-ও দ্বিগুণ বা তিনগুণ করে দেওয়া হোক- BCCI-কে 🌌পরামর্শ গাভাﷺসকরের
চলতি ওয়ানডে সিরিজের আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও রান পাননি লিটন দাস। তিন ইনিংস মিলিয়ে করেছিলেন মাত্র ৪৩ রান। তিন💃 সংস্করণ মিলিয়ে লিটন দাস শেষ বার হাফসেঞ্চুরি করেছিলেন গত বছর অক্টোবরে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে। ১৯ অক্টোবর পুনেতে ভারতের বিপক্ষে ৬৬ রানের ইনিংস খেলেছিলেন লিটন। এর পর তিন সংস্করণ মিলিয়ে শেষ ১৪ ইনিংসে কোন অর্ধশতরান নেই লিটনের। যার খেসারত, টি🤡ম থেকে বাদ পড়ে দিতে হল লিটনকে।
আরও পড়ুন: এই সিদ্ধান্তটি বড় ধাক্কা ছিল- রো🐓হিতের🌌 বদলে হার্দিককে অধিনায়ক করা নিয়ে বিস্ফোরক হরভজন
এদিকে জাকের আলি শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে করেছিলেন ৩৪ বলে ৬৮ রান। শ্রীলঙ্কার দেওয়া ২০৭ রানের জবাবে মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে জয়ের কাছাকাছ🎶ি পৌঁছে দিয়েছিলেন জাক🦩ের। ৩ রানে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ হারলেও, প্রশংসিত হয়েছিল জাকেরের পারফরম্যান্স।
এই সিরিজে অবশ্য পরের ম্যাচে ব্যাটিংয়ে নামতে হয়নি জাকেরকে। তৃতীয় ম্যাচে ৪ রানে আউট হয়ে গিয়েছিলেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে গাজি টায়ার্সের বিপক্ষে ৪৮ বলে ৭৬ রানের অপরাজিত দুরন্ত একটি ইনিংস খেলেছেন জাকের আলি। এবার বিপিএলেও ভালো পারফরꦑম্যান্স করেছেন তিনি। ১৪ ম্যাচে ৯৯.৫ গড়ে এবং ১৪১.১৩ স্ট্রাইকরেটে ১৯৯ রান করেছিলেন জাকের। যে কারণে ফের তিনি বাংলাদেশের জাতীয় দলে সুযোগ পেলেন। তবে অবার নিজের সেরা๊টা দিয়ে প্রমাণ করতে হবে জাকেরকে।