ব্যাটে-বলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ꧟কাকে বলে, বুঝিয়ে দিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। চলতি লঙ্কা প্রিমিয়র লিগে ব্যক্তিগত পারফর্ম্যান্সে চোখ ধাঁধাচ্ছেন তারকা অল-রাউন্ডার। কার্যত একার কাঁধে বি-লাভ ক্যান্ডিকে টুর্নামেন্টের ফাইনালে তোলেন হাসারাঙ্গা।
প্রায় প্রতি ম্যাচেই ব্যাটে-বলে দলের জয়ে অবদান রাখেন ওয়ানিন্দু। দ্বিতীয় কোয়ালিফায়ারেও তার অন্যথা হয়নি। ম্যাচে দলের হয়ে সব থেকে বেশি রান করার পাশাপাশি যুগ্মভাবে সব থেকে বেশি উইকেটও নেন তিনি। আরও উল্লেখযোগ্য বিষয় হল, ফাইনালের আগে পর🧔্যন্ꦰত হাসারাঙ্গাই টুর্নামেন্টের সর্বাধিক রান ও সব থেকে বেশি উইকেটের মালিক।
বি-লাভ ক্যান্ডি বনাম গল টাইটানস দ্বিতীয় কোয়ালিফায়ারের ফলাফল:-
আর প্রেমদাসা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বি-লাভ ক্যান্ডি। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৭ রান তোলে। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন হাসারাঙ্গা। তিনি ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৪৮ রান করে আউট হন। এছাড়া ৩টি ⛦চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৩৮ রান করেন দীনেশ চণ্ডীমল।
অ্যাঞ্জেলো ম্যাথিউজ ২৪, চতুরঙ্গ ডি'সিলভা ১৫ ও আসিফ আলি ১০ রানের যোগদান রাখেন। ২টি করে উইকেট নেন গলের লাহিরু কুমারা ও সোনাল দিনুশা। শাকিব আল হাসান ৪ ওভারে ২৪ রান খরচ করে ১💯টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে গল টাইটানস ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২৩ রানে আটকে যায়। ৩৪ রানে ম্যাচ জিতে ফাইনা🦂লের টিকিট পকেটে পোরে বি-লাভ ক্যান্ডি। সোনাল ২৮, লিটন দাস ২৫, শাকিব আল হাসান ১৭, লসিথ ক্রুলপুল্লে ১৪, কাসুন রজিথা ১০ ও লাহিরু কুমারা ১০ রান করেন। দাসুন শানাকা ৪ রান করে আউট হন। শাকিব টুর্নামেন্টে ব্যাট হাতে একটি ম্যাচেও নজর কাড়তে পারেননি। তাঁর বোলিং পারফর্ম্যান্সও গড়পড়তা।
ক্যান্ডির হয়ে ২১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন হাসারাঙ্গা। ২টি করে উইকেট পকেটে💦 পোরেন চতুরঙ্গ ও মহম্মদ হাসনাইন। মুজিব উর রহমান দখল করেন ১টি উইকেট। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন হাসারাঙ্গা।
এলপিএল ২০২৩ ফাইনালের সূচি:-
রবিবার (২০ অগস্ট) লঙ্কা প্রিমিয়র লিগের ফাইনালে ডাম্বুলা অরার ব🌟িরুদ্ধে মাঠে নামবে বি-লাভ ক্যাဣন্ডি। খেলা হবে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
টুর্নামেন্টে হাসারাঙ্গার সার্বিক পারফর্ম্যান্স:-
ওয়ানিন্দু 🔯হাসারাঙ্গা চলতি লঙ্কা প্রিমিয়র লিগের ৯টি ইনিংসে ব্যাট করে সব থেকে বেশি ২৭৯ রান সংগ্রহ করেছেন। সেই সঙ্গে ১০টি ইনিংসে বল করে সব থেকে বেশি ১৯টি উইকেট পকেটে পুরেছেন তিনি।
সর্বকালীন রেকর্ড হাসারাঙ্গার:-
লঙ্কা প্রিমিয়র ল🀅িগের একটি মরশুমে সব থেকে বেশি ১৯টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন ওয়♑ানিন্দু হাসারাঙ্গা। এর আগে আর কোনও মরশুমে কোনও বোলার ১৮টির বেশি উইকেট নিতে পারেননি। ২০২২ সালে কার্লোস ব্রাথওয়েট ১৮টি উইকেট নিয়েছিলেন। হাসারাঙ্গা ভেঙে দিলেন ক্যারিবিয়ান তারকার রেকর্ড।